PTC সাইট থেকে টাকা আয় পেমেন্ট বিকাশে

PTC সাইট থেকে টাকা আয়

PTC সাইট থেকে টাকা আয় পেমেন্ট বিকাশে ২০২২

বর্তমান সময়ে বিশ্বাসযোগ্য পিটিসি সাইট খুঁজে বের করা খুবই কঠিন। এবং যথেষ্ট মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ পিটিসি সাইটগুলো নিজেদেরকে বিশ্বস্ত হিসেবে দাবি করে।আজকে আমরা পিটিসি সাইট থেকে বিজ্ঞাপন দেখে ইনকাম করা নিয়ে জানব। 

তাছাড়া তারা মানুষকে ফ্রি কাজ দিচ্ছে, কিংবা উপার্জনক্ষম করছে এরকম নানা প্রকারের প্রমোশন মূলক উক্তি ছাড়ে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই, বলতে গেলে 90 ভাগ হয় ফেক না হলে স্ক্যাম।বিজ্ঞাপন দেখে আয় করার জন্য কিছু বিশ্বস্ত বৈদেশিক সাইট আছে, যেখান থেকে সর্বাধিক উপার্জন করা সম্ভব।

{tocify} $title={Table of Contents}

আজকের পোস্টে আমরা পাঁচটি বিশ্বস্ত পিটিসি সাইট নিয়ে আলোচনা করবো। যেগুলো অবশ্যই বৈধ। ওখান থেকে বাংলাদেশ বসে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন।

তারপরেও, একবার স্মরণ করিয়ে দেই পিটিসি ওয়েবসাইটগুলোতে এডে ক্লিক করে অথবা এড দেখে উপার্জন করা হয়। এক্ষেত্রে কোন প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে না। তারা বিশেষ নিয়ম অনুসরণ করে উপার্জন দেয়া নেয়ার প্রসেস অনুসরণ করে। 

এক্ষেত্রে তারা যেভাবে বিভিন্ন থার্ডপার্টি কোম্পানি প্রমোশন করাতে পারে। একইভাবে নিজেরা উপার্জন করতে পারে। পাশাপাশি ইউজারদেরকেও উপার্জন দিতে পারে। এখানে যে কোন একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার পরে তাদের নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইটে উপার্জন করতে হয়।

শীর্ষস্থ এ পাঁচটি পিটিসি সাইটগুলো থেকে বিজ্ঞাপন দেখে আয় করা যায়।


1. YSense PTC সাইট থেকে টাকা আয় 

ySense ওয়েবসাইটটি 2007 সাল থেকে বিদ্যমান। শুরুতেই ওয়েবসাইটের নাম ছিল Clixsense। বর্তমানে এটি অন্যান্য সাইট গুলো থেকে যথেষ্ট জনপ্রিয় এবং বিখ্যাত। ওয়েবসাইটটির সদস্য হিসেবে আপনি বিভিন্ন জায়গা থেকে আয় করতে পারবেন। তার মধ্যে কিছু জনপ্রিয় উপায় হলঃ

১) জরিপ পূরণ করে আয়।

২) নতুন নতুন অফার।

৩) ফিগার- দৈনিকটি আটটি টাস্ক পূরণ।

৪) রেফারাল প্রোগ্রাম।

এখানে ইউজাররা ভালোমতো উপার্জন করতে পেরেছে এবং উপার্জন করে যাচ্ছে।

এখান থেকে আপনি পেওনার,Payza বা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে সহজেই উইথড্র করতে পারবেন। বাংলাদেশ থেকে পেওনার একাউন্ট খোলার জন্য কেবলমাত্র অফিসিয়াল ডকুমেন্ট হিসেবে একটি ন্যাশনাল আইডি কার্ড যথেষ্ট।

যারা ইউএসএ তে থাকে তাদের ক্ষেত্রে এই ওয়েবসাইটে থেকে সরাসরি ব্যাংকে টাকা উইথড্র করানো যায়।

 

2. PrizeRebel

PrizeRebel বর্তমান পিটিসি ওয়েবসাইটগুলোর মধ্যে যথেষ্ট বিশ্বস্ত। এবং পিটিসি ব্যবহারকারীদের অনেকেই এ ওয়েবসাইট ব্যবহার করে। এখান থেকে উপার্জন করার যথেষ্ট উপায় আছে। এখানে যে সমস্ত উপায়ে উপার্জন করা সম্ভব তা হলোঃ

ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টাস্ক ও অফার আছে সেগুলো থেকে আয় করা যায়। তাছাড়া জরিপ করে উপার্জন করা যায়। এখানে প্রতিদিন লটারির মতো করে র‍্যাফেল জেতা সম্ভব। 

এবং প্রতিদিন একজন র‍্যাফেল উইনার থাকে। এভাবে যথেষ্ট টাকা উপার্জন করতে পারেন। তাছাড়া বন্ধুদেরকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে আপনি নিজের উপার্জনকে দ্বিগুণ-তিনগুণ করে দিতে পারেন।


3. Neobux PTC সাইট থেকে টাকা আয় 

এটিও যথেষ্ট জনপ্রিয় এবং বিশ্বস্ত পিটিসি ওয়েবসাইট।  এ ওয়েবসাইটটির ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে শুরু করেছে। শুরুতে সাইটটি তেমন জনপ্রিয় না হলেও বর্তমানে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এখানে প্রতি ক্লিকে পাওয়া $0.002 যায়।এখানে ন্যূনতম পে-আউট হলো মাত্র 2 ডলার।

মানে 2 ডলার হলেই পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখানে বন্ধুদের আমন্ত্রণ করে উপার্জন ২-৩ গুণ করতে পারবেন। আপনি সরাসরি পেপালের মাধ্যমে টাকা উইথড্রো করতে পারবেন। 

সবচেয়ে ভালো হয়, ৫০০-১০০০ টাকা খরচে একটি ভেরিফাইড পেপাল একাউন্ট কিনে নিলে। এটি সকল আন্তর্জাতিক মানের সাইট পেমেন্ট মেথড হিসেবে ব্যবহৃত হয়।

তো বাংলাদেশ থেকে কিভাবে পেপাল একাউন্ট খুলতে হয় তা জানতে নিচের আর্টিকেলটি পড়ুনঃ 

বাংলাদেশে পেপাল একাউন্ট খোলার নিয়ম 2022


4. Swagbucks এ বিজ্ঞাপন দেখে আয়।

সোহাগ বাক খুবই বিখ্যাত একটি ওয়েব সাইট. এখানে শুধুমাত্র এড দেখে নয়, বরঞ্চ জরিপ পূরণ করে উপার্জন করা সম্ভব। এ সাইটের যাত্রা কাল থেকেই এটি একটি আমেরিকান ওয়েবসাইট হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। 

আপনি এখানে ভিডিও দেখে, জরিপ পুরন করে, অ্যাড এ ক্লিক করে অর্থাৎ একটি এডে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আয় করতে পারবেন। তাছাড়া এখানে টাকা উইথড্র করার পাশাপাশি কুপন কোড পাওয়া যায়। 

যেগুলো ব্যবহার করে বিভিন্ন বড় বড় অনলাইন পোর্টালগুলোতে দারুন সব অফার নেয়া যায়। কিংবা ডিসকাউন্ট পাওয়া যায়। অতিরিক্ত SB পাওয়া যায় যেগুলো পরবর্তীতে টাকা তে কনভার্ট করা নেয়া যায়।  


5. GreenPanthera PTC সাইট থেকে টাকা আয় 

Green Panthera হল একটি বিশ্বস্ত, বৈধ এবং জনপ্রিয় বিজ্ঞাপন দেখে আয় করার ওয়েবসাইট। তারা বেশিরভাগ দেশেই সক্রিয় আছে। এবং সকল ধরনের সুযোগ-সুবিধা ফ্রতে দেয়।

GreenPanthera বিভিন্ন ভাবে টাকা আয় করার সুযোগ দেয়। জরিপ পূরণ করার মাধ্যমে, টাস্ক পুরন করে অথবা রেফার করে আয় করা যায়।


কিভাবে বাংলাদেশে বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে হয়?

পিটিসি ওয়েবসাইট থেকে দৈনিক পাঁচ থেকে পঞ্চাশ ডলার আয় করা যায়। মনে রাখতে হবে যে কেউ চাইলে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারে না। আপনাকে একদম শুরুর পর্যায় থেকে কাজ করতে করতে সফল হতে হবে। 

শুরুতে এক মাস সময় নিয়ে দুই ডলার উপার্জন করা যায়। কিন্তু যতোই সময় নিয়ে আপনি একটি বিষয়ে কাজ করা শুরু করেন, নিজের কমিউনিটি বিল্ডআপ করেন, দেখবেন উপার্জন দুই থেকে তিনগুণ হয়ে গেছে। কিংবা বুষ্ট হয়েছে। 

এতে করে মাসিক 1000 ডলার উপার্জন করা সম্ভব হতে পারে। শুধু এড দেখে নয়, বিভিন্ন উপায়ে আয় করা যেতে পারে। কোনো সময় দেখা যাবে যে আপনি কোনো একটি ভালো প্রাইজমানি জিততে সক্ষম হয়েছেন। অথবা জরিপ করে বাড়তি আয় করতে পারেন।


একটি পিটিসি ওয়েবসাইটে কেন আয় করবেন?

১। ঝামেলামুক্ত দ্রুত রেজিস্ট্রেশন করা যায়।

২। কাজ করা খুবই সহজ। Easy to work

৩। শুধুমাত্র একটি এডে ক্লিক করতে হয় এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তারপর মেইন ড্যাশবোর্ডের টাকা এড হয়ে যায়।

৪। এখানে কাজ করার জন্য কোন প্রকারের প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই।

৫। ইন্টারনেট কানেকশন এবং একটি স্মার্টফোনই যথেষ্ট।পিটিসি সাইট থেকে ইনকাম করুন এখন থেকেই,

৬। পেপাল অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দ্রুত সময়ে সহজে টাকা উইথড্র করা যায়।

৭। প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন নেয়া যেতে পারে।

৮। এখানে কাজ করার পদ্ধতিতে কোন প্রকার পরিবর্তন আসে না। একটি পিটিসি ওয়েবসাইটে যদি কাজ করতে দক্ষ হন, তবে সেই স্কিল দিয়ে আজীবন উপার্জন করতে পারবেন।

৯। রেফার করে বেশি বেশি উপার্জন করা যায়।

১০। প্রতিদিন নির্ধারিত কিছু সময় দিলেই হয়। এবং ঘরে বসে যেকোন জায়গা থেকেই চাইলে এখানে কাজ করা যায়।


পিটিসি ওয়েবসাইটে কাজ করার কিছু নেগেটিভ দিকঃ:

১। কিছু কিছু ওয়েবসাইট প্রতি এড এ ক্লিক করার পর খুবই কম ইনকাম দেয়। যেটা মানানসই নয়। এবং সেখান থেকে পেআউট পেতে অনেক সময় লাগে।

২। কোনটি বিশ্বস্ত আর কোনটি স্ক্যাম তা বের করে আনতে কষ্ট হয়। সাধারণত স্ক্যাম ওয়েবসাইটগুলোতে একজন ইউজার প্রতারণার শিকার হয়।

৩। কিছু আবর্জনা টাইপের পিটিসি ওয়েবসাইট অনেক বেশী সময় নষ্ট করা এবং খুবই বাজে।

৪। আবার কিছু কিছু পিটিসি ওয়েবসাইটে খুব কম পরিমাণ উপার্জন করা সম্ভব হয়।


বিজ্ঞাপন দেখজে আয় করার জন্য কি কি করতে হবে?

পিটিসি সাইট থেকে বিজ্ঞাপন দেখে ইনকাম শুরু করা খুবই সহজ। এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে হবে। যেটাতে শুধুমাত্র একটি ইমেইল / জিমেইল এড্রেস এর প্রয়োজন হয়। এখানে এডে ক্লিক করে উপার্জন করা যায়। 

প্রতিটি এডে ক্লিক করলে ভালো পরিমাণের টাকা উপার্জন করা যায়। তাছাড়া কোন কোন সময় এডে ক্লিক করে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়। এড দেখার ডিউরেশন বেশি থাকে। সে ক্ষেত্রে ইনকামও বেশিরভাগ ক্ষেত্রে বেশি পাওয়া যায়। 

রেফার করে আয় করা যায়। অর্থাৎ বন্ধুদেরকে আমন্ত্রণ করতে হবে রেফারাল লিংক কিংবা কোড ব্যবহার করে। তাহলে সেখান থেকে কিছু লাভের অংশ আপনিও পাবেন।

বিজ্ঞাপন দেখে কাজ করার মূল স্টেপগুলো সম্পর্কে ধারণা নেইঃ

১। যদি কোন জিমেইল একাউন্ট না থাকে তাহলে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলুন।

২। একটি পেপাল একাউন্ট খুলে ফেলুন। বাংলাদেশ থেকে খুলতে না জানলে এখানে ক্লিক করুন।

৩। উপরে দেখানো যে কোন একটি পিটিসি সাইটে রেজিস্ট্রেশন করে নিন।


বিজ্ঞাপন দেখে সর্বোচ্চ কত আয় করা যেতে পারে?

আশানুরূপ কত আয় করা যেতে পারে, তার একটি ডিটেইল আমি নিম্নরুপ দিচ্ছি। তবে এটি ১০০ ভাগ গ্যারান্টেড না। কত আয় করতে পারবেন, তা নির্ভর করবে আপনি কাজের প্রতি কতটা নিবেদিতপ্রাণ। 

দৈনিক উপার্জনের রুটিনঃ

৫টি এডে ক্লিক করে আয় = 5* $.01 = $.05 দৈনিক।

৫০টি রেফারাল থেকে আয় = 50 * 10 এডস * $.005 = $1.25 প্রতিদিন।

জরিপ পূরণ করে আয় = $5 প্রতি সপ্তাহ।

দৈনিক উপার্জন = $2 প্রতিদিন।

মাসিক আয় = 30*2 = $60 মানে ৫০০০ টাকা।

যদি আপনি এরকম 5টি পিটিসি সাইটে যুক্ত হোন তবে মোট আয় হবে $60*5= $300 মানে ২৭০০০ টাকা প্রতি মাসে। 


কিভাবে পিটিসি ওয়েবসাইটে বেশি বেশি রেফারাল পাবেন তার কিছু ট্রিকস।

বেশি বেশি রেফার পাওয়ার জন্য যে সিক্রেটটি আছে তা হলো, গুগোল অথবা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলোতে বেশি বেশি প্রমোশন লিংক পাবলিশ করা।

যদি আপনার কোনো ফেসবুক একাউন্ট না থাকে, তাহলে একটি ফেসবুক একাউন্ট খুলে নিন। অথবা যদিও কোনো পুরাতন একাউন্ট থাকে, সেটি ব্যবহার না করে নতুন একটি ফেক অ্যাকাউন্ট খুলুন। 

যদি পারেন দুই থেকে তিনটি ফেসবুক একাউন্ট ব্যবহার করতে পারেন। কমপক্ষে 100 টি ফেসবুকে টাকায় আয় করার গ্রুপ গুলোতে যুক্ত হোন। অথবা একটি ব্লগ পোষ্ট বা ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট তৈরী করতে পারেন। সেখানে একটি পোষ্ট আকারে নিজের কাজের ডিটেলস লিখুন। এবং বেশী বেশী লোকের সন্ধান করুন। নির্দিষ্ট একটি কমিউনিটি তৈরি করার জন্য।

পড়ুনঃ

এবং সমস্ত কাজের ডিটেইল নিয়ে একটি ইমেজ তৈরি করুন। যেখানে আপনার কাজের ডিটেইল থাকবে। পাশাপাশি রেফারেল লিংক দিয়ে দিবেন। এবং সেটে কমপক্ষে ১০০ টি ফেসবুক পেজে হয় পোস্ট আকারে পাবলিশ করলে পারেন। অথবা কমেন্ট বক্সে পাবলিশ করুন।

বিভিন্ন পোস্টে কমেন্ট বক্সে সরাসরি রেফারেল লিংক পাবলিশ করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, একসাথে অনেক বার টেক্স আকারে পাব্লিস করা যাবেনা। 2-3 বার টেক্সট পাবলিশ করে কিছু সময় অপেক্ষা করে পরবর্তীতে  লিংক প্রমোশন করতে হবে। বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইটে চাইলে এটা করা যায়।


PTC সাইট থেকে টাকা কিভাবে বিকাশে পেমেন্ট নিবেন?

টাকা উইডথড্র করার সময় চলে আসলে আপনি বিভিন্নভাবে টাকা উইথড্রো করতে পারবেন। এক্ষেত্রে কিছু পেমেন্ট মেথড রয়েছে। যেমনঃ পেপাল, পেওনার, বিটকয়েন অথবা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা উইথড্র করাতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে পিটিসি সাইটগুলোতে পেয়াউট লিমিট থাকে ২ ডলার থেকে ১০ ডলারের মধ্যে।

উইথড্র করা টাকা ব্যাংক একাউন্ট থেকে খুব সহজেই বিকাশে ট্রান্সফার করা যায়। তাছাড়াও উল্লেখিত টাকা আপনি চাইলে মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে বিটকয়েন/ পেপাল, পারফেক্ট মানি থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।


শেষকথাঃ

যদি আপনার যথেষ্ট সময় থেকে থাকে। এবং ফ্রি টাইমে কিছু আয় করতে চান, তাহলে আমি অবশ্যই বলব পিটিসি ওয়েব সাইট থেকে আয় করতে পারেন। বাংলাদেশে বিজ্ঞাপন দেখে সহজে আয় করা যায়। আজ থেকেই পিটিসি সাইট থেকে ইনকাম করা শুরু করতে পারেন।

আরও পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post