এসএসসি ২০২২ শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ। ১০ম শ্রেণির এসাইনমেন্ট।

মাউশি প্রণীত এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশঃ ১০ম শ্রেণির এসাইনমেন্ট

এসএসসি ২০২২ শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ


মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কে সংক্ষেপে মাউশি বলে। সম্প্রতি ১৪/০৬/২০২১ তারিখে মাউশি রাত বারোটার দিকে নোটিশ প্রদানের মাধ্যমে "এসএসসি ২০২২" ১০ম শ্রেণির এসাইনমেন্ট বিধিমালা প্রকাশ করেছে। একই সাথে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ, এবং এসএসসি পরীক্ষার্থী 2022-দের জন্য অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার নোটিশ প্রদান করেছে। উক্ত নোটিশে উল্লেখ করেছে যে, এসএসসি 2022 পরীক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে পুনরায় মূল্যায়ন করা হবে।


১০ম শ্রেণির এসাইনমেন্ট প্রকাশের ইতিবৃত্তঃ

আমরা সকলেই জানি, কোভিড 19 প্যানডেমিক অবস্থায় মহামারীর কারণে 18/ 3 /2020 সাল থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যা এখন পর্যন্ত বলবত আছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাউশির উদ্যোগে সংসদ টিভির মাধ্যমে শিক্ষাদান এখনো অব্যাহত রয়েছে। তবে সেটি যথোপযুক্ত ও কার্যকরী কিনা তা নিয়ে অনেকের মাঝেই আছে দ্বিমত রয়েছে। অপরদিকে অনেক স্কুল-কলেজে বর্তমানে অনলাইন ক্লাস প্রচলিত থাকলেও পৌর শহর, মফস্বল এলাকা ও গ্রামাঞ্চলে অনলাইন ক্লাস এর প্রচলন নেই।  


স্মার্টফোনের ও ইন্টারনেট কানেকশনে সীমাবদ্ধতা থাকায় অনেকেই অনলাইন ক্লাসে যোগদান করতে পারছেন না। সে দিক বিবেচনায় রেখে ২০২০ থেকে মাউশির উদ্যোগে এসাইনমেন্ট কার্যক্রম শুরু আছে। এসএসসি ব্যাচ 2022 শিক্ষার্থীদের নবম শ্রেণী থাকাকালীন যেভাবে মূল্যায়ন করা হয়েছে, একইভাবে 2021 সালের ১০ম শ্রেণির এসাইনমেন্ট দ্বারা পুনরায় মূল্যায়ন করা হবে। সম্প্রতি প্রকাশ পেয়েছে।


সেখানে কোন কোন সপ্তাহে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, বা কোন সপ্তাহে কোন কোন বিষয় আছে। সেগুলো উল্লেখ করা হয়েছে। তা জানতে এখানে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য সরবরাহ আছে।


পুনরায় আসল কথায় চলে আসি। প্রথম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন নিচে উল্লেখ করা হলোঃ

১ম সপ্তাহের এসাইনমেন্ট ও মাউশি নোটিশ সম্পুর্ণ মোবাইলে P*d*/F আকারে সেভ করতে এখানে ক্লিক করুন।


১০ম শ্রেণির এসাইনমেন্ট (১ম  সপ্তাহ)

বাংলা ১ম পত্রঃ

এসাইনমেন্ট-০১
অধ্যায়ঃ সুভা- রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ 

১০ শেণির এসাইনমেন্ট প্রশ্ন


যেসকল নির্দেশনা মেনে উত্তর প্রদান করবেঃ

১০ম শ্রেণির বাংলা উত্তর ও নির্দেশনা



গণিতঃ

এসাইনমেন্ট-০১
অধ্যায়ঃ ৩য় অধ্যায়।

প্রশ্নঃ 

১০ম শ্রেণির এসাইনমেন্ট গণিত প্রশ্ন


যেসকল নির্দেশনা মেনে উত্তর প্রদান করবেঃ

গণিত এসাইনমেন্ট উত্তর প্রদানের নির্দেশনা
নির্দেশনা




১০ম শ্রেণির এসাইনমেন্ট প্রদান এর সুবিধাঃ

  • অ্যাসাইনমেন্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার গতি কিছুটা হলেও বাড়বে।
  • পড়াশোনার প্রতি শিক্ষার্থীরা কতটুকু অনুগত তার ওপর নির্ভর করবে অ্যাসাইনমেন্টের সুবিধা।
  • অ্যাসাইনমেন্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা পুনরায় পড়াশোনার মূল স্রোতে ফিরে আসতে পারে।
  • যেহেতু অনলাইন ক্লাস ও সংসদ টিভির পাঠদান কার্যক্রম কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ আছে, কাজেই এসাইনমেন্ট মূল্যায়ন শিক্ষার্থীদের জন্য উপযোগী হতে পারে।
  • অ্যাসাইনমেন্ট এর মাধ্যমে নির্ধারিত প্রশ্নোত্তর লেখালেখির মাধ্যমে শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি পাবে।

অ্যাসাইনমেন্ট এর অসুবিধা

  • যেহেতু এসাইনমেন্ট উত্তর নির্ধারিত পাঠ্যসূচি থেকে বিবৃত করে উল্লেখ করা যায়। সেহেতু সেখান থেকে শিক্ষার্থীদের কতটুকু শিখবে? সেটা নির্দিষ্ট করে বলা যায় না।
  • অ্যাসাইনমেন্ট প্রদানের জন্য সকল শিক্ষার্থীকে স্কুলে যেতে হবে। এবং সেখানে একজন আরেকজনের সাথে দেখা হবে। একে অপরের সংস্পর্শে করোনা ভাইরাস ছড়াবে কিনা সেটি অনিশ্চিত।

অ্যাসাইনমেন্ট এর জন্য প্রয়োজনীয় নিয়মনীতিঃ

এসএসসি পরীক্ষার্থী 2022 শিক্ষার্থীদের পূর্বে নবম শ্রেণীতে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। কাজেই কিভাবে এসাইনমেন্ট লিখতে হবে? কি কি উপকরণ প্রয়োজন হবে, তাদের একটু হলেও ধারণা আছে। যদি এ সম্বন্ধে ধারণা নাই থাকে, অথবা ভুলে যান। তবে বিষয়টি মনে করিয়ে দেয়া যাক।

অ্যাসাইনমেন্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণ

A4 সাইজের কাগজঃ লেখার জন্য সকল কাগজে A4 সাইজের হতে হবে। এবং সেখানে মার্জিন করে নিতে হবে। প্রয়োজনমতো সেখানে নিজের লেখাগুলো সাজাতে হবে। এসাইনমেন্ট কিভাবে লিখতে হয় তা জানতে ইউটিউব সার্চ করতে পারো।

কলম ও পেন্সিলের সরবরাহঃ এসাইনমেন্ট এর পয়েন্ট লিখার জন্য নীল কালার বলপেন। এবং কালো বলপেন লেখার জন্য। নীল কালার বল পেন দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখালেখি মার্ক করে নেয়া যায়। পয়েন্ট উল্লেখ করা যায়। এছাড়াও মাঝেমাঝে চিত্র অংকন করার জন্য, মার্জিন করার জন্য পেন্সিল এর প্রয়োজনীয়তা আছে।

অ্যাসাইনমেন্ট কাগজে প্রয়োজনীয় স্টেপলার মেরে সেটি সাজিয়ে নিতে হবে। এবং কোনরকম কাটাছেঁড়া ও অস্পষ্ট লেখালেখি থাকা চলবে না।

অ্যাসাইনমেন্ট এর প্রথম পৃষ্ঠার বিবরণীঃ

অ্যাসাইনমেন্ট এর প্রথম পৃষ্ঠা চাইলে নিজের লিখে নেওয়া যায়। অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে প্রথম পৃষ্ঠা আনিয়ে নেয়া যায়। তবে নিজে লেখালেখি করলেও চলবে। সেখানে প্রয়োজনীয় যে সকল তথ্য থাকা লাগবেঃ

  • শিক্ষার্থীর নাম। 
  • রোল, শ্রেণী ও শাখা।
  • এসাইনমেন্ট বিষয়।
  • এসাইনমেন্ট শিরোনাম।
  • অ্যাসাইনমেন্ট প্রদানের তারিখ।
  • অ্যাসাইনমেন্ট প্রকাশের তারিখ। 
  • শিফট।

এসাইনমেন্ট প্রদানের সময় কিছু নির্দেশনা অনুসরণ করা লাগবেঃ

  • অ্যাসাইনমেন্ট প্রদানের দিন সকল শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে স্কুলে যেতে হবে। এবং শিক্ষকের কাছে জমা দিতে হবে।
  • একে অপরের সাথে দেখা-সাক্ষাৎ হলেও প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে হবে।  দূরত্ব বজায় রেখে শিক্ষকের কাছে জমা দিতে হবে।
  • এসাইনমেন্ট প্রদানের পরবর্তীতে শিক্ষককে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখতে হবে। এবং প্রতিটি অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর নির্ভর করে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টে 1/2/3/4  নম্বর দেয়া যাবে।
  • অ্যাসাইনমেন্ট প্রদানের সময় যদি কোনো শিক্ষার্থী অনৈতিক পায়, তবে সেটি অপরাধ। যদি অনৈতিক চাপ শিক্ষার্থীদের প্রতি প্রদান করা হয়, তবে সেটি প্রতিষ্ঠানের উদ্যোগে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • বিষয়ভিত্তিক শিক্ষকেরাই শুধুমাত্র নির্ধারিত বিষয় অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে পারবে। এবং সে অনুযায়ী শিক্ষার্থীদের দুর্বল দিক সর্বদা তুলে ধরার চেষ্টা করবে। এবং সে অনুযায়ী পাঠ দান করবে।

প্রশ্নোত্তর পাওয়ার বিবরণিঃ

বর্তমান দশম শ্রেণীর 22 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের এসাইনমেন্ট উত্তর এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আমাদের ওয়েবসাইটে প্রায় অনেকাংশেই অ্যাসাইনমেন্ট প্রকাশ পায়। এবং সেগুলো আমরা নিজেরাই উল্লেখ করি। সেগুলো পিডিএফ আকারে কখনোই উল্লেখ করি না। কারণ এতে করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়।


পিডিএফ ডাউনলোড করার সময় অনেক ওয়েবসাইটে অনেক বার তাদেরকে রিডিরেক্ট করে। বিভিন্ন ওয়েবসাইট ঘুরিয়ে-ফিরিয়ে তারপর ডাউনলোড করায়। কখনো কখনো ধোঁকা দেয়। কিন্তু আমরা সরাসরি ব্লগ এর মধ্যেই উত্তর গুলো উল্লেখ করে দেই। সেখান থেকে কোনভাবে কপি করে, নিজেরাই কোন জায়গায় সংরক্ষণ করতে পারো। অথবা সরাসরি ব্লগ পোস্ট থেকেই লিখে নেওয়া সম্ভব। ১০ম শ্রেণির এসাইনমেন্ট প্রকাশ পেলো।


বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত পিডিএফ ডাউনলোড একদমই ফ্রী। এতে কপিরাইট অভিযোগ আনার বা দেওয়ার কোনো সুযোগ নেই।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post