কি ভাবে টাকা ইনকাম করব? তার সহজ ৭টি উপায়

কি ভাবে টাকা ইনকাম করব?

কি ভাবে টাকা ইনকাম করব


আজকের ব্লগে অনলাইন কি ভাবে টাকা ইনকাম করব তার ৭ টি ইউনিক পদ্ধতি সম্বন্ধে বলবো। সম্পুর্ন ব্লগটি মন দিয়ে পড়বেন আশাকরি। চলুন, দেখে নিই। অনলাইনে ইনকাম করার উপায় ২০২১ সম্বন্ধে জেনে নিই।


১) একটি ডিজিটাল কোর্স তৈরি করুন।

বর্তমান সময়ে অনলাইনে সকল ক্ষেত্রেই ডিজিটাল কোর্স দেখতে পাচ্ছি। ডিজিটাল কোর্স মানে কোন একটি বিষয়ে শিক্ষাদান করা। যদি এ বিষয়ে আপনি সরাসরি ভিডিও আকারে কিংবা পিডিএফ আকারে কোন কিছু রচনা করতে পারেন।  কিংবা শিক্ষা দেওয়ার মাধ্যমে কোর্স লিখতে পারেন। যারা আগ্রহী তাদেরকে শিক্ষা দান করবেন। কিংবা জ্ঞান দান করবেন। অনলাইন ইনকাম পদ্ধতি।

অনলাইনে বড় বড় সাইটগুলোতে ডিজিটাল কোর্স তৈরি করার জন্য সুযোগ সুবিধা আছে। এবং সেখানে একজন ভালো ইন্সট্রাক্টর কিংবা টিচার হিসেবে কাজ করতে পারেন। নতুন কৌশল ব্যবহার করে কোর্স তৈরী করে নিতে পারেন। সেগুলো বিক্রি করার জন্য অনলাইনে কোর্স আপ্লোডার সাইটে জমা রাখতে পারেন। 

অনলাইনে আয়  থেকে শুরু করে যে কোন একটি কাজ। কম্পিউটার সফটওয়্যার,  ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ এ সকল বিষয়ে যদি আপনার ভালো দক্ষতা থাকে। তাহলে আপনি সহজ একটি ডিজিটাল কোর্স তৈরি করতে পারেন। সে কোর্সের ভিত্তিতে আপনি আয় করা শুরু করতে পারবেন। এটা একটু ইউনিক। অবশ্যই দক্ষ লোকেদের জন্য এটি কার্যকরী হবে।

চাইলে BitDegree সাইট টিতে সাইন আপ করতে পারেন। এখানে অনলাইন কোর্স দেয়া যায়।

ডিজিটাল কোর্স চাইলে পিডিএফ, ভিডিও আকারে তৈরি করা যেতে পারে। যদি ভিডিও আকারে কোন কোর্স তৈরি করতে চান, তবে কমপক্ষে তিন থেকে চার ঘন্টার টাইম অনুযায়ী কতগুলো ভিডিও তৈরি করে নিবেন। যাতে কোর্সগুলো দেখে ভিজিটররা উপকৃত হয়।

ডিজিটাল কোর্স তৈরি করে কি ভাবে টাকা ইনকাম করব?

অনলাইনে কোর্স তৈরি করা আপনার জন্য নতুন অফার হতে পারে। এখান থেকে কত আয় করবেন তার কোনো লিমিট নেই। অনলাইনে যত জন আপনার কোর্সটি গ্রহণ করবে, ঠিক তত আয় করবেন। অনলাইন প্লাটফর্ম এ আয় করার সম্ভাবনা বেশি থাকে।

ব্লগ, ই-কমার্স প্ল্যাটফর্ম কিংবা এফিলিয়েট মার্কেটিং  নিয়ে, কোর্স তৈরি করলে লাভবান হওয়া সম্ভব।

যদি আপনি নতুন অনলাইন কোর্স তৈরি করার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন। কিন্তু কোন টপিকে পোস্ট তৈরী করবেন, তার সম্বন্ধে কোন ধারনা না থাকে। তাহলে আমি আপনাকে ভাল পরামর্শ দিতে পারি।


অনলাইনে শিক্ষাদান করা যায় এমন যেকোন টপিক নিয়ে, সেটি অডিয়েন্সের চাহিদা মোতাবেক ভিডিও কিংবা পিডিএফ ফরমেট আকারে প্রকাশ করুন।  উপরে যে সাইটে শেয়ার করেছিলাম সেই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটি কোর্স জমাদান করুন। এবং সেখান থেকে কত আয় হবে সেটা দেখতে পারেন। এটি অনলাইনে ইনকাম করার উপায়গুলোর মধ্যে বেশি লাভজনক।


২) মেম্বারশিপ সাইট তৈরি করে নিন (কি ভাবে টাকা ইনকাম করব)।

একটি মেম্বারশিপ সাইট তৈরি করার ক্ষেত্রে 2 টি কনসেপ্ট কাজে আসে। আপনার লেখাগুলো যদি জনপ্রিয় হয়। কিংবা আপনার লেখাগুলো জনপ্রিয়তা শীর্ষে থাকে, তাহলে সেখানে মেম্বারশিপ সাইট তৈরী করে নিতে পারেন। আর দ্বিতীয়তঃ হলো যদি আপনার একটি অথরিটি সাইট থাকে। কিংবা গেস্ট ব্লগারদের নিয়ে কাজ করাতে চান তাহলে। 

সে গেস্ট ব্লগারদের আপনার সাথে কাজ করার ক্ষেত্রে তাদের কাছে মেম্বারশিপ নিয়ে নিন। এর মধ্যে তারা মেম্বারশিপ নিয়ে নেবে তবেই তারা আপনার ব্লগের ব্লগার হিসেবে কাজ করতে পারে।  এখানে আপনার অনলাইনে প্রচুর ইনকাম হবে। কেননা একটি মেম্বারশিপ ক্ষেত্রে অর্থ চার্জ হয়। সেটা মাসিক কিংবা বাতসরিক পরিসরে হতে পারে। ধরুন, আপনার নিজের একটি ব্লগ সাইট আছে। সেখানে ভালো ভিজিটরও আছে। 

পড়ুনঃ

তাহলে আপনি  সেটিকে একটি মেম্বারশিপ সাইটে পরিণত করতে পারেন। যেখানে লোকজন মেম্বারশিপ কিনে আপনার ব্লগ পড়তে পারে। সাধারণত খ্যাতিমান ব্লগার কিংবা বড় বড় ব্লগ সাইট গুলো এরকম কাজ করে।  কোনো ধরনের এডভারটাইজিং ছাড়া ব্লগ করার ক্ষেত্রে মেম্বারদের সুবিধা প্রদান করে। 

কিন্তু যদি আপনার এমন স্বার্থ না থাকে, তাহলে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। অথোরিটি সাইট তৈরি করার জন্য আপনি একটি নতুন উদ্যোগ নিতে পারেন।  যারা আপনার সাইটে লেখালেখি করবে, তাদের যেভাবে আয় হবে। ঠিক একইভাবে তাদের থেকে আপনারও আয় হবে। এক্ষেত্রে অবশ্যই আপনার বিশেষ দক্ষতা থাকা লাগবে। 

Joe Russtle নামক এক ব্যক্তি  সকলের চিন্তাভাবনা করে একটি ব্লগ সাইট খুলে ছিলেন।  সে ব্লগ সাইটে অনেক অথরিটি সাইট লেখক আছেন। যারা গেস্ট হিসেবে কাজ করছেন। এখানে তাদের থেকে মেম্বারশিপ কিনে তিনি একটি বড় মেম্বারশিপ সাইট তৈরি করে নিয়েছেন। যেখান থেকে তিনি মাসিক 2000 ডলার পর্যন্ত নিজের উদ্যোগে আয় করতে পারেন। 

যদি এমন হয় যে আপনার সাইটে লোকজন বেশি ভিজিট করছে। তার কারণ আপনার লেখালেখি কিংবা লেখার ধরন তাদের পছন্দ। সে ক্ষেত্রে আপনি খামোখা অ্যাডভার্টাইজমেন্ট প্রদর্শন না করে, তাদের থেকে মেম্বারশিপ কিনে নিন। যত বেশি ভিজিটর মেম্বারশিপ নিবেন,  তত বেশি আয় হবে। আপনি যদি ওয়ার্ডপ্রেসের মধ্য দিয়ে নিজের সাইট পরিচালনা করে থাকেন। তাহলে সেরকম টুল কিংবা স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন যেখানে ইউজার লগইন করার মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করবে।

একটি মেম্বারশিপ সাইটে প্রেমিয়াম কনটেন্ট লিখা যায়। সে প্রেমিয়াম কনটেন্টগুলো পড়তেও মেম্বারশিপ প্রয়োজন পড়ে। এখন সবগুলো কনটেন্ট যদি আপনি মেম্বারশিপ সাইটে না নিতে চান। অর্থাৎ উন্মুক্ত রাখতে চান। তাহলে এটাও সম্ভব। 

সে ক্ষেত্রে কোন কন্টেন্ট গুলোকে অর্থাৎ নির্ধারিত কোন লেখাগুলোকে আপনাকে প্রেমিয়াম সাইডে রেখে দিতে হবে সেখানে ভালো ভালো কনটেন্ট লিখে রাখবেন। সেখানে পড়বার  জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য আগ্রহী করবেন।  এর মধ্য দিয়েও অনলাইনে ইনকাম করা সম্ভব। অনলাইনে ইনকাম করার উপায়গুলোর মধ্যে এটিও বেশ কার্যকরী। 


৩) এডাভার্টাইজিং বা মনিটাইজেশন।

এই উপায়টি সকলের অনেক বেশি জানা। আমরা সকলেই কমবেশি জানি সেটা। ব্লগিং করার মাধ্যমে আয়। নিজের ব্লগ সাইট থাকলে সেখানে গুগল এডসেন্স এর ব্যবহার করে, আমরা জানি যে কিভাবে ইনকাম করতে হয়। এখানে কন্টেন্টে যে সকল স্পেস থাকে। অর্থাৎ আপনার লেখালেখির মাঝে স্পেইস সেখানে এডভারটাইজিং করে আয় করা যায়। 

পড়ুনঃ

এটা আমাদের জানা একটি পদ্ধতি। আমি বলে রাখলাম কারণ অনেকে হয়তো নাও জানতে পারেন। যদি জানেন তাহলে অবশ্য এ সম্বন্ধে বিস্তারিত জ্ঞান নেবেন। আপনি গুগোল ব্লগার থেকে ব্লগ তৈরি করতে পারেন। একদম ফ্রিতে।  সেখানে লেখালেখি করুন। একটা সময় শেষে গুগল এডসেন্স এর জন্য আবেদন করুন।  নিজের সাইটে ভিজিটর থাকলেও আয় করা যায়। এটি একদম সাধারন একটি পদ্ধতি। তাই আর কথা বাড়ালাম না।


৪) নিজের সার্ভিস বিক্রি করুন।

বর্তমানে অনলাইন সার্ভিস প্রদান অনলাইনে ইনকাম করার অসাধারন উপায়। সাধারণত যাদের একটি রেগুলার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট থাকে। তারা এক্ষেত্রে কাজ করতে পারেন।  নতুন একটি ব্লগ সাইট খুলে সার্ভিসিং কাজ করার ক্ষেত্রে আগ্রহীদের দিয়ে কাজ করতে পারেন। এ জন্য শুধুমাত্র একটি ব্লগ সাইট খুলতে হবে। 

সেখানে একটি সার্ভিসিং পেজ তৈরি করতে পারেন।  আপনি কি বিভিন্ন অনলাইন শিক্ষাদানে অভিজ্ঞ? সেক্ষেত্রে সার্ভিসিং প্রদানের মাধ্যমে আয় করা সম্ভব। ভিজিটর যারা আপনার সার্ভিস নিতে চায় তারা আপনার সাথে যোগাযোগ করবে। এবং এর মাধ্যমে আপনাদেরকে সার্ভিস প্রদান করবেন। যে বিষয়ে তাদেরকে সুবিধা দিবেন, সেটাতে দক্ষ হওয়া জরুরি। 

এজন্য চাইলে একটি শিক্ষামূলক ব্লগ সাইট তৈরি করতে পারেন। যেখানে শিক্ষামূলক পোস্ট আপলোড করতে পারেন। এবং সেখানে সার্ভিস করার জন্য একটি পেজ তৈরি করতে পারেন। যেখানে শিক্ষা বিষয়ে নানা ধরনের সার্ভিস প্রদান করবেন। কোন একটা বিষয় বুঝানোর ক্ষেত্র সার্ভিস প্রদান করতে পারেন। 

সেটা চাইলে আপনি বিভিন্ন সোশ্যাল সাইটে মাধ্যমে, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন। কিংবা শিক্ষাদান করতে পারেন। এই বিষয়ে আপনার ব্লগ সাইট এর ইউজ করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর তাদের কাছ থেকে টাকা পেমেন্ট নিয়ে নিবেন

কি কি বিষয় সার্ভিস প্রদান করতে চান সে বিষয়ে একটা লিস্ট তৈরী করে রাখুন। যেমনঃ কম্পিউটার কাজে দক্ষ হওয়া, আর্টিকেল রাইটিং, শিক্ষা দান করা, ফটোশপের কাজ করা, ওয়েব ডিজাইন করে দেওয়া কিংবা ব্লগসাইট কাস্টমাইজ করা এরকম সার্ভিস। লিস্ট করে রাখুন। যাতে আপনার কাছ থেকে সাহায্য নিতে পারে।

ধরুন, আপনি একজন ফ্রিল্যান্স রাইটার। আপনার নিজের যদি একটা ব্লগ সাইট থাকে। সেখানে আপনি আপনার পরিচয় তুলে ধরবেন। আপনি ফ্রীলান্সিং রাইটার, কিংবা গেস্ট ব্লগার পরিচয় তুলে ধরবেন। ভালো ভালো কনটেন্ট আপনার সাইটে লিখে রাখবেন। যাতে অন্যান্য ভিজিটর যারা আপনার কাছ থেকে কনটেন্ট লিখে নিতে চায়। তারা যেন আপনার সাথে যোগাযোগ করে ভালো কন্টেন্ট লিখে নিতে পারে। এতে আপনারও আয় হবে। পাশাপাশি অন্যান্য ভিজিটর যাদের প্রয়োজন, তারাও উপকৃত হবে।

পড়ুনঃ


ব্যবসা বিষয়ে অভিজ্ঞ হলে সে বিষয়ে লেখালেখি করতে পারেন। কিংবা সেই বিষয়ে কাউকে পরামর্শ সুযোগ তৈরি করে দিতে পারেন। কিংবা বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম কিভাবে উন্নতি করা যায় এরকম টপিক নিতে পারেন। ব্যবসায়িক টুল ইউজ করার ক্ষেত্রে ভালো ধারণা থাকলে এ ব্যপারে সার্ভিস প্রদান করা যায়।


৫) জব সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সাইট খুলুন।

অনলাইনে নতুন কি জব আসলো? কি জব মানুষ নিবে তা নিয়ে সবারই অনেক বেশি আগ্রহ থাকে। এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে। যদি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে জব, জব এর বিজ্ঞপ্তি এ বিষয়ে ভাল ধারণা দেয়া থাকে। তাহলে ভিজিটর উপকৃত হবে। একইভাবে যে সাইটটি খুলেছে তারও ভালো আয় হবে। অনলাইনের ক্ষেত্রে একটি নিশ অথবা ছোট টপিক নিতে পারেন। 

যে টপিকের উপর আপনি নিজের ব্লগ-সাইট সাজাতে পারেন। আমি সাজেস্ট করব জব সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে করতে। আশেপাশের বিভিন্ন ওয়েবসাইট যেগুলো অনলাইন জব প্রদান করে, তাদেরকে নিয়ে একটি ভালো ব্লগ সাইট খুলুন। যারা বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহী কিংবা অনলাইন জব বিজ্ঞপ্তি খুঁজছে তারা নতুন নতুন আপডেট পাবে। 

এতে করে তাদের আপনার সাথে সবসময় কানেক্টেড থাকতে হবে। এখানে আপনার যেভাবে আয় হবে, একইভাবে তারাও উপকৃত হবে। বিভিন্ন জব বোর্ড, সাবস্ক্রিপশন কিংবা জব নিয়ে নতুন নতুন অনলাইন সাইট গুলো কি বিজ্ঞপ্তি প্রকাশ করছে তা পাব্লিস করুন। অনলাইনে ইনকাম করার উপায় ২০২১। কিংবা একটি জবের প্রকারভেদ, কিভাবে জব নেয়া সম্ভব এ বিষয়ে ভালো আর্টিকেল লিখলে তাতে প্রচুর ভিজিটর পাওয়া যায়। যদি এ টপিক আপনি নিয়ে লেখালেখি শুরু করেন তাহলে অনলাইনে ইনকাম করার ভালো সুবিধা থাকে।


৬) ওয়েবসাইট কেনাবেচা করুন: অনলাইন ইনকাম পদ্ধতি।

ওয়েবসাইট কেনাবেচা একটি লাভজনক উপায়। তবে এ কাজটি করতে আপনার যথেষ্ট দক্ষতা আর অভিজ্ঞতা লাগবে। তার কারণ কোন ওয়েবসাইটে কত দামে ক্রয় করে সেটি ভালো বিক্রি করা সম্ভব কিনা তার সম্বন্ধে ধারণা থাকা লাগবে। অনলাইনে ওয়েবসাইট বিক্রি করার জন্য় প্রচুর সেলার আছে। 

যারা ওয়েবসাইট বিক্রি করতে চায়। যদি সেগুলো কিনেন, তাহলে যথাযথ দামি কেনার পরে সেটাকে আপনি চাইলে ভালো দামে বিক্রি করতে পারেন। যেমন কোন একটা টপিকস এর ওয়েবসাইট। অর্থাৎ কোন একটা নিশ সাইট সব সময় ভালো ভিজিটর পায়না। কিন্তু অনেক সময় ভালো ভিজিটর পায়, যখন এটা ট্রেন্ডিং এ পরিণত হয়। 

এসব ক্ষেত্রে এরকম একটা ওয়েবসাইট কে যদি আপনি আগে থেকে কিনে রাখেন। তবে পরবর্তীতে ভালো দামে বিক্রি করা সম্ভব। এরকম অনেক ধরনের নতুন ধারণ করে। এবং সে গুলোকে কাজে লাগান। যেকোনো একটি ওয়েবসাইট কিংবা ভালো ডোমেইন নেম রাখা সাইট কিনতে পারেন। পরবর্তীতে আরো ভালো দামে বিক্রি করতে পারেন। সেটিকে ভালো দামে বিক্রি করা সম্ভব। 


৭) ডোমেইন নাম কেনাবেচার ব্যবসা:

নিজের ওয়েব সাইটের জন্য ইউনিক ডোমেইন নাম কেবা না চায়? অথবা ট্রেন্ডিং ডোমেন নাম যদি নিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে সে ভালো দামে বিক্রি করা যায়। সাথে সাথে ভালো দামে কিনে রাখলেন পরবর্তী দেখা যাবে করতে পারেন প্রয়োজন পড়ে যে আগে দেখে নিতে পারেন ভালো দামে বিক্রি করে নিতে পারে। 


শেষকথাঃ

আজকে আমরা কি ভাবে টাকা ইনকাম করব তার কতগুলো ভালো পদ্ধতি সম্বন্ধে জানলাম। ভালো লাগলে আমাদের ব্লগ শেয়ার করে দিবেন। আর ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করতে কেউ ভুলবেন না যেন। সবাইকে ধন্যবাদ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post