বাংলাদেশের ১৪ জন সেরা গেমিং ইউটিউবার | Mr. Triple R, Gaming with Zihad, Mama Gaming

বাংলাদেশি গেমিং ইউটিউবারদের তালিকা।

আজকে আমি ফ্রি ফায়ারে বাংলাদেশি শীর্ষ 10 জন ইউটিউবার এর নাম উল্লেখ করব।উল্লেখ্য ইউটিউবারদের র‍্যাংকিং সাবস্ক্রাইবার সংখ্যা অনুযায়ী করা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে কোনো কোনো ইউটিউবার এর জনপ্রিয়তা বেশি হতেই পারে। তার কারণ হচ্ছে সাবস্ক্রাইবার নয়, বরঞ্চ ইউটিউব ভিডিওতে মোট ভিউ এবং অন্যান্য বিষয় নিয়ে র‍্যাংকিং হয়।

বাংলাদেশি গেমিং ইউটিউবার


তাছাড়া এসমস্ত ইউটিউবারদের আয় কত হতে পারে? তা নিয়েও দ্বিমত থাকতে পারে। কারণ একটি ইউটিউব চ্যানেলে কত উপার্জন হয় সেটা কতগুলো ভিডিও পাবলিশ করা হয়? এবং কত বেশি ভিডিও দৈনিক আপলোড করা হচ্ছে, এমনকি কত বেশি ভিউ হচ্ছে? তার উপর নির্ভর করে। তার কারণ views বেশি হলে তবেই তো বেশি বেশি অ্যাড দেখানো হবে। এমনকি এডে ক্লিকও পড়বে বেশি। সেখান থেকেই মূলত ইউটিউবারদের বেশি উপার্জন হয়। 

তবে কোন ক্ষেত্রে দ্বিমত আছে। কারণ হচ্ছে সাবস্ক্রাইবার, ভিও অনুযায়ী ইউটিউবারদের ইনকাম নির্ধারণ করা হয় না। বিভিন্ন ধরনের স্পন্সর ভিডিও ও মার্চেন্টস থেকেও ইউটিউবাররা অধিক উপার্জন করে।


বাংলাদেশের শীর্ষ 10 জন ফ্রী ফায়ার গেমিং ইউটিউবারের তালিকাঃ

আজকের ব্লগে বাংলাদেশ কিছু গেমিং ইউটিউবারদের তুলনা করবো, তাদের রেংকিং করবো। এখানে কোন বিদেশী ইউটিউবারদের কে আনা হয়নি। কারণ তারা বাংলাদেশ ইউটিউব চ্যানেলের অন্তর্ভুক্ত নয়।


1.Mr. Triple R

যারা গেম খেলেন, বিশেষ করে ফ্রি ফায়ার খেলেন। তারা মিস্টার ত্রিপল আর কে চিনেন না, এমনটা হতেই পারেনা। Mr. Triple R এর অসংখ্য সাবস্ক্রাইবার আছেন বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গে। আবার Mr. Triple R এর সিংহভাগ সাবস্ক্রাইবার রয়েছে বাংলাদেশ হতে।

তার বর্তমান সাবস্ক্রাইবার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। মনে পড়ে, যখন Mr. Triple R চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখছি। তখন তার সাবস্ক্রাইবার ছিল মাত্র 1 লক্ষ। আর Mr. Triple R এর চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার প্রায় ত্রিশ লক্ষাধিক।


Mr. Triple R কি ধরনের ভিডিও আপলোড করেন? 

ট্রিপল আর বিভিন্ন ধরনের গেমিং ভিডিও  আপলোড করেন। তবে হ্যাঁ, তার মেইন টপিক হলো ফ্রী ফায়ার। ফ্রী ফায়ার গেমিং ভিডিও আপলোড করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে বাংলাদেশী ইউটিউবার হয়ে সবার আগে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্থাপন করেছিলেন। 

তার পূর্বে এক মিলিয়ন সাবস্ক্রাইবার নেওয়ার সাহস করেনি কোনো বাংলাদেশী গেমিং ইউটিউবার। তার ভিডিও গুলোর মধ্যে তিনি বিভিন্ন গেমপ্লে চ্যালেঞ্জ দেখিয়ে ভিডিও আপলোড করেন। তাঁর গেমপ্লে গুলোতে এন্টারটেইনমেন্ট পাওয়া যায়। খুব রসালো কথা বার্তায় ভরপুরম। তিনি  প্রতিদিনই মোটামুটি ভিডিও আপলোড দেন। যার কারণে তার বর্তমান ইনকাম কয়েক লক্ষ টাকা। কিংবা লক্ষাধিক। এবং তার বর্তমান সাবস্ক্রাইবার 30 লক্ষ পেরোলো।

প্রয়োজনীয় তথ্যাদিঃ

Total subscriber:    3.55 M 

Joined YouTube:    2018-12-23

Area:    Bangladesh

Language:    Bengali

Total Viewed:    524678392  

Email:    rj.resvy.rr@gmail.com

        

2. Gaming With Zihad:

তিনি বাংলাদেশের ২য় বড় গেমিং ইউটিউবার হলেন গেমিং উইথ জিহাদ। তার কিছু ভাইরাল ভিডিও, এবং ভালো সোশ্যাল প্রোফাইল তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। তার বর্তমান সাবস্ক্রাইবার ১৫ লাখের কাছাকাছি। কিছু সময়ের মধ্যেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছেন। তিনি প্রায় সময় ফ্রি ফায়ার গেমপ্লে, প্র‍্যাংক ও ইভেন্ট রিলেটেড ভিডিও আপলোড করেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscribers: 1.42M

337 videos

101,484,820 views


3. Gaming with Nayeem:

বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার Mr. Triple R এর পরবর্তীতে, সমসাময়িক একজন ইউটিউবার হলেন Gaming With Nayeem। তিনি ফ্রী ফায়ার গেমপ্লে আপলোড করেন। তিনি ভালো হেডশট দিতে পারেন। পাশাপাশি তার হেড শট রেট খুব ভালো। 

যেহেতু মোবাইল প্লেয়ার, সেহেতু মোবাইলে আমরা জানি হেডশট নিতে কিছুটা সময় নেয়। কিন্তু নাঈম আলম mp40 Gun ব্যবহারে খুব ভালো হেডশট মারতে পারেন। এমনকি ভালো গেম প্লে করে থাকেন। তিনি তার ইউটিউব চ্যানেলে ১ মিলিয়নের মাইলফলক স্থাপন করেছেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total Subscribers: 1.28M

Video: 278

Views: 79,071,140


4. Itz Kabbo

ইটস কাব্য ইউটিউব চ্যানেলের অথর এবং উনার হলেন কাব্য।

ইটস কাব্যঃ আপনাকে যদি বলা হয় বর্তমানে ট্রেন্ডিং ইউটিউবারদের মধ্যে কে শীর্ষে থাকতে পারে? অবশ্যই মিস্টার ত্রিপলার। এবং তার পরবর্তীতে আসে ইটস কাব্য। মাত্র এক বছরের ব্যবধানে, তিনি দশ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন। এবং যেটা ধারণা করা হয় এভাবে নিয়মিত লাইভ স্ট্রিমিং এবং গেম প্লে আপলোড করে থাকলে খুব দ্রুতই 2 মিলিয়ন এর মাইলফলক স্থাপন করে নিবেন। তিনি একজন ফ্রি ফায়ার গেমার। ফ্রি ফায়ার গেম আপলোড করেন। এবং ফ্রি ফায়ারে তিনি একজন পিসি গেমার মানে হল। কম্পিউটারে গেম খেলেন। 

বিভিন্ন কাস্টম গেমস করে  বিশেষ করে ফ্রী ফায়ার এ কাস্টম চেলেঞ্জ করে অন্যান্য বৈদেশিক ইউটিউবারদের সাথে গেম প্লে করেই মূলত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার নিজস্ব টপ আপ সেন্টার আছে। পার্টনার শিপ ও টুর্নামেন্ট ইব ফ্রী ফায়ার থেকে সবচেয়ে ভালো সফলতা অর্জন করেছেন। এভাবেই মূলত তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং তিনি একজন লাইভ স্ট্রিমআর। প্রায় সময় লাইভ স্ট্রিমিং করেন ও সে ভিডিওগুলো আপলোড দেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscriber: 1.27M     

Videos: 577

Joined YouTube: 2017-07-29

Area:    Bangladesh

Language:    Bengali

Total Viewed:    163395168

Email:    aryanshaykat31@gmail.com        


5. Savage 420:

এই চ্যানেলটি বাংলাদেশের জনপ্রিয় রিয়াক্টর চ্যানেল। বেশিরভাগ ভিডিওতে চ্যানেলের অথোর গেমপ্লে রিয়েক্ট দিয়ে থাকেন। তার পূর্বে একটি ইউটিউব চ্যানেল ছিলো, যার নাম ছিল  Random Youtube Channel । পরবর্তীতে তিনি ফ্রি ফায়ারের প্রতি ইন্টারেস্টেড হন। 

এবং Wasimos TV ইউটিউব চ্যানেল থেকে ইন্সপায়ারড হয়ে গেমিং রিয়েক্টর হিসেবে কাজ করা শুরু করেন। বর্তমান 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total Subscribers: 1. 02M

424 Videos.

148465108 views. 


6. 2F LOL Gamer:

ফ্রী ফায়ার রিলেটেড গেমিং, প্রাঙ্ক এবং ইমোশনাল ভিডিও তৈরি করে তার 10 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে কিছু মাত্র বাকিম বর্তমানে মোট সাবস্ক্রাইবার সংখ্যা নয় লক্ষের মত।  প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন এবং যথেস্ট জনপ্রিয়তা আছে।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total Subscribers: 899K

150 Videos.

52,399,016 views.


7.Super Fictions:

ইয়াসীন আলিফ এর নিজস্ব গেমিং চ্যানেল সুপার ফিকশন। মুভি, গেম, কার্টুন রিলেটেড বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়। এখানে কিংবা স্পেসিফিক গেমের ভিডিও আপলোড হয় না। এই চ্যানেলের সাবস্ক্রাইবার 7 লক্ষাধিক।

Anime, Movie, Game,Cartoon এর Community গড়ে তোলা হয়েচ্ছে এ চ্যানেলে।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscriber:    745K 

Joined YouTube on:    Joined 25 Feb 2015

Area:    Bangladesh.

Language:    Bengali.

Total Viewed:     45911680 views

Email:    yasin.alif69@gmail.com

           

8. Mama Gaming!

গেমিং নিয়ে হাসি- মজা, কৌতুক হাস্যোজ্জ্বল একটি ইউটিউব চ্যানেল  মামা গেমিং। মূলত ফ্রী ফায়ার ভিডিও গেম খেলতে পছন্দ করেন। খুব সুন্দর ভাবে হাসি মজার মিশ্রণ দিয়ে সাজিয়ে গুছিয়ে ভিডিও আপলোড করেন। মামা প্রবলেম নামক একটি ইউটিউব চ্যানেল ছিল।

 যেখানে তিনি হাসির ডাবিং করে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন। পরবর্তীতে মামা গেমিং ইউটিউব চ্যানেল তার অওনাএ হন। সেই ইউটিউব চ্যানেলে তিনি গেমপ্লে সাথে সাথে ফানি ডাবিং করিয়ে ভিউয়ারদের ব্যাপক এন্টারটেইন করান মামা গেমিং। 

এবং চ্যানেলের অওনার এবং CEO  রাকিব মাহমুদ। মামা গেমিং নিজস্ব ফেসবুক পেইজ আছে। যেখান থেকে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করে দেওয়ার কাজটি করা হয়। যদিও তিনি টপ করেন না, তার নিজস্ব কর্মচারী আছে।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscriber :    691K

Videos : 114

Joined : 27 May 2019.

Area :    Bangladesh.

Language :    Bengali

Total Viewed ;     46870189 views

Email :    ETC@gmail.com


9.FLAME R – FREE FIRE:

তার এডিটিং এর ঝলক বড় বড় রিয়েএক্টর  এবং পুরো ফ্রি ফায়ার কমিউনিটি প্রশংসা করেছে। ফ্লেম স্কোয়াডের একজন স্বনামধন্য ইউটিউবার। যে তার গেমপ্লে গুলোতে এডিটিংয়ের ছোঁয়া দিয়ে ভিউয়ারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

ফ্লেমস স্কোয়াড এর একজন একটিভ মেম্বার। 

আমরা জানি, ফ্লেম স্কোয়াড বিভিন্ন টুর্নামেন্টে খুব সফলতা দেখিয়েছে। এবং বড় বড় টুর্নামেন্ট জয় করে এদেশকে রিপ্রেজেন্টও করেছে। তিনি ঐ স্কোয়াডের একজন ট্যালেন্টেড মেম্বার। এবং বড় ইউটিউবার।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscriber :    572K 

Joined :  20 Jul 2020

Area :    Bangladesh

Language :    Bengali

Total Viewed :     35863933 views

Email : flamerff007@gmail.com

10. LG Biku

তিনি একজন বাংলাদেশী স্বনামধন্য ফ্রী ফায়ার গেমার,ইউটিউবার। তিনিলাইভ স্ট্রিমিং করতে ভালবাসেন। তবে এর পাশাপাশি ফ্রী ফায়ার রিলেটেড এন্টারটেইন করার ভিডিও পাবলিশ করেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total subscribers :    510,000 

Joined Jun :  23, 2016

Area :    Bangladesh.

Language :    Bengali.

Total Viewed :    45,298,749 views.

Email : lgbiku9@gmail.com.                 

 পড়ুনঃ

ফ্রী ফায়ার গেম খেললে কি ক্ষতি হয়


11.Sadia's Gaming:

বাংলাদেশের সবচেয়ে বড় ফিমেল গেমিং ইউটিউবার হলো Sadia's Gaming। ফ্রী ফায়ার গেম প্লে ভিডিও আপলোড করে থাকেন।

প্রয়োজনীয় তথ্যাদি:

Total Subscribers : 205K

 Videos: 220 

4,688 598 views

    

12. ATAHAR GAMING:

আতাহার গেমিং ফ্রি ফায়ার গেম রিলেটেড ভিডিও আপলোড করেন। টিউটোরিয়াল দেখান। ভালো ভালো এন্ড্রয়েড গেম গুলোকে একসাথে করে নিয়ে রেংকিং করে, নতুন নতুন আপডেট দেখান। ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন গেম্পলে ভিডিও দেখান। তার বর্তমান জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবং তিনি বাংলাদেশের স্বনামধন্য গেমিং ইউটিউবার।

প্রয়োজনীয় তথ্যাদিঃ

Total subscriber:    182K + 

Joined YouTube on:    2017-07-29

 Area :    Bangladesh

Language :    Bengali

Total Viewed :    10,410,368 + views

Email:   ATAHARGAMING@GMAIL.COM

        

13. NEWB:

নিউবি একজন গেমিং ইউটিউবার। তিনি ফ্রী ফায়ার বিভিন্ন গেমপ্লে ভিডিও আপলোড করেন।

Total Subscribers : 153K+ 

Joined YouTube on :    2017-03-28

 Area    : Bangladesh

Language :    Bengali

Total Viewed :     20,632,243 views

Email :    imnewbviet@gmail.com     


14. Clash with BD cashier’s:

ক্লাশ অফ ক্লানস গেমস এর একজন বাংলাদেশী ইউটিউবার হলেন তিনি। যখন ক্লাশ অফ ক্লানস বাংলাদেশের তুঙ্গে বা জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখন তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। বর্তমানেও তিনি একজন বড় ইউটিউবার। ক্লাশ অফ ক্লানস রিলেটেড ভিডিও আপলোড করেন। সেগুলোতে ভালো ভিজিটরও পান।

Total subscribers: 142K + 

Joined YouTube on:    2016-09-08

Area:    Bangladesh

Language:    English

Total Viewes : 39,113,087 + 

Email:    clasherbd12@gmail.com

        

শেষকথাঃ

আজকে আমরা বাংলাদেশের সেরা ১৪ জন গেমিং ফ্রী ফায়ার ইউটিউবারদের সম্বন্ধে জানলাম। তাদেরকে সাবস্ক্রাইবার অনুযায়ী র‍্যাংকিং করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।

পড়ুনঃ


Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post