বন্ধুদের মিস করা নিয়ে স্ট্যাটাস : কাঁদতে বাধ্য হবেন।
বন্ধুত্ব কি আসলে একটি সাধারণ শব্দ? তা কিন্ত না। আজকে আপনাদের বন্ধুদের মিস করা নিয়ে স্ট্যাটাস গুলো দেখাবো। যেখান থেকে সহজেই ধারণা করা যায়, বন্ধুত্ব এক মহান সম্পর্ক। বন্ধুত্ব ছাড়া জীবন মাঝি ছাড়া নৌকার মতো। যেখান নিজ জীবনের দিক-দিশা থাকে না। বন্ধুদের মিস করার কবিতা
বেস্ট ফ্রেন্ডকে মিস করার স্ট্যাটাস
জীবনভর একে অপরের পাশে পাশে থেকে, হাতে হাত মিলিয়ে চলার প্রতিজ্ঞাই তো বন্ধুত্ব। এই বন্ধন অমৃতের, যা দুনিয়াবি কোনো আহার্য্যের সাথে তুলনা করা যায় না। সুখ হোক কিংবা দুঃখ, পাশে থাকার নামই তো বন্ধুত্ব। আমাকে যদি বলা হয় বন্ধুত্বের একশটি সংজ্ঞা বের করতে। আমি ১০০০টি সংজ্ঞা বের করতে রাজি।
বন্ধুত্বের মাঝে আসল কি, নকল কি এর কোনো মানে নেই। সত্যিকারের বন্ধু আমার চেহারা দেখেই আপনার মনের অবস্থা বলে দিতে পারে। আমার বিপদে সদা হাজির থাকবে সেই তো আমার বন্ধু। যে আমাকে রাগ করলে আমার রাগ ১ মিনিটের বেশি স্থায়ী করতে দেয় না। দম ফাটানো হাসির কথা শুনিয়ে মুডটাকে চাংগা করে দেয়। সেই তো আমার বন্ধু।
আমার সুখে দুঃখী, আমার দুঃখে সুখী হওয়া বন্ধুর ধর্ম নয়। বরং আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী হওয়া ব্যাক্তিরাই ছিল আমার বন্ধু। যে আমার আপন কস্টে আমাকে হাসায়,আমার দুঃখে আমাকে খুশী করায়ল্ল।আমার সাথে কখনো রাগ হলেও ফিরে তাকিয়ে ঠিকই বলে, কিরে? যে বন্ধু আপনাকে ভালো বাসা দিতে জানে, আপনার পরোয়া করে, সে সব বন্ধুদের জানাই প্রাণঢালা ভালোবাসা।
বন্ধুহীন মানুষ (বন্ধুদের মিস করার স্ট্যাটাস)
বন্ধুহীন মানুষ আছে বলে আমি কখনোই বিশ্বাস করি নি। বিশ্বাস করবো না। বন্ধুহীন মানুষ রাতের ঘন আধারে আচ্ছাদিত। যেখানে আলো নামক বস্তুর ছিটে-ফোটাও নেই। সে একাকী নির্জনতায় বিভোর, জলহীন জলাধার। যে জলাধারের কোনো নামই নেই।
আমার জীবনে বন্ধুদের মিস করাঃ
আমি নিজের ব্যাক্তি জীবনের কথা বলতে গেলে, খুবই অসাধারণ কতক বন্ধু পেয়েছিলাম। তাদের স্মৃতি হয়তো মনকে কখনো হলেও মুষলধারের বৃষ্টির মতো করে কাদাবে। আমার বন্ধুদের মর্ম ফুটে ওঠেছে আমার লেখনী দ্বারা। তারা সুন্দর মনের মানুষ। আমাকে বিপদে আপদে সবসময় সাপোর্ট করতো। জীবনে তাদের দান দেয়া হাসি-খুশী মুহূর্ত্যগুলোর মূল্য জীবদ্দশায় কখনো চোকাতে পারবো বলে মনে হয় না।
বন্ধুদের সাথে বিকেল বেলা মাঠে আড্ডা দেয়ার কথা গুলো মনে পড়লেই শরীরে আলোর গতিতে বিদ্যুত বয়ে যায়। তাদের সাথে স্কুল-পালানো, পিছনের ব্যাঞ্চে বসে গান গাওয়া, স্কুলের টিফিন টাইমে খেলাধুলা, সবই অন্যরকম অনুভুতি। দুচোখ নিভে সদা সময় এর কল্পনা করি। ভাবি বন্ধুদের যদি একসাথে নিয়ে আসতে পারতাম।
পড়ুনঃ
বন্ধুদের মিস করা নিয়ে কবিতাঃ
স্কুল জীবনের বন্ধুত্বের সে বিশেষ মূহুর্ত্য চিহ্নিত করতে চাই, বন্ধু নিয়ে করা বিশেষ কবিতার দ্বারা।
জীবন অস্ফুট সুরের ন্যায় প্লাবিত,
বয়ে চলে দিশা পালটিয়ে।
ধূসর স্বপ্ন মূহূর্ত্য বন্ধুত্বে আনিত,
সরে যাওয়া বালি তলিয়ে।
আবেগের আহবানে বন্ধুরা চালিত,
সমুদ্র তটের পাড় ছাড়িয়ে।
সম্মুখ সারিতে স্বপ্ন উদিত,
বন্ধুত্বের কোমল মলিনতা টিকিয়ে।
পড়ুনঃ
বন্ধুদের মিস করা নিয়ে স্ট্যাটাস গুলো দেখুনঃ
• “বিনয়ী স্বরে তাকে মিস করি আজ, মিস করেছি গতকাল, মিস করব কাল।"
• “প্রকৃত অর্থে বন্ধু বিনে জীবন চিন্তা করা অনর্থক।"
• “প্রিয় কাউকে আজ অবহেলা করো না। কেননা আগামীকাল তাকে মিস করেই কাদবে।"
• “তাকে যেতে দাও, যদি সে তোমার বন্ধু হয়, তবে পরোয়া না করেই ফিরে তাকিয়ে বলবে, কিরে আছস নি ভালা?"
• “বন্ধুর সাথে আড্ডা দেয়াতে যত সুখ, দূরে থাকাতে ঠিক তার চেয়েও দুখ।"
• “কেউই কারো সংগ্ন ছাড়া বাচতে পারে, জীবনতাকে উপভোগ করতে পারে। আমার বন্ধুই হলো সেই সংগ"
• “একসাথে থাকার ব্যাপারগুলো সত্যিই মিস করার মতো।"
• “একাকীত্ব গ্রাস করেছে আমাকে আগুনের ন্যায়। আর তা শীতিল করার পানি হলো বন্ধু।"
• “তোদের মিস করা যদি আমার চাকরি হয়, তাহলে সে চাকরিতে আমি থাকতে চাই না।তোদের সাথে সময় কাটানো যদি চাকরি হয়, তাহলে মরণের আগ পর্যন্ত সে চাকরি করে যেতে চাই। "
• “বন্ধুত্ব চিন্তা করা তোমার সাধ্য নয় হে বন্ধুহীন।”
• "বেশি চিন্তা করিস না, তোকে আমি নিয়ম করেই মিস করবোনে।"
• .৭০০ বিলিয়ন মানুষের মাঝে তোরাই আমার কাছে সেরা।”
• “আমি পরিবর্তিত, কারণ তোদের বন্ধুত্ব আমাকে পরিবর্তন করেছে। "
পড়ুনঃ
বন্ধুদের মিস করার স্ট্যাটাস (বন্ধুদের খুব মিস করছি)
• “স্কুল জীবনের মেমোরি ভোলার মত পাষাণ আমি নইI can never forget the memories of our school time.”
• “বন্ধুরা আসলে আকাশের তারাদের মত। আপনি যেখানেই যান, কখনো একটি তারার পাশে অন্য তারা অবস্থান নেই এমনটা দেখবেন না। বন্ধুদের মাঝেও তাই।"
• “তোর মত বন্ধু আমি কখনই পাইনি। খুব বেশি মিস করছি।"
• “যখন কোন বন্ধুকে আপনি খুব বেশি মিস করবেন। তার মানে আপনি তাকে ভালবাসেন ভিতর থেকে।"
• “তোকে মিস করার দরকার নেই। কারন ফেসবুক আছে। সেখানে যেকোনো সময় তোকে কল করতে পারি। টেক্সট করতে পারি। যোগাযোগ করতে পারি।"
• “প্রকৃতপক্ষে বন্ধুরা জীবনে একটি শয়তানী হিসেবে কাজ করে। কিন্তু তাকেই আমরা ভালোবাসি।"
• “তোকে খুব মিস করছি.”
• “ যদি আমাকে বলা হয় আমার বন্ধু এবং গার্লফ্রেন্ড মধ্যে যে কাউকে বেছে নিতে। তাহলে অবশ্যই আমি বন্ধুকে বেছে নিবো। তার কারণ সে একমাত্র ব্যক্তি, যে আমাকে আরো একটি গার্লফ্রেন্ড এর সাথে আমাকে সেটিং করিয়ে দেবে।"
• “আমি জানিনা সে আমাকে মিস করে কিনা। তবে আমি নিশ্চয়তার সাথে বলতে পারি, এই শক্ত বন্ধুত্বকে ভাঙ্গার মত পাষান মন আমার নেই।"
• “আমি সব সময় উইশ করি। যাতে ওই সময় টা না আসে। যে সময় আমি আমার বন্ধুদের কে খুব বেশি মিস করব।"
পড়ুনঃ
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু। (৫০ টিরও বেশি, সংগ্রহ করে রাখতে পারেন।)
বন্ধুদের মিস করার অস্থির স্ট্যাটাসঃ
আমি এমন বন্ধুদের চাই, যে আমাকে ঠিক ততটাই মিস করবে। যতটা আমি তাকে মিস করবো।
যখন কোন এক বন্ধুকে আমি মিস করি। তখন পুরো পৃথিবী আমার কাছে নগণ্য মনে হয়।
তুই হয়তো আমার কাছ থেকে দূরে। কিন্তু আমার মন থেকে দূরে নস। আমি এখনো তোকে খুব মিস করি।
#ComeBackASAP এই হ্যাশট্যাগটি হলো আমার জন্য সবচেয়ে বেশি দরকারি। কারণ আমি কাউকে মিস করছি।
আমার বন্ধুকে মিস করছি। এর চেয়ে কষ্টের অনুভূতি বোধ হয় কিছু নেই।
বন্ধুদের সাথে নই, তাই এব্যাপারে মিস করা অস্বাভাবিক কিছু না।
শেষকথাঃ
জীবদ্দশায় সকলেই বন্ধুদের মিস করে। তাই বন্ধুদের মিস করা নিইয়ে আমার এইসব স্ট্যাটাস। ভালো লাগলে আমার ব্লগটি সাবস্ক্রাইব করুন। হাতের ডানপাশের বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। খোদা- হাফেজ।