রবি সিমের সকল কোড
রবি সিমের সকল কোড ও সার্ভিস। সকল ধরনের ইউএসএসডি কোড, ব্যালেন্স, মিনিট অফার, এমবি চেক করার কোড গুলি জানুন। আমরা আজকে জানবো রবির সকল কোড, রবি সিমের সকল কোড। রবির সার্ভিস বন্ধ করার কোডগুলোও জানবো।রবি সিমের সকল কোড এর তালিকাঃ
সার্ভিসের নাম |
যে কোড ডায়াল করবেন |
কাস্টমার সার্ভিস |
1 |
মিনিট বান্ডেল চেক |
*0# |
ইমার্জেন্সি ব্যালেন্স বিল চেক |
*1# |
রবি নাম্বার চেক |
*2# |
ডাটা প্যাক চেক |
*3# |
নতুন ইন্টারনেট প্যাক পারচেজ |
*4# |
Popular
Vas অ্যাক্টিভ/ডিএক্টিভ |
*5# |
কল রেট জানা |
*6# |
প্রমোশনাল এসএমএস বন্ধ |
*7# |
ইমারজেন্সি ব্যালেন্স নিন |
*8# |
সকল সার্ভিস একত্রে |
*123# |
মেইন ব্যালেন্স চেক |
*222# |
বোনাস ব্যালেন্স চেক |
*222*1# |
এসএমএস চেক |
*222*11# |
ইমারজেন্সি ব্যালেন্স চেক |
*8811*1# |
ইমার্জেন্সি ব্যালেন্স চেক |
*222*16# |
ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ |
*8811*2# |
ঝটপট ইন্টারনেট ব্যালেন্স একটিভ |
*8811*1*1*1# |
ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক |
*123*3*5# |
রবি 4.5 জি এনেবেল আছে কিনা |
*123*44# |
ইন্টারনেট ব্যালেন্স চেক |
*8444*88# |
ইন্টারনেট হেল্প কেয়ার |
*8444# |
কল ওয়েটিং সার্ভিস এক্টিভেট |
*43# |
কল ওয়েটিং সার্ভিস বন্ধ |
#43# |
কল ডাইভার্ট অন |
*21*
Focus Number # |
কল ডাইভার্ট ডিএক্টিভ |
#21# |
সকল কল ডাইভার্ট |
*21*8121# |
ডাইভার্ট অফ |
#21# |
ফোন নম্বরে ইনকামিং কল |
*35*0000# |
সার্ভিস নিয়ে কমপ্লেইন |
158 |
হেল্প সেন্টার নম্বর |
123 |
রবি এক্সিটা লিমিটেড এর ডাকনাম রবি নামেও পরিচিত । গ্রামীণফোনের পরবর্তীতে সর্ববৃহৎ দুই নম্বরে অবস্থিত সিম অপারেটর সার্ভিসটি হলো রবি।রবি সিমের সকল প্রয়োজনীয় কোড গুলো ও সার্ভিস জানতে নিচে দেখুন। রবি সিমের সমস্ত কোড জেনে নিন।
রবি সিমের কিছু সার্ভিসঃ
রবি নিজস্ব চ্যানেল, প্রোডাক্ট আছে্। নিজস্ব সার্ভিসও আছে। সেগুলো একবার দেখে নিলে উপকৃত হবেন।১। মাই রবি অ্যাপ:
২। চ্যাটবট
৩। Smart 1216:
পড়ুনঃ
- ৫০০০ টাকার মধ্যে ৪জি মোবাইল।
- জিপি থেকে জিপি ব্যালেন্স ট্রান্সফার। পিন কোড ভুলে গেলে কি করবেন?
- জিপি থেকে এমবি ট্রান্সফার করার নিয়ম।
- মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে ২০২১।
৪। রবি কাস্টমার সার্ভিসঃ
রবি সিমে ফোন কলে গিয়ে ১ ডায়াল করে বিভিন্ন সার্ভিস সুবিধা ভোগ করতে পারবেন।চলুন রবির সকল ইউএসএসডি কোড গুলো জেনে নেই।
রবি সিমের সকল প্রয়োজনীয় কোডঃ
১। রবি মিনিট চেক করার কোডঃ চেক করতে Phone-য়ে গিয়ে ডায়াল করুন *0#২। ব্যালেন্স চেক অথবা ইমারজেন্সি ব্যালেন্স বিল চেকঃ ডায়াল করুন *1#
৩। যে রবি নম্বরটি ব্যবহার করছেন সেটি চেক করার কোডঃ *2#
৪। ডাটা প্যাক কত এভেইলেবল আছে সেটি জেনে নিনঃ: ডায়াল করুন *3#
৫। নতুন কোন রবি ইন্টারনেট প্যাক পারচেজ করার কোডঃ *4#
৬। Popular Vas অ্যাক্টিভেশন অথবা ডিএক্টিভ করার কোড *5#
৭। নিজের নিজস্ব প্যাকেজ কল রেট জানার কোড *6
৮। রবি থেকে বিভিন্ন প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোড *7#
৯। রবিতে ইমারজেন্সি ব্যালেন্স/জটপট ব্যালেন্স নেওয়ার কো্ড *8#
১০। সকল VAS বন্ধ করার জন্য কোড *9#
১১। রবির সকল সার্ভিস একত্রে দেখার কোড *123#
রবির মোবাইল ব্যালেন্স চেক করার কোডঃ
১। রবি মেইন ব্যালেন্স চেক করার কোড *222#২। রবিতে বোনাস ব্যালেন্স চেক করার কোড *222*1#
৩। এসএমএস কত আছে তা চেক করার কোড *222*11#
রবির ইমার্জেন্সি ব্যালেন্স
যদি একজ Real রবি ইউজার হয়ে থাকেন , তাহলে রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন। তার জন্য একটি সাধারণ কোড ডায়াল করতে হবে । ফোনের ফোন কল অপশন এ গিয়ে *1# ডায়াল করে ঝটপট ব্যালেন্স নিয়ে নিয়েন। ডায়াল করুন *222#রবিতে ইমারজেন্সি ব্যালেন্স চেক করার কোড *8811*1# (রবিতে ১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নেয়া যায়)
কত ইমার্জেন্সি ব্যালেন্স আছে তা জানার কোড: *222*16#
ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ করার কোড: *8811*2#
কিভাবে রবিতে ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নিবেনঃ
ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স নেওয়ার পূর্বে সেই সার্ভিস এক্টিভ করতে হয়। রবিতে ঝটপট ইন্টারনেট ব্যালেন্স একটিভ করার জন্য ডায়াল করুন *8811*1*1*1# । যদি রবিতে 10 টাকায় 25 এমবি ইমারজেন্সি ইন্টারনেট প্যাক নিতে চান তাহলে ডায়াল করুন *8811*11।ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড *123*3*5#
পড়ুনঃ
- এডসেন্স থেকে আয় করার গাইডলাইন।
- অনলাইনে ইনকাম ২০২১ঃ বাংলা গাইডলাইন।
- ইউটিউব থেকে আয় করার সম্পুর্ণ গাইডলাইন।
- ব্লগিং করে আয়। কিভাবে ব্লগিং শুরু করবো?
- ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানুন ও শিখুন।
- ৫০০০ টাকার মধ্যে ৪জি মোবাইল।
রবি নতুন সিমে 9 টাকায় 1 জিবি
কিভাবে জানবেন আপনার রবি সিম টি তে 4G কিনা?
রবি 4.5 জি এনেবেল আছে কিনা তা জানার কোড *123*44#রবিতে সকল ইন্টারনেট ব্যালেন্স চেক করার কোড: *8444*88#
এমবি ব্যালেন্স চেক কোডঃ *3#
রবিতে ইন্টারনেট হেল্প কেয়ার বিভিন্ন সার্ভিস কোড: *8444#
রবিতে কল ওয়েটিং সার্ভিস নেওয়ার কোডঃ রবি সিমের সমস্ত কোড।
যদি আপনি কল ওয়েটিং সার্ভিস এক্টিভেট করতে চান তাহলে ডায়াল করতে হবে: *43#আর যদি রবি কল ওয়েটিং সার্ভিস থেকে বন্ধ করে দিতে চান তবে ডায়াল করুন: #43#
রবিতে কল ডাইভার্ট অন অথবা অফ করার নিয়মঃ
যদি রবিতে কল ডাইভার্ট অন করতে চান তাহলে ডায়াল করুন: *21* Focus Number #যদি রবিতে কল ডাইভার্ট ডিএক্টিভ করতে চান তাহলে এই নম্বরে ডায়াল করুন #21# । এটি খুব সহজেই করা যায়।
সকল কল ডাইভার্ট কোড: *21*8121#
ডাইভার্ট অফ করার কোড: #21#
রবিতে ইনকামিং কল অফ/অনঃ
একটি ফোন নম্বরে ইনকামিং যত কল আছে সেগুলো দেখে নিতে ডায়াল করুন: *35*0000#যদি ইনকামিং কল সার্ভিস থেকে একটিভেট করতে চান তবে ডায়াল করুন l: #35*0000#
রবি কাস্টমার কেয়ার এর বিভিন্ন প্রয়োজনীয় নাম্বার
রবির কোন সার্ভিস কমপ্লেইন করার জন্য ডায়াল করুন: 158। কোনো খরচ/ ফি নেই।রবি নিজস্ব হেল্প সেন্টার নম্বর: 123। এখানে ডায়াল করে সকল সাহায্য নিতে পারেন।
অন্যান্য সিম ব্যবহারকারী রবির কাস্টমার হেল্প নিতে ডায়াল: +88 01819-400 400 ।
রবির কাস্টমার কেয়ার ইমেইল ও অন্যান্য ঠিকানা
কাস্টমার কেয়ার জিমেইল ঠিকানা: 123@robi.com.bdরবির নিজস্ব ওয়েবসাইট: https://robishop.com.bd/
ফেসবুক পেজ: https://www.facebook.com/robishop.com.bd/
রবি শপে কন্টাক্ট এড্রেস: 09610-000888
Amar koto mb ache meyad koto din ache
ReplyDelete*8444*88# ডায়াল করে জানুন।