ফ্রি মোবাইল রিচার্জ অ্যাপ্স থেকে মোবাইল রিচার্জ

ফ্রি মোবাইল রিচার্জ বাংলাদেশ :

অনলাইনে কে বা না চায় ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে? যদি আপনি সামান্য অনলাইনের কাজ করে ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে চান। পাশাপাশি ফ্রি মোবাইল রিচার্জ 2022 এর যথোপযুক্ত উপায়গুলো জানতে চান, তবে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি করবেন। 


ফ্রি মোবাইল রিচার্জ 2021

আমরা চাইলে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ; যেমনঃ আর্টিকেল রাইটিং, ওয়েবসাইট ভিজিট, জরিপ পূরণের মাধ্যমে সহজেই মোবাইল রিচার্জ নিতে পারি। আর কতগুলো উপায় আজকের ব্লগে আমি শেয়ার করব। ফ্রী মোবাইল রিচার্জ 2022 সম্বন্ধে অবগত না থাকলে, সম্পূর্ণ লেখাটি পড়বেন।


ফ্রি মোবাইল রিচার্জ বলতে কী বুঝায়?

অনলাইনে আয় করার ক্ষেত্র ও পরিধি বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা সকলেই এখান থেকে আয় করার চিন্তা ভাবনা করি। সে দিক থেকে ফ্রি মোবাইল রিচার্জ নেয়ার অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। যেগুলোতে কিছু কাজ করে নিলেই সহজে রিচার্জ করে নেয়া যায়। 

আমরা আমাদের সিম অপারেটর এ টাকা টপআপ অথবা ফ্লেক্সিলোড করানোকেই মোবাইল রিচার্জ বলতে বুঝিয়েছি। আর কিছু অনলাইন কাজকর্ম করে ফ্রিতে মোবাইল রিচার্জ নিয়ে নেয়াকে আমরা ফ্রি মোবাইল রিচার্জ বলতে বুঝিয়েছি।


কারা ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন?

আপনারা যারা মোটামুটি অনলাইনে প্রায় সময় সক্রিয় থাকেন। বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করেন, তাছাড়া বিভিন্ন লেখালেখি করার শখ আছে। তারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন।

এর জন্য আপনার তেমন কিছু প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলে চলবে।


বাংলাদেশে ফ্রি মোবাইল রিচার্জ নেয়ার কোনো উপায় আছে কি?

জ্বি, অবশ্যই। বাংলাদেশ থেকে ফ্রিতে মোবাইল রিচার্জ নেওয়া সম্ভব হবে। আর এর জন্য কিছু লেজিট ও ভালো ওয়েবসাইট আছে।


ফ্রি মোবাইল রিচার্জ নেয়ার এপ/ উপায় গুলো কি কি?

১)  CrownIt Survey।

ক্রাউনইট সার্ভে নামক একটি ভারতীয় প্রতিষ্টান আছে। যেটি জরিপ পূরণ করার সুযোগ সুবিধা প্রদান করে। বাংলাদেশে বিভিন্ন জরিপ পূরণ করার অফার এ সাইটে আসে। ক্রাউন ইট এর নিজস্ব সাইট এবং ফেসবুক পেজ আছে। 

আমি আপনাকে পরামর্শ করব, তাদের ফেসবুক পেজটি কে ফলো করে রাখুন। যাতে কোন প্রকার জরিপ আসলে সেটি আপনি নিউজফিডে পেয়ে যেতে পারেন। 

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললে, এ কোম্পানির জরিপ পূরণ করে আমি সর্বোচ্চ 100 টাকা মোবাইল রিচার্জ পেয়েছিলাম। 

Crownit হঠাৎ করেই বাংলাদেশে কোন একটি কোম্পানিঃযেমন লাক্স কিংবা সাবান, তেল, খুচরা খাবারের কোম্পানি গুলোর সার্ভে দিবে। সেগুলোর উত্তর দিলে আপনি তাদের কাছ থেকে ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন।

পড়ুনঃ


যদিও এটি একটি ভারতীয় প্রতিষ্ঠান। অর্থাৎ জরিপ পূরণ করার ভারতীয় প্রতিষ্ঠান। তবে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির সহায়তায় এটি নিজস্ব বাংলাদেশি জরিপ প্রদান করে। 

যেগুলো বাংলাদেশের মানুষের পূরণ করতে পারে। যেমন ধরুনঃ Lux কোম্পানিটি ভারত-বাংলাদেশ ও আরো অন্যান্য দেশে বিদ্যমান আছে। সে কোম্পানির কয়েকটি ছাড়বে যখন ভারতে প্রদান করা হয়, তখন ভারত-বাংলাদেশ উভয় দেশের মধ্যে সে জরিপটি চলে। ঐ জরিপে অংশ নিলেই আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ পেয়ে যাচ্ছেন।

এখানে আপনি সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ নিতে পারেন। জরিপ পূরণের অফারেই বলা থাকে, জরিপটি সম্পন্ন করলে কত টাকা মোবাইল রিচার্জ পাবেন। জরিপে খুবই সাধারণ প্রশ্ন থাকে।

Crownit এর জরিপ পূরণ করতে অবশ্যই তাদের ফেসবুক পেজটি ফলো করুন। অথবা প্রায় সময় ভিজিট করুন। তারা সেখানে জরিপ পূরণ করা লিংক প্রদান করে৷ এবং সে লিংকে প্রবেশ করলেই বাকীটা বুঝে নেয়া যায়।


২) Reloadmobile.com

এটিও একটি জনপ্রিয় ওয়েবসাইট।  যার মাধ্যমে ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়া সম্ভব। ওয়েবসাইটে মূলত মোবাইল রিচার্জ করানো হয়। যেকোনো একটি ভিসা, মাস্টার কার্ড অন্যান্য পেমেন্ট মেথড করার মাধ্যমে মোবাইল রিচার্জ নেয়া যায়।

অর্থাৎ ধরুন আপনি বিদেশে অবস্থান করছেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট নেই বা করেননি। তখন যেকোন প্রয়োজনে মাস্টার কার্ড, ভিসা বা অন্যান্য মেথড ব্যবহার করে যেকোন মোবাইল অপারেটরে ফ্লেক্সিলোড করতে পারবেন। 

এ সাইটের সুবিধা হল যত বেশি রিচার্জ সম্পন্ন হবে, ততই আপনার নিজস্ব ডলার জমতে থাকবে। সেগুলো পরবর্তীতে ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে নিতে পারবেন। 

আর এখানে যদি মোবাইলে চার্জ নিতে চান, তবে যথারীতি বিভিন্ন পেমেন্ট মেথড এড করতে হবে। আপনার মোবাইল বা অন্যের মোবাইলে রিচার্জ করাতে হবে। তারপরই আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ পাবেন। 

যেমনঃ প্রথমবার রিচার্জ করলেই পাচ্ছেন ২০ টাকা মোবাইলে ফ্রি রিচার্জ। পরবর্তীতে যত বেশি মোবাইল রিচার্জ করবেন,  ফ্রি মোবাইল রিচার্জ এর পরিমাণওবাড়তে থাকবে।


৩) Grathor.com

grontho.com একটি মুক্ত ব্লগিং প্লাটফর্ম। যদিও এখানে আর্টিকেল লেখালেখির বিনিময়ে তেমন বেশি উপার্জন করা যায় না। তবে যদি ফ্রিতে মোবাইল রিচার্জ পেতে চান, তবে এখানে আর্টিকেল লিখে নিয়ে নিতে পারবেন। এখানে প্রতিটি আর্টিকেল কিংবা 300 ওয়ার্ড এর একটি লেখা লিখলে 10 টাকা করে দেয়া হবে। 

এরকম যদি 200 টাকা করতে পারেন, তবে সেটি ফ্রিতে মোবাইল রিচার্জ হিসেবে নিতে পারবেন। আর এটি ব্লগিং প্লাটফর্ম হওয়ায়, এখানে ইচ্ছেমতো নিজের ব্লগ পাবলিশ করতে পারবেন। সেগুলো বড় হতে হবে না। ছোট সাইজের ব্লগে লেখালেখিও এখানে চলবে। 

পড়ুনঃ

৩০০ ওয়ার্ডের লেখার বিনিময়ে আপনি পাচ্ছেন 8 থেকে 10 টাকা। এমনকি পরবর্তীতে 200 টাকা হলে, ফ্রি মোবাইল রিচার্জ হিসেবে নিতে পারেন। এবং যদি হয় সেটি 800 টাকা, তবে বিকাশের মাধ্যমে উইথড্রো দিতে পারবেন।

গ্রাফার ডট কম একটি অনুন্নত ব্লগিং প্ল্যাটফর্ম। এখানে যারা আর্টিকেল লেখালেখি করে, তাদের পূর্ব অভিজ্ঞতা থাকে না। অর্থাৎ আপনি যদি আর্টিকেল লিখা ও ব্লগিংয়ে নতুন হন, কিংবা পূর্ব অভিজ্ঞতা নেই। তবে সেখানে গিয়ে লেখালেখি করতে পারেন, সামান্য কিছু টাকার জন্য।


৪) Jit.com

এই ওয়েবসাইটটি একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। এখানে আপনি আর্টিকেল লেখালেখি ও ব্লগ পাবলিশ করতে পারবেন। একসময় এখানে 100 টাকা হলেই ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়া যেতো। বর্তমানে এখানে মাত্র 20 টাকা হলেই ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়া যায়। 

অর্থাৎ 100 টাকার নিম্নে যত টাকা আপনার আসে, সেটি ফ্রিতে মোবাইল রিচার্জ হিসেবে নিতে পারবেন।

এ ওয়েব সাইটে আপনি যেকোন পাচশ ওয়ার্ডের আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন। আর সে আর্টিকেলের বিনিময় সাথে সাথে আপনাকে দশ থেকে একশ টাকা প্রদান করা হবে। 

পরবর্তীতে ঐ আর্টিকেলে যত ভিউ আসবে তত উপার্জন আসবে। যেমন ধরুন, ঐ আর্টিকেলে ১০০০ ভিউ আসলেই আপনি পাচ্ছেন ৫০০ টাকা বোনাস। তেমনি আপনার সকল আর্টিকেল মিলে যদি ১০০০ ভিউ হয়, তবে ৫০০ টাকা পাবেন

অবশ্যই আর্টিকেলটি সম্পূর্ণ ইউনিক হতে হবে। পরবর্তীতে যদি দুইটি আর্টিকেল লিখেন সাথে সাথে পেয়ে যাবেন সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। এবং সম্পূর্ণ টাকাটি আপনি বিকাশে উইথড্র দিতে পারেন। 

তবে বিকাশে উইথড্র করার জন্য অবশ্যই 100 টাকার উপরে ব্যালেন্স থাকতে হবে। আর যদি ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে চান, তবে মাত্র 20 টাকা হলেই চলবে। 

এই ওয়েবসাইটটি এখন পর্যন্ত সকল ইউজারদের মাঝে টাকা উইথড্র করে যাচ্ছে। কাজেই যদি ফ্রি মোবাইল রিচার্জ চিন্তা করেন, তবে এ ওয়েবসাইটটিকে আমি রেফার করব।


৬) Earning Point

ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়ার সবচেয়ে বাজে ওয়েবসাইটটি হলো earningpoint.club। যদিও এটি বিশ্বস্ততার সাথে আপনাকে মোবাইল রিচার্জ দিবে। তবে এখানে খুব কৃপণতার সাথে কম টাকা প্রদান করতে করতে আপনাকে হতাশ করে দিবে। 

এখানে শুধু মাত্র 20 টাকা মোবাইল রিচার্জ নিতে কম করে হলেও 3 দিন লাগাতার কাজ করে যেতে হবে। যেটি অনেক বেশি পরিশ্রম-বহুল কাজ।

আপনি যদি আর্টিকেল লেখালেখি আর অন্য কিছু নাই জানেন। তবে এখানে সাধারন কোনো একটি পোস্ট ভিউ করে, এডে ক্লিক করে অর্থাৎ পিটিসি সাইটের মত কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। 

যেকোনো একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, ভিডিওতে ভিউ করে আয় করা যাবে। সর্বনিম্ন 20 টাকা হলেই এই ওয়েবসাইট থেকে মোবাইল রিচার্জ নেয়া যায়।


৭) mCent ব্রাউজার

হ্যাঁ, ইন্টারনেটের সকল ব্লগেই ফ্রি মোবাইল রিচার্জ নেয়ার জন্য এমসেন্ট ব্রাউজারটি কে রেফার করে। আমিও ঠিক তাই করলাম। এই ব্রাউজারটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। 

এখানে নিয়মিত ব্রাউজিং করলে আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন। যদিও বাংলাদেশ ব্রাউজার ব্যবহারে মোবাইল রিচার্জ কেমন নেয়া সম্ভব? তা সম্বন্ধে আমার ধারনা কম। তবে ইন্টারনেটে এ ব্যাপারে প্রচুর লেখালেখি পেয়ে, আমি নিজের ব্লগে উল্লেখ করে দিলাম।


ফ্রি মোবাইল রিচার্জ 2022 নিয়ে কিছু কথাঃ

আমরা অনেকেই ইন্টারনেটে "রেজিস্টার করেই ফ্রিতে মোবাইল রিচার্জ" লিখে সার্চ করি। অথচ জানলে অবাক হবেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন করে ফ্রিতে মোবাইল রিচার্জ পাওয়া যায় এমন ওয়েবসাইট আসলেই নেই। 

আর যদিও থাকে সেগুলো হয়তো স্ক্যাম। অথবা আপনার সাথে ওরা স্প্যামিং করছে।

কাজেই আমার দেখানো বিভিন্ন আর্টিকেল লেখালেখির ওয়েবসাইটগুলো থেকেই আপনি সহজেই ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন।


শেষ কথাঃ

যদি অনলাইনে সাধারন কিছু কাজ করে যদি ফ্রিতে মোবাইল রিচার্জ নেয়া যায়, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়। যেমন বাড়তি টাকা খরচ করতে হয় না মোবাইলে ফ্লেক্সিলোড করাতে। আর পাশাপাশি সে রিচার্জ করা টাকা দিয়ে ইন্টারনেট ক্রয় করে খুব উপভোগ করা যায়। 

তো সে দিক থেকে আপনি যদি সাধারণ কিছু আর্টিকেল লেখালেখির কাজ করেন, অন্যান্য আমার দেখানো কাজ শুরু করেন। তবে ফ্রি মোবাইল রিচার্জ নিতে পারবেন। আর ঐ সকল ওয়েবসাইটে কাজ করতে তেমন ইন্টারনেটের প্রয়োজন হয় না।

যদি ব্লগটি ভালো লাগে, তাহলে অবশ্যই এই রিলেটেড আরো অনেক কিছু জানতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

পড়ুনঃ
Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post