৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ

৭০০০ টাকার মধ্যে বাংলাদেশে ভালো ফোন এর তালিকা ২০২২

আজকের ব্লগে আমরা জানবো, ৭০০০ টাকার মধ্যে 4g ফোন/ মোবাইল। এছাড়াও ৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ সম্বন্ধে সম্পুর্ণ ধারণা।

মাত্র ৭০০০ টাকার মধ্যে আমরা পাচ্ছি ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রোমের দারুন সব মোবাইল। সম্পুর্ণ ব্লগটি পড়লে জানতে পারবেন, মাত্র ৭০০০ টাকার মধ্যে মোবাইল ফোনগুলো কি কি?

৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ


এ বাজেটে সাধারণত Low-end ফোনগুলো পাওয়া যায়। কাজেই ৭০০০ টাকার মধ্যে গেমিং ফোনের আশা না রাখাই উচিত। যদি ফাস্টার ইন্টারনেট ব্রাউজিং ফোন চান, তাহলে এ বাজেটে আমি আপনাকে দেখাচ্ছি দারুণ সব ফোন।

1. Infinix Smart HD 2021

(2/32 GB)

মূল্যঃ ৬৯৯০ টাকা।

Infinix Smart HD 2021 ফোনটিতে পাবেন 6.1 ইঞ্চির HD+ স্ক্রিন। এ ফোনে আছে একটি waterdrop ডিজাইন। স্ক্রিনের পিছনে পাবেন ডুয়েল 8+8 MP সাথে আছে dual-LED flash, f/2.0 aperture, HDR ইত্যাদি সুবিধা।

এবং এ ফোনে Full HD তে ভিডিও রেকর্ডিং করা যায়। এ ফোনের সামনের সেলফি ক্যামেরাটি 5 MP। Infinix Smart HD 2021 ফোনটিতে পাবেব 5000 mAh এর ভালো ব্যাটারি। আরো পাবেন 2 GB RAM এবং1.8 GHz quad-core প্রসেসর। আরো আছে PowerVR GE8320 GPU।

যেটি একটি 12 nm MediaTek Helio A20 চিপসেট দ্বারা পরিচালিত। সব মিলিয়ে ৭০০০ টাকার মধ্যে মোবাইল এর মধ্যে ফোনটি যথেস্ট ভালো লেগেছে। ৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২১ বাংলাদেশ।

এ ডিভাইসে পাবেন 32 ইন্টারন্যাল স্টোরেজ। এবং dedicated MicroSD slot। এমনকি ডিসপ্লের পিছনে back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর পাবেন।

অন্যান্য সুবিধাঃ

FM Radio, Dual SIM, face unlock ইত্যাদি।


ভালো দিকঃ

✔ 5000 mAh এর ব্যাটারি। অনেকক্ষণ চার্জিং ছাড়াই চলবে।
✔ এ প্রাইসে ভালো ক্যামেরা কোয়ালিটি।
✔ Android 10
✔ বাজেট ভালো।
✔ অডিও কোয়ালিটি দারুন।

খারাপ দিকঃ

✘ নিম্নমানের quad-core প্রসেসর। তবে এই বাজেটে এই প্রসেসরটিই বেস্ট।

পার্সোনাল রেটিংস - 7.2


2. Symphony i99: ৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ।

(2/16 GB)
মূল্যঃ ৬৯৯০ টাকা।

Symphony i99 ফোনটিতে পাবেন 6.09 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। এ ফোনে আছে একটি Full-View ; waterdrop-notch ডিজাইন। ফোনটির পিছনের ক্যামেরা ডুয়েল 13+2 MP সাথে আছে autofocus, LED Flash, bokeh, HDR ইত্যাদি।

এখানে Full HD তে ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটির সামনের সেলফি ক্যামেরা 8 MP। Symphony i99 এই মোবাইলে পাবেন 3500 mAh এর ব্যাটারি। আরো আছে 2 GB RAM। এবং 1.6 GHz octa-core প্রসেসর। এবং PowerVR GE8322 GPU।
পড়ুনঃ

এই সম্পুর্ণ পারফরম্যান্স একটি UNiSOC SC9863A (28 nm) চিপসেট দ্বারা Powered। এ ফোনে পাচ্ছেন 16 GB ইন্টারন্যাল স্টোরেজ। এ ফোনটিতেও আছে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর।.

অন্যান্য সুবিধাঃ

FM Radio, Dual SIM, Face Unlock ইত্যাদি।

ভালো দিকঃ

✔ বড় 6.09″ HD+ ডিসপ্লে
✔ ক্যামেরা সন্তোষজনক।
✔ 2 GB RAM, এবং 1.6 GHz octa-core প্রসেসর।
✔ Android 10
✔ ফিংগারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন।

খারাপ দিকঃ

✘ ধীর গতির 28 nm UNiSOC SC9863A chipset

পার্সোনাল রেটিংস - 7/10

3. itel A48

(2/32 GB)
মূল্যঃ ৬৯৯০ টাকা।

itel A48 ফোনটিতে পাবেন 6.1 ইঞ্চির HD+ IPS স্ক্রিন। এটিতে আছে Full-View waterdrop notch ডিজাইন। ফোনটির ব্যাক ক্যামেরা ডুয়েল 5+0.3 MP সাথে আছে autofocus, LED flash, portrait mode ইত্যাদি সুবিধা। এবং এখানে Full HD তে ভিডিও রেকর্ড করা যাবে। এ ফোনের সামনের সেলফি ক্যামেরা 5 MP। 

itel A48 ফোনটিতে পাচ্ছেন 3000 mAh এর ব্যাটারি। ফোনটিতে আছে 2 GB RAM এবং 1.4 GHz quad-core প্রসেসর। এবং PowerVR GPU। 

এটি একটি 28 nm UniSoC SC9832E চিপসেট দ্বারা পরিচালিত। অর্থাৎ ধীর গতির পারফরম্যান্স পাবেন। তাছাড়াও এ ফোনে পাবেন 32 GB ইন্টারন্যাল স্টোরেজ। এমনকি এ ফোনে একটি back-mounted ফিংগারপ্রিন্ট সেন্সর আছে।

অন্যান্য সুবিধাঃ ৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ।

FM Radio, Dual 4G SIM, Face Unlock ইত্যাদি।

পার্সোনাল রেটিংস - 6.8/10


4. Walton Primo NF4

(2/16 GB)
মূল্যঃ ৬৬৯৯ টাকা।

Walton Primo NF4 ফোনটিতে আছে 2 GB RAM। এবং 1.5 GHz quad-core প্রসেসর। 7000 টাকার বাজেটে আসলে অক্টা-কোর প্রসেসর পাওয়া সম্ভব নয়।

এ ফোনটিতে চলছে Android 9 ভার্সন। Walton Primo NF4 Turbo edition পাব্লিস ও আপডেট হয়েছে আরো ফাস্টার পারফরম্যান্স দেয়ার জন্য, তাও আবার কম বাজেটে।
 

এ ফোনটিতে আছে 5.99 ইঞ্চির দীর্ঘ স্ক্রীন। একটিস ফিংগারপ্রিন্ট সেন্সর, 4G support, 8 MP সেলফি ও ব্যাক ক্যামেরা, 16 GB ROM এবং 64 GB পর্যন্ত MicroSD slot লাগানো যাবে।

3200 mAh ব্যাটারি রয়েছে। সব মিলিয়ে কম দামী ফোন। এবং এরস স্পেশিফিকেশনেও হয়ত আহামরি কিছু নেই। কারণ এটির রিলিজ হওয়ার সময় ২০১৮ এর দিকে সম্ভবত।

যাই হোক, ডিসপ্লে কোয়ালিটি FWVGA+।

পার্সোনাল রেটিংস - 6/10


শেষকথাঃ

৭০০০ টাকার বাজেটে এ কতগুলো হাতে গোনা ফোন আছে। আপনারা চাইলে এর মধ্যে Infinix Smart HD 2021 ফোনটি কম দামে নিতে পারে। দাম অনুযায়ী পারফরম্যান্স আশানুরূপ।

তাছাড়া, আপনার মতে ৭০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশে কোনটি হতে পারে? কমেন্ট করে জানান। ভালো লাগলে আমাদের ওয়েবসাইটে সব সময় ভিজিট করে যাবেন। সবাইকে ধন্যবাদ।
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post