ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিভাবে কিনব | ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ

ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিভাবে কিনব?(ডায়মন্ড টপ আপ)

ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিনব কিভাবে


কোডাশপ ছাড়া ডায়মন্ড টপ আপ করার উপায় জানবো।  ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিভাবে কিনব তার অনেক উপায় আছে। যেমনঃ আমরা চাইলে বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারি। গুগোল গিফট কার্ড এর মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা যায়। আবার গারিনা ফ্রী ফায়ার টপ-আপ সাইট থেকেও অনলাইনে টপ আপ করা যায়। কোন মাধ্যমে টপ আপ করবো তার উপর ভিত্তি করে কতগুলো উপায় বলবো। এবং কোন সাইট থেকে সহজে কিভাবে টপ আপ করা যায় তার সম্বন্ধে আলোচনা করব। 


১) ফেসবুক পেজ এ ডায়মন্ড কিভাবে কিনব?

প্রথমে বলে রাখি, বেশি কম দামে পাওয়া সাইট থেকে কোনো ভাবেই টপ আপ করবেন না। তবে বড় বড় ইউটিউবারদের ফেসবুক একাউন্ট থেকে  টপ আপ করা যায়। যেমনঃ ফ্রী ফায়ার গেমিং ইউটিউবারদের নিজস্ব পেজে ডায়মন্ড টপ আপ চলে। ডায়মন্ড টপ আপ দেয়ার একটি কম-দামী সাইটও আছে। যেটি আপনাদের কাছে তুলে ধরব। যেখান থেকে প্রায়ই আমি নিজে ফ্রী ফায়ার ডায়মন্ড  কমদামে নিয়েছি। 

যেমন ধরুন, আমি প্রায় ৳170 টাকা উইকলি মেম্বারিসিপ নিয়েছি। তারা গতানুগতিক প্রাইস থেকে ৩-৪ টাকা করে কম নেয়।  একদমই কম দামে ডায়মন্ড তারা টপাপ করবে না। আবার ৫০ টাকায় ১০০ ডায়মন্ড এরকম কম দামে ডায়মন্ড টপ আপে টাকা মেরে দেয়ার সম্ভাবনা বেশি থাকে। কারো ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট থেকে টপ আপ করবেন না। যদি সেটা আপনার পরিচিত ইউটিউবারের হয় তবে ঠিক আছে। 

অবশ্যই পড়বেনঃ ফ্রী ফায়ার অটো হেড শট সেটিং Pro Tips



ফ্রী ফায়ার ডায়মন্ড কিনবো বিকাশে?

আমার দেখানো সাইটটিতে বিকাশে, রকেট, নগদের মাধ্যমে টপ আপ করা হয়। তবে এজন্য তাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করবেন। তারপর টপ আপ করতে হয়। তো আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, একটি ফেসবুক পেজকে আপনাদের কাছে তুলে ধরতে পারি। 

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ উইথ বিকাশ

ফেসবুক পেজটির নাম হলো Alpha GameShop Khulna। তাদের Whats App নম্বর +8801798373668। গতানুগতিক আমরা যে দামে ডায়মন্ড ক্রয় করি তার থেকে ২ থেকে ৪ টাকা কম রাখে। অথবা নতুন আপডেটে তারা আরো কম দামেও ডায়মন্ড দেয়। প্রথমবার ডায়মন্ডে ফার্স্ট টাইম টপ আপ সুবিধা আছে। 

আবার বিভিন্ন ডায়মন্ড প্রাইসে ডিসকাউন্ট দেয়া হয়। তবে একেবারে কম দামে তারা ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ দেয় না। আপনি তাদের সাথে যোগাযোগ করে ডায়মন্ড নিতে পারেন। তারা ফেসবুকে যোগাযোগ এর মধ্যেই আপনাকে টপ-আপ করে দিবে। 

ফেসবুক পেইজটিতে কি কি টপ আপ দেয়া হয়?

১) ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ।

২) এয়ারড্রপ ক্রয় করে দেওয়া।

৩) উইকলি মেম্বারশিপ,লেভেল আপ পাস কিনে দেয়া। এখানে ১৯০ টাকার মধ্যে লেভেল আপ পাস কেনা যায়।

৩) মান্থলি মেম্বারশিপ, স্পেশাল টপ, ফার্স্ট টাইপ প্রমো ইত্যাদি।

৪) এখান থেকে গুগল গিফট কার্ড নেয়া যায়। 

ডায়মন্ড টপ আপ করার জন্য এর জন্য তারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে। তারা আপনাকে বিকাশ নম্বর দিবে। আপনি চাইলে বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে সেন্ড মানি করে দিবেন। এবং সাথে সাথে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি যা চাচ্ছেন তাই টপ করে দেবে। ফ্রী ফায়ার একাউন্টে ডায়মন্ড টপ আপ করা লাগে,  তবে এর জন্য  আপনার ফ্রী ফায়ার অ্যাকাউন্টে লগইন করার দরকার লাগবে না।

তবে যদি এয়ারড্রপ ক্রয় করেন অথবা উইকলি নেন তবে অবশ্যই একাউন্ট লগ ইন করা লাগে। আপনার একাউন্টে যারা তারা নিজেরা প্রথমত লগইন করবে। তারপর সে অ্যাকাউন্ট থেকে উইকলি, এয়ারড্রপ কিনে দিবে। এজন্য আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড দিতে হবে। দেয়ার সাথে সাথে তারা কয়েক মিনিটের মধ্যেই করে দিবে। তবে একটা কাজ করবেন। কমপ্লিট হয়ে গেলে, আপনি সাথে সাথে নিজের পাসওয়ার্ড পরিবর্তন করে দিবেন। তাহলেই হবে। আপনার একাউন্টের কোন রিস্ক থাকবে না।

আমি আমার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করেনি। আমার তেমন সমস্যা হয়নি। আর এখানকার রিভিউ যদি জানতে চান তবে যেকোনো একটি পোস্টের কমেন্টগুলো চেক করবেন। প্রায় শত শত মানুষ এখানে কমেন্ট করে এবং তাদের সার্ভিসের সম্বন্ধে জানান দেয়। ভালো রিভিউ দেয়। তো এত মানুষকে চাইলে তারা রিভিউ করার জন্য ভাড়া করে আনতে পারে না। বরঞ্চ তারা নিজেরাই মুগ্ধ হয়ে দিচ্ছে। প্রাইভেসির কারণে কোনো স্ক্রীনশট দিলাম না। ওদের ফেসবুক পেইজে হাজার হাজার প্রুফ স্ক্রীনশট পড়ে আছে।

পড়ুনঃ

ফ্রি ফায়ার গেমে ফ্রি ডায়মন্ড নেয়ার উপায়।

যদি আপনার তারপরেও ওদের প্রতি বিশ্বাস না হয় তবে কি আর করার? আপনি বিভিন্ন ইউটিউবারদের ফেসবুক পেজ থেকে নিতে পারেন। যেমনঃ মিস্টার ত্রিপল আর, ইটস কাব্বো ইত্যাদি। সেখানে বিকাশ, নগদ এর মাধ্যমে নেয়া যায়। এবং অনেক সহজ হবে। এমনিতে ভালোই দাম রাখে। সে তো দূরের কথা। আমি নাই বললাম। 

সাধারণ যারা ইউটিউবার তাদের থেকে না কেনে, যারা জনপ্রিয় ইউটিউবার যেমন মিস্টার ত্রিপল আর, ইটস কাব্য, মামা গেমিং তাদের ফেসবুক পেজ থেকে আপনি ডায়মন্ড টপ আপ করতে পারেন। তো আমি নিচে তাদের আসল ফেসবুক পেজের লিংক দিয়ে দিচ্ছি, যেখানে যোগাযোগ করে ডায়মন্ড টপ আপ করতে পারেন।  ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিনবো কিভাবে সম্বন্ধে জানুন।


২) গিফট কার্ডের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ

তো এবার আমরা আলাপ করব, কিভাবে গিফট কার্ড এর মাধ্যমে টপ আপ করবেন! এই পদ্ধতিটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করবে। আপনি নিজে নিজেই টপ-আপ করবেন। এখানে কোন প্রকারের কারো উপর নির্ভর করতে হবেনা। নিজে নিজে করতে পারবেন বলে সবচেয়ে বিশ্বস্ত এটাই। এজন্য যেটা নিশ্চিত করতে হবে, সেটা হলো আপনার গুগল একাউন্টে প্লে ব্যালেন্স নিতে হবে। 

অথবা গিফট কার্ড রেডিম করে নিতে হবে। গিফট কার্ড রিডিম করার জন্য যত মূল্যে গিফট কার্ড কিনবেন। ধরুন ১০ ডলারের একটি গিফট কার্ড কিনবেন, এর জন্য আপনাকে আনুমানিক ৮৮০ টাকার মতো পে করা লাগতে পারে।

এ পদ্ধতিতে আপনি নিজেই ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢুকে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর এই পদ্ধতির একটা সুবিধা আছে। সেটা যদি একাধিকবার টপ আপ করতে চান, তবে গুগোল নিজেই আপনাকে বিভিন্ন অফার দিবে। কখনো 50 পার্সেন্ট ডিসকাউন্ট এর সাথে টপ আপ করতে পারবেন। এতে ১ ডলারের 50% ডিসকাউন্টে আপনি 50 সেন্ট ফেরত পাবেন। এরকম অনেক অফার গুগল আপনাকে দিবে।  

যারা ডায়মন্ড টপ আপ করার ব্যবসা করে, তারাই মূলত গিফট কার্ড নিয়ে ব্যবসা করা শুরু করে দেয়। এতে আপনি সবকিছু করতে পারেন। গেমের ভিতরে সকল কারেন্সি ক্রয় করতে পারবেন। হোক সেটা এয়ার্ড্রপ অথবা উইকলি, মান্থলি মেম্বাসিপ। আপনি সবকিছু টপ আপ করতে পারবেন। 

এর জন্য আপনাকে গুগোল গিফট কার্ড রেডিম করতে হবে। এটা আপনি বিভিন্ন অনলাইন স্টোর। যেমনঃ আমি যে বলেছিলাম alpha gameshop সেখানে সকল প্রকারের ভার্চুয়াল কয়েন কিংবা গেমের ডায়মন্ড অথবা গিফট কার্ড রেডিম করে দেয়া হয়। ক্রয় করে দেয়া হয়। এখানে আপনি একিভাবে গিফট কার্ড কিনতে পারেন। একবার গিফ্ট কার্ড কিনলে একাউন্টে গিয়ে রিডিম করে নিতে পারেন। এটা কীভাবে করবেন, এটা করার নিয়ম আমি নিচে উল্লেখ করে দিলাম। 

১) এজন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে।

২) মেন্যু Menu অপশনটিতে ক্লিক করুন। 

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ


৩) Payment & Subscribtion পেমেন্ট অপশনে ক্লিক করুন।

ফ্রী ফায়ার ডায়মন্ড কিনবো কিভাবে।

 

৪) পরবর্তীতে রিডিম কোড অপশন আছে। Redeem gift code অপশনে ক্লিক করুন।

কিভাবে ডায়মন্ড কিনব

সেখানে যান। তারপর আপনাকে গিফট কার্ড রেডিম করার জন্য যে কোডটি দেয়া হবে, সেটি দিয়ে দিবেন। রিডিম কোড সেখানে টাইপ করে দিন। Okay ওকে অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার 10 ডলার এসে গেছে। 

ফ্রী ফায়ার গিফট কার্ড রিডিম


সেখান থেকে আপনি যখন ফ্রী ফায়ারে যাবেন। যাওয়ার পরে যেখানে টপ আপ করে, সে পেজে যান। যাওয়ার পর যত ডায়মন্ড ক্রয় করবেন, সেখানে ক্লিক করলে আপনার জি-মেইল একাউন্ট দিয়ে ডায়মন্ড টপ আপ করার অপশন চলে আসবে। সেখান থেকে আপনি বিভিন্ন টার্মস একসেপ্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করে, সরাসরি ক্রয় করে নিতে পারবেন। এযাবত অনেকেই গিফট কার্ড এর মাধ্যমে সুবিধা দিচ্ছে।

আরও পড়ুনঃ ফ্রী ফায়ার স্টাইল নাম বাংলা 2021


৩) শেল টপ আপে ডায়মন্ড কিনুন

এবার আসুন শেল টপ আপ এর মাধ্যমে কিভাবে গিফট কার্ড, ডায়মন্ড টপ আপ করে নেয়া যায়। অনলাইন স্টোর, যেমনঃ দারাজ থেকে শেল টপ আপ নেয়া যায়। সেটা দিয়ে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করে নেয়া যায়। এজন্য প্রথমে আপনাকে শেল কিনে নিতে হবে।  আবার আলফা গেমসপ থেকেও শেল কিনা যায়। এখন আপনাকে সরাসরি গারিনার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে গারিনা একাউন্ট খুলতে হবে। 

সেটা খোলার প্রসেস অনেকটা দীর্ঘমেয়াদি। তারপর ঐ গারিনা একাউন্টে আগে থেকে কোড রিডিম করে ২০০ বা ৫০০ শেল নিয়ে নেয়া যায়। ২০০ সেলের দাম ১৭০-১৮০ টাকা হবে। ২০০ সেলে একটি উইকলি মেম্বারশিপ নেয়া যায়। তো কিভাবে গারিনা একাউন্ট একাউন্ট খুলবেন? কিভাবে শেল টপ আপ নিবেন তা পরবর্তী কোনো ব্লগে আলাপ করবো। কেননা এটা অনেকটাই দীর্ঘমেয়াদি প্রসেস। ধন্যবাদ।  ফ্রী ফায়ার এ ডায়মন্ড কিনবো কিভাবে এ সম্বন্ধে বুঝলাম।


পরিশেষে,

ডায়মন্ড টপ আপ করার বিশ্বস্ত সাইট সম্বন্ধে ধারণা দিতে চাইলাম। ফ্রী ফায়ার গেম নিয়ে আরো ব্লগ লেখালেখি করেছি। চাইলে দেখে নিতে পারে। সকলকে ধন্যবাদ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

12 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. ভাই আমার 5 ডলার লাগবে

    ReplyDelete
  2. বুঝতে পেরেছি। তবে আমি তো ডলার বিক্রয় করি না। তবে এব্যাপারে সাহায্য করতে পারি। এজন্য আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    ReplyDelete
  3. বাংলাদেশে এখন কোডাশপ থেকে ফ্রী ফায়ার টপআপ করা যাচ্ছে না, এটা ঠিক হওয়ার কি কোনো সম্ভাবনা আছে?
    আমি বর্তমানে gamekeybd.com থেকে টপআপ করছি কিন্তু তাদের ডেলিভারিতে ৫-১৫ মিনিটের মতো সময় লাগে, কোডাশপে সাথে সাথেই পেতাম, কোডাশপ আবার চালু হওয়া দরকার।

    ReplyDelete
    Replies
    1. আপনি ঠিক বলেছেন। কোডা শপের ডায়মন্ড টপ আপে বিশেষ সমস্যা ছিলো। যার কারণে ওখানে টপ আপ বন্ধ আছে। আপনি যে ওয়েবসাইটের কথা বললেন, সেটি যদি আইডি কোড ব্যবহারে টপ আপ করে, তবে সেটিও বেশি দিন টিকবে না। কিছুদিন পর ফ্রী ফায়ার কমিউনিটি এ ব্যাপারে জরুরি সিদ্ধান্ত নিবে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. আপনার সাইটটি বিশ্বস্ত কিনা সেটা প্রমাণ ছাড়া কেউই টপ আপ করবে না।

      Delete
  5. freefireshop.xyz/ ei bainxud raaa buya Amar 600 taka 1500 daimon dibe bole dhuka diche Kau ei link thika Top up koiro nh
    freefireshop.xyz/

    ReplyDelete
    Replies
    1. .xyz ডোমেন ব্যবহার করে স্প্যাম করেছে। এটাই বুঝেন নি!

      Delete
Previous Post Next Post