৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২

আপনি কি ২০২২ সালে এসে ৯ হাজার টাকার মধ্যে লেটেস্ট মোবাইল ফোন খুজঁছেন? অথবা জানতে চাইছেন যে, ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ কোনগুলো? তাহলে আজকের ব্লগটি আপনার জন্য। 

৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর তালিকা করে ব্লগ পাব্লিস করেছি। আশা করি পুরো ব্লগ পড়ে আপনি উপকৃত হবেন।
 
                                   ৯ হাজার টাকার মধ্যে মোবাইল

৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ এর তালিকা।

প্রথমেই বলে রাখি, আমার দেখানো ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ এ এসে মূল্য ৮৫০০-৯০০০ টাকার মধ্যে হবে। অর্থাত ৯০০০ টাকা ছুইছুই এমন সব দামেই এসব ফোন পাাাবে নব।

1. Walton Primo GH10i 

মূল্যঃ ৳7,999 টাকা।

Walton Primo GH10i ফোনটিতে পাচ্ছেন 6.52 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। তাছাড়াও মোবাইলটির waterdrop notch ডিজাইন নজরকাড়ার মত। ফোনটির পিছনের ক্যামেরা 3টি। 

13 MP + VGA + VGA সাথে পাচ্ছেন PDAF, LED flash, f/2.0 aperture ইত্যাদি সুবিধা। এবং সম্পুর্ণ HD তে video recording করতে পারবেন।

ফোনটির সেলফি ক্যামেরাটি 5 MP। Primo GH10i মোবাইলে পাচ্ছেন 4000 mAh এর ভালো ব্যাটারি। এতে আছে 2 GB RAM, 2.0 GHz quad-core CPU এবং PowerVR GT7200 GPU। 

এ মোবাইলটি পরিচালিত হয় একটি Unisoc Tiger T310 চিপসেটের মাধ্যমে। এ ফোনে পাবেন 32 GB internal storage এবং dedicated MicroSD slot। ফোনের পিছনের সাইডে ব্যাক মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সরও থাকছে।

অন্যান্য সুবিধাঃ ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২।

FM Radio সাথে recording, Dual SIM, face unlock, OTG ইত্যাদি।

ভালো দিক
✔ বড় 6.52 ইঞ্চির HD ডিসপ্লে।
✔ এ প্রাইসে পাচ্ছেন সন্তোষজনক ক্যামেরা। 

✔ 4000 mAh ব্যাটারি।
✔ Android 11।

 খারাপ দিক
✘ নিম্ন পারফরম্যান্স
নিজস্ব রেটিং- 6.8/10

2. itel Vision 2s 

৳8,690

এ ফোনটিতে আছে 6.52 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন. এটিতে আছে Full-View waterdrop notch ডিজাইন. ফোনটির ব্যাক ক্যামেরাতে আছে দুটি 8+0.3 MP সাথে আছে autofocus, LED flash ইত্যাদি features এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করা যায়। 

এই সেলফি ক্যামেরা is of 5 MP। 

 itel Vision 2s ফোনটিতে আছে 5000 mAh ব্যাটারি. এ ফোনটিতে আছে 2 GB RAM, 1.6 GHz octa-core CPU এবং PowerVR GE8322 GPU।

 ফোনটি পরিচালিত হয় একটি UniSoC SC9863A (28 nm) chipset। এই ফোনটিতে আছে 32 GB internal storage এবং shared MicroSD slot। এই ফোনের পিছনে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য সুবিধাঃ 

FM Radio, দুটি 4G SIM লাগানো, Face Unlock ইত্যাদি

ভালো দিক
✔ সুন্দর ডিজাইন, 6.52″ এর বড় ডিসপ্লে।
✔ সন্তোষজনক ক্যামেরা।

✔ 5000 mAh বড় ব্যাটারি।
✔ এন্ড্রয়েড 11।
 
মন্দ দিক
✘UniSoC chipset, কাজেই লো পারফরম্যান্স।
✘ দ্রুত চার্জ করার সুবিধা নেই।
নিজস্ব রেটিং 7/10


3. Infinix Smart 5 Pro 

৳8,990 ; 2/32 GB

এ ফোনটিতে আছে 6.52 ইঞ্চির HD+ স্ক্রি।. এটিতে আছে waterdrop notch ডিজাইন। 

মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আছে দুটি 13 MP + QVGA। সাথে আছে quad-LED flash, autofocus ইত্যাদি সুবিধা এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করা যায়। 

এই ফোনের সেলফি ক্যামেরা 8 MP। ফোনটি ৯ হাজার টাকার মধ্যে মোবাইল হিসেবে সবচেয়ে ভালো।

Infinix Smart 5 Pro ফোনটিতে আছে 6000 mAh ব্যাটারি, সাথে আছে 10W fast charging সুবিধা। এ ফোনটিতে আছে 2 GB RAM, 1.6 GHz octa-core CPU এবং PowerVR GE8322 GPU। 

এটি নিজস্ব কোনো অজানা chipset দ্বারা পরিচালিত।. এই ফোনটিতে আছে 32 GB internal storage এবং dedicated MicroSD slot। এই ফোনের পিছনে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।.

অন্যান্য সুবিধাঃ 

FM Radio, দুটি SIM, face unlock ইত্যাদি।

ভালো দিক 
✔ 6000 mAh বড় ব্যাটারি।
✔ সন্তোষজনক ক্যামেরা এই দামের মধ্যে।

✔ এন্ড্রয়েড 11 Go।
✔ HD+ ডিসপ্লে।

মন্দ দিক
✘পারফরম্যান্স নিম্ন মানের।
নিজস্ব রেটিং  7/10


4. Itel Vision 3 : ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২

৳8,790 2/32 GB
৳9,690 3/64 GB
৳10,990 4/64 GB

এ ফোনটিতে আছে 6.6 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। এটিতে আছে Full-View waterdrop notch ডিজাইন। মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আছে দুটি 8+0.3 MP এর ক্যামেরা। 

সাথে আছে autofocus, LED flash ইত্যাদি আরো সুবিধা। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করা যায়। এই ফোনের সেলফি ক্যামেরাটি 5 MP।

পড়ুনঃ

itel Vision 2 Plus ফোনটিতে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 18W Fast Charing সুবিধা। এ ফোনটিতে আছে 2, 3 অথবা 4 GB RAM, 1.6 GHz octa-core CPU এবং IMG 8322 GPU।

ফোনটি পরিচালিত হয় একটি UniSoC SC9863A (28nm) chipset দ্বারা। এই মোবাইলটিতে আছে 32 অথবা 64 GB internal storage এবং dedicated MicroSD slot। এই ফোনের পিছনে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।.

৯ হাজার টাকার মধ্যে মোবাইল এর অন্যান্য সুবিধাঃ 

FM Radio, দুটি 4G SIM, Face Unlock ইত্যাদি।

ভালো দিক
✔ সুন্দর ডিজাইন, বড় 6.6″ ডিসপ্লে।
✔ পরিমিত ক্যামেরা।
✔ 5000 mAh বড় ব্যাটারি, 18W Fast Charging

✔ 3 এবং 4 GB RAM ।
✔ এন্ড্রয়েড 11।

মন্দ দিকঃ
✘ প্রসেসর ধীরগতির।

নিজস্ব রেটিং - 7.2।

5. Infinix Smart 6 

9,090 2/32 GB
৳10,999 3/64 GB

এ ফোনটিতে আছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এটিতে আছে waterdrop notch সেলফি ক্যামেরা ডিজাইন। 

ফোনটির ব্যাক ক্যামেরাতে আছে দুটি 8 + 0.8 Megapixel সাথে আছে AF, দুটি-LED flash, depth sensor ইত্যাদি এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করা যায়। ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ দেখুন।

এই সেলফি ক্যামেরা 5 MP এর। Infinix Smart 6 ফোনটিতে আছে 5000 mAh বড় ব্যাটারি, সাথে আছে 10W এর fast charging সুবিধা। 

এ ফোনটিতে আছে 2 or 3 GB RAM, 1.6 GHz octa-core CPU এবং PowerVR GE8322 GPU। ফোনটি পরিচালিত হয় একটি Unisoc SC9863A (28nm) chipset দ্বারা। 

এই ফোনটিতে আছে 32 / 64 GB internal storage এবং dedicated MicroSD slot. এই ফোনের পিছনে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

অন্যান্য সুবিধাঃ 

FM Radio, দুটি SIM, face unlock ইত্যাদি।

ভালো দিকঃ
✔ 6.6 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে।
✔ সন্তোষজনক front এবং back ক্যামেরা
✔ 5000 mAh ব্যাটারি
✔ 3 GB RAM, 64 GB ROM।
 
 মন্দ দিকঃ
✘ প্রসেসরের পারমারফেন্স নিম্ন মানের।


6. Realme C20A 

৳8,990।

এ ফোনটিতে আছে 6.5 ইঞ্চির HD+ IPS LCD স্ক্রিন। এটিতে আছে full-view waterdrop notch ডিজাইন। 

ফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ১টি 8 MP সাথে আছে f/2.0 aperture, 1/4.0″, 1.12µm, AF, HDR, panorama ইত্যাদি। এবং সম্পুর্ণ এইচডিতে ভিডিও রেকর্ড করা যায়। এই ফোনের সেলফি ক্যামেরা টি 5 MP। 

Realme C20A ফোনটিতে আছে 5000 mAh বড় ব্যাটারি এবং 10W fast charging সুবিধা। এ ফোনটিতে আছে 2 GB RAM, 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU। 

ফোনটি পরিচালিত হয় একটি Mediatek Helio G35 (12 nm) chipset এর মাধ্যমে। এই ফোনটিতে আছে 32 GB internal storage এবং dedicated MicroSD slot। 

এ ফোনটিতে কোনো ফিংগার প্রিন্ট সেন্সর নেই।৯ হাজার টাকার মধ্যে মোবাইল হিসেবে এটিই সবচেয়ে ভালো।

অন্যান্য সুবিধাঃ

দুটি SIM, face unlock ইত্যাদি

ভালো দিক
✔ 6.5 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে।
✔ অল্প দামেই পেয়ে যাচ্ছে Mediatek Helio G35 প্রসেসর।

✔ 5000 mAh বড় ব্যাটারি, 10W এর চার্জার।
✔পরিমিত মানের ক্যামেরা এই দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন।
 
মন্দ দিক
✘ কোনো ফিংগার প্রিন্ট সেন্সর নেই।
নিজস্ব রেটিং - 7.5

শেষকথাঃ

আজকে আমরা ৯ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২ সালে এসে জেনে নিলাম।এর মধ্যে যে মোবাইলটি আপনার পছন্দের সেটি ক্রয় করে নিতে পারেন। তাছাড়াও এ রিলেটেড কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করে জানান। সবাইকে ধন্যবাদ।

বর্তমানে ফোনের বাজার / মোবাইলের বাজার সর্বদা রমরমা থাকে। প্রতিনিয়ত নতুন নতুন ও আপডেটেড মোবাইল আসছে। নির্ধারিত দামে সঠিক ফোনটি কিনলেন না মানেই ঠকে গেলেন। 

তাই ৯  হাজার টাকার মধ্যে মোবাইল গুলো দেখে নিলে, সঠিক ফোন বিচার করে এ দামেই ভালো ফোন ক্রয় করতে পারবেন।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

1 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. দারুন হয়ছে ভাই পোষ্ট টা আমার সাইট টা ঘুরে আসার দাওয়াত রইলো
    https://www.bestsimofferbd24.xyz/

    ReplyDelete
Previous Post Next Post