বিকাশ থেকে টাকা ইনকাম করুন সহজেই

আপনিও চাইলে বিকাশ থেকে ৩০,০০০ টাকা মাসে ইনকাম করতে পারেন। তবে বিকাশ থেকে টাকা ইনকাম করার হাতেগোনা কয়েকটি উপায় আছে।

অর্থাৎ আপনি যদি সরাসরি বিকাশ নামক মোবাইল ব্যাংকিং সিস্টেম থেকে উপার্জন করতে চান। তবে কিছু মাধ্যমে উপার্জন করা সম্ভব।

বিকাশ থেকে টাকা ইনকাম 

বিকাশ বাংলাদেশে ব্যবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। বিকাশ সম্বন্ধে আমরা জানিনা এমনটা নয়। আমরা যখনই মোবাইল থেকে মোবাইলে টাকা ট্রান্সফার করার কথা ভাবি। সবার আগেই বিকাশের নাম আসে।

বিকাশ থেকে টাকা ইনকাম

তার কারণ বিকাশ পুরো বাংলাদেশে তাদের নিজের ব্র্যান্ডিং এমনভাবে স্থাপন করেছে যে, মানুষের মুখে মুখে অনলাইন এ টাকা টান্সফার করা বলতেই আমরা বিকাশকেই বুঝি।


বিকাশ (Bkash) কি?

বিকাশ হলো বাংলাদেশী টাকার ভার্চুয়াল স্টুরেজ। যেমন বিকাশ আগে থেকেই তাদের ভার্চুয়াল স্টুর্জ দাঁড় করানোর জন্য বাংলাদেশ ব্যাংকে বিশাল অংকের টাকা জমা রেখেছে।

যেহেতু বাংলাদেশ ব্যাংক সকল প্রকারের ব্যাংক সেটা হোক অফলাইন কিংবা অনলাইন এর কেন্দ্রীয়।

এবং বিকাশ হলে এমন একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম, যার মাধ্যমে টাকা সরাসরি ভার্চুয়াল উপায়ে মোবাইল থেকে মোবাইলে লেনদেন করা যায়। 

আর সে ভার্চুয়াল টাকার সমপরিমাণ দাম বাংলাদেশি টাকার কারেন্সি। বিকাশ এ রেজিস্ট্রেশন করার পর, আপনার মোবাইল নম্বরটি হবে একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর।

বিকাশ থেকে কি কি সার্ভিস নেয়া যায়?

বিকাশ পুরো অনলাইন ভার্চুয়াল মানি ট্রান্সফার সিস্টেম। আর এটা মূলত বাংলাদেশের বহুল ব্যবহৃত। আমরা সবাই ব্র্যাক ব্যাংক সম্বন্ধে জানি।

ব্র্যাক ব্যাংক লিমিটেড প্রথম বিকাশ মানি টান্সফার করার মোবাইল ব্যাংকিং সিস্টেম প্রচলন করে। বিকাশের মত বাংলাদেশ আরো কয়েকটি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং হয়।

যেমনঃ নগদ, রকেট, উপায়(UPay) ইত্যাদি। তাছাড়া আছে Nexus Pay, I Pay, এগুলো হলো একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। বিকাশ থেকে যেসকল সার্ভিসগুলো নেয়া যায়ঃ

১। বিকাশে ক্যাশ ইন(Cash In)

তার হলো মানে হলো আপনি বিকাশ একাউন্টে যেকোনো বিকাশের দোকান থেকে টাকা প্রবেশ করাতে পারবেন। যেকোন এজেন্ট কিংবা বিকাশ দোকানের কেউ করে দিতে পারবে।

পরবর্তীতে আছে,


২। ক্যাশ আউট (Cash out) 

আপনার বিকাশ নম্বরে যে পরিমাণ টাকা আছে, তা উইথড্র করা নিয়মই হলো ক্যাশ আউট।  আর এটি আপনি যেকোন বিকাশের দোকানে গিয়ে করতে পারেন। 


৩। সেন্ড মানি (Send Money)

Send Money  মানে আপনি নিজের বিকাশ অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা অন্য কোন বিকাশ অ্যাকাউন্ট নম্বরে পাঠালেই সেটা হবে।   কখনো কখনো সেন্ড মানির ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হয়। 


৪। বিকাশে পেমেন্ট, পে বিল (Payment, Pay Bill)  

অর্থাৎ বিল পরিশোধ। আপনি চাইলে বিকাশ ব্যবহারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন খুব সহজে। একই ভাবে যেকোনো একটি সার্ভিস ও অ্যাপ্লিকেশনে বিকাশ থেকে টাকা পেমেন্ট করতে পারেন।

যেমন ধরুন, কোন ভর্তি ফরমের জন্য আবেদন করলে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করা যায়। একই ভাবে কোনো একটা অনলাইন স্টোর থেকে কেনাকাটা করলে বিকাশে পেমেন্ট করতে হয়।

তো এভাবে মূলত পেমেন্ট হয়। মানে কোন একটি কোম্পানি কিংবা সার্ভিস এ টাকা দেয়ার জন্য বিকাশে পেমেন্ট করতে হয়। পেমেন্ট করার জন্য কেবলমাত্র মার্চেন্ট নম্বর দিলেই চলে।


৫। মোবাইল রিচার্জ (ফ্লেক্সিলোড) 

তাছাড়া বিকাশের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় সার্ভিসটি হলো মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ করার জন্য বিকাশ, নগদ এমনকি রকেট পদ্ধতি প্রযোজ্য।

বিকাশ ব্যবহারে খুব সহজেই যে কোন মোবাইল অপারেটরের মোবাইল রিচার্জ করিয়ে নেয়া যায়। এর জন্য কোন রকম বিকাশের দোকানে যেতে হয় না। আপনার যদি কোন বিকাশ অ্যাকাউন্ট থাকে।

সেখানে শুধুমাত্র টাকা ক্যাশ ইন করিয়ে নিন। এবং প্রয়োজনমতো সে বিকাশ একাউন্ট থেকে নিজে নিজেই রিচার্জ করুন।


বিকাশ থেকে টাকা ইনকাম করার উপায়সমূহ :

তো এই গেলে বিকাশের বিভিন্ন সার্ভিস। আবার আমরা আসছি যে, বিকাশের বিভিন্ন সার্ভিস ব্যবহারে কিভাবে আয় করবেন?

Bkash App ডাউনলোড করুন এখানে ক্লিক করে।


1. বিকাশে এজেন্ট হোনঃ Bkash Agent

বিকাশের সার্ভিস ব্যবহারের বিভিন্ন দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ভালো পরিমাণে উপার্জন করছে। যেমন ধরুন, যদি আমরা কম্পিউটার সার্ভিস দোকানগুলোতে দেখি।

যেখানে ফটোকপি করানো হয়। বিভিন্ন কম্পিউটার সার্ভিস দেয়া হয়। আবেদন ফরম পূরণ করা হয়। 

সেগুলোতে বিকাশে পেমেন্ট দেয়ার পাশাপাশি অতিরিক্ত চার্জ নেয়। যে কোনো পেমেন্ট করে দেয়ার জন্য। এভাবে বিকাশে পেমেন্ট কিংবা এর মধ্য দিয়ে মধ্যস্থতা হিসেবে কাজ করে উপার্জন করে।

আর যদি মোবাইলে রিচার্জ যারা করে তাদের দিকে দেখা দেয়া হয়।  বিকাশের দোকানে মূলত মোবাইলের রিচার্জ বিকাশ সার্ভিস দেয়া হয়। সেগুলোতে ওই দোকানদার মূলত একজন বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন। 

বিকাশ এজেন্ট এর জন্য ফরম পূরণ করে আবেদন করতে হয়। যেটা আমরা যেকোন একটি বিকাশ অ্যাপ থেকে, বিকাশের দোকানথেকে একজন বিকাশ SR এর সাথে কন্টাক্ট করে, সে বিকাশ SR এর মাধ্যমে ফরম পূরণ করতে পারি। এজেন্ট ফরম পূরণ করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। 

যারা আবেদন করে তাদের একটি বিকাশ দোকান থাকে। এবং ক্ষুদ্র ব্যবসা হিসেবে কাজ করেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হয়।  বেশি উপার্জন করা যায় যে তা না।

সেটা আপনার বিকাশে লেনদেন এর পরিমাণ এর উপর নির্ভর করবে। যদি আপনি দৈনিক 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করাতে পারেন, তবে ভালো আয় হতে পারে।

পড়ুনঃ

বিকাশ এজেন্ট ফরম পূরণ করার পরে বিকাশ কোম্পানি আপনাকে অ্যাপ্রুভ করবে। আপনার বিকাশ এজেন্ট হিসেবে আপনাকে দায়িত্ব দিবে।

সেখানে আপনাকে প্রতিটি মোবাইল রিচার্জ, পেমেন্ট, পে বিল,  ক্যাশ আউট করার জন্য হাজারে চার্জ করা হবে। সেটা 4.50% থেকে শুরু করে আরো বেশি হতে পারে। 

এ সম্বন্ধে ততো একটা জানিনা। বিকাশ এজেন্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানতে, তারা কিভাবে আয়  করে এবং কিভাবে আবেদন করবেন?  তার সম্বন্ধে জানতে একটি ওয়েবসাইট ব্লগ পড়ে নিন।

বিকাশের এজেন্ট হয়ে সহজেই বিকাশ থেকে টাকা ইনকাম করা যায়।

বিকাশ এজেন্ট তাদের জন্য প্রযোজ্য যারা একটি বিকাশের দোকান দিবে। বা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করবে। তাছাড়া বিকাশ থেকে উপার্জন করার আর কোনো উপায় দেখিনা।

 আর যদি বলেন, বিকাশে পেমেন্ট সাইট।  তবে বিকাশে পেমেন্ট করে এরকম অনেক কাজ আছে। সেগুলো তো আর বিকাশ থেকে প্রদান করা হয় না। সেগুলো বিকাশে পেমেন্ট করে।


2. বিকাশ থেকে রেফার করে টাকা ইনকাম 

 বিকাশ থেকে উপার্জনের ক্ষুদ্র উপায় হলো আপনি  বিকাশ রেফারাল ইকো সিস্টেম তৈরি করুন। প্রথমে একটি বিকাশ একাউন্ট তৈরি করে নিন। বিকাশ একাউন্ট তৈরি করলে আপনাকে তার জন্য দেড়শ টাকা প্রথমবার দেয়া হবে। পরবর্তীতে যতবার রেফার করবেন, বিকাশে ইউজার ডুকাবেন।

তার জন্য 50 টাকা করে দেয়া হবে। আপনি যদি ইন্টারনেট দুনিয়ায় একটি বড় বিকাশ রেফারাল সিস্টেম তৈরি করতে পারেন। বিশেষ করে ব্যবহার করার জন্য।

তবে সেখান থেকে ভালো উপার্জন হবে। তবে এটা সাময়িক। তার কারণ আপনি সব সময় নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করাতে পারবেন না। বিকাশ থেকে টাকা ইনকাম করার উপায় এগুলোই।

কারণ বিকাশ একাউন্ট তৈরি করতে প্রযোজ্য হলো একটি ন্যাশনাল আইডি কার্ড।

সকলের তো আর ন্যাশনাল আইডি কার্ড হয় না। যার কারণে বিকাশ একাউন্ট চাইলেই আপনি ইচ্ছামত তৈরি করতে পারবেন না। আর এই কারনেই বিকাশ একাউন্ট তৈরি করার জন্য যে রেফারেল সিস্টেম আছে, তার মধ্যে একটি বড় সীমাবদ্ধতা আছে।


3. ক্যাশব্যাক থেকে টাকা ইনকাম

বিকাশ প্রতিনিয়ত তাদের গ্রাহকদের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার প্রদান করে থাকে। বিল অথবা মোবাইল রিচার্জ এর মাধ্যমে আপনি এই অফার গুলো গ্রহন করতে পারবেন।

এক্ষেত্রে আপনি অবশ্যই বিকাশের মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। কেননা এই অ্যাপটি ব্যবহার করলে আপনি বেশি ক্যাশব্যাক পাবেন।

কিছুদিন পূর্বে বিকাশ 20 টাকা মোবাইল রিচার্জ এর মাধ্যমে 21 টাকা ক্যাশব্যাক অফার টি চালু করে। এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া বিকাশে কোন ধরনের বিল পেমেন্ট করলে সেখান থেকে আপনি 6 পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন বলে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তাই বিকাশের ক্যাশব্যাক থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন সহজেই।

4. বিকাশ একাউন্ট খুলে টাকা ইনকাম

আপনার মোবাইল নাম্বার দিতে যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে তাহলে আজই বিকাশ একাউন্ট খোলার চেষ্টা করুন। কেননা বিকাশ তাদের নতুন গ্রাহকদের জন্য বিশেষ অফার প্রদান করেছে। বিভিন্ন ক্যাম্পেইন এর মাধ্যমে বিকাশ তাদের অ্যাকাউন্ট খোলার প্রচারণা চালাচ্ছে।

সম্প্রতি বিকাশ তাদের নতুন গ্রাহকদের জন্য বিশেষ অফার প্রদান করেছে। আপনি যদি বিকাশ একাউন্ট খুলতে আগ্রহী হন, তাহলে বিকাশ একাউন্ট খোলার পর আপনার অ্যাকাউন্টে ২৫ টাকা দেওয়া হবে। পাশাপাশি প্রথম রিচার্জে আপনি ২৫ টাকা ক্যাশব্যাক পাবেন।

আপনি যদি মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বিকাশ একাউন্ট খুলুন এবং মনে রাখবেন বিকাশ একাউন্ট খোলার জন্য আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয় পত্র অবশ্য জরুরি।

5. বিকাশ অ্যাপে গেম খেলে ইনকাম

আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন। আবার আপনার মোবাইল ফোনে যদি বিকাশ মোবাইল অ্যাপ থেকে থাকে, তাহলে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে বার্ড গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

এর জন্য যা যা করতে হবেঃ
১। গেমটি খেলার জন্য প্রথমে আপনাকে বিকাশের অ্যাপটি চালু করতে হবে।
২। বিকাশ পিন নম্বরটি প্রদান করে আপনার একাউন্টে লগইন করুন।

৩। বিভিন্ন অপশন আসবে More অপশনে ক্লিক করুন।
৪। গেমস খেলার জন্য গেমস লেখা অপশনে ক্লিক করুন। বিকাশ বার্ড গেম খেলুন।

৫। এই গেমটি খেলে যদি আপনি জয়লাভ করেন তাহলে আপনাকে বিভিন্ন পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি পরবর্তীতে তা টাকায় রূপান্তর করে বিকাশ থেকে অন্য একটি এজেন্ট বের করতে পারবেন।
এভাবে আপনি বিকাশের বার্ড গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।

শেষকথাঃ

বিকাশ থেকে উপার্জন করার এ কয়টি হাতে গোনা উপায় আছে।  তা ছাড়া আর কোন উপায় আছে কিনা কমেন্ট করে জানাবেন। যাতে অন্যরা উপকৃত হতে পারে। আর আমাদের ব্লগে নতুন হলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করবেন। আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। 

যাতে নতুন কোনো আরটিকেল প্রকাশ পেলে আপনারা সবার আগে আমাদের আর্টিকেল পড়তে পারেন। ভাল থাকবেন। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

আরও পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

2 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. Replies
    1. ধন্যবাদ, আমাদের আরো লেখা পড়বেন আশা করি।

      Delete
Previous Post Next Post