৩০০০ টাকার মধ্যে 4g মোবাইল ২০২২ বাংলাদেশ

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২

আজকে আমরা জানবো, মাত্র ৩০০০ টাকার মধ্যে কোন কোন মোবাইল/স্মার্টফোন ভালো হবে? আজকের রিভিউতে আমি একটি ফোরজি স্মার্টফোন কে রেখেছি। 

৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২১

যেটি 3000 টাকার আশেপাশের বাজেটে পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, সম্পূর্ণ 3000 টাকার মধ্যে ফোরজি স্মার্টফোন ; কিংবা ভালো স্মার্টফোন পাওয়া যাবে না। ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২।

তার জন্য এই বাজেটের সাথে কিছু টাকা এড করতে হবে। যেমন ধরুন, মাত্র 3 হাজার 499 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটি দারুন 4g স্মার্ট ফোন। সবসময় ব্রাউজিং করতে পারবেন। ভালো ব্যাটারি ব্যাকআপ আছে, ইত্যাদি। 

আবার এ বাজেটের সাথে আরো কিছু টাকা এড করলে, আপনি পেয়ে যাচ্ছেন একটি থ্রিজি সাপোর্টেড স্মার্ট ফোন। যেটি ভালো পারফর্মেন্স, ও ক্যামেরা কোয়ালিটি সাথে আছে।

3000 টাকার বাজেটের আমরা সবাই চাই একটি ফোরজি স্মার্টফোন নিতে। যাতে ঠিকমত ব্রাউজিং করা যায়। এবং অন্যান্য দিক থেকেও ভালো থাকে। তাই আমি যথাযথভাবে রেংকিং করিয়েছি। এবং শীর্ষস্থানীয় স্মার্টফোনটি আপনারা চাইলে 3000 টাকার বাজেটে ক্রয় করতে পারেন।

তার আগে বলে রাখি, কেবল ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২ পাওয়া সম্ভব নয়। তার কারণে এ বাজেটের মধ্যে কোন স্মার্টফোন আদৌ আসেনি। তবে পরবর্তীতে আসবে বলে আমরা আশাবাদী।


1. Maximus D7

মূল্যঃ ৩৪৯০ টাকা।

Maximus D7 হলো সবচেয়ে কম দামে বাংলাদেশে পাওয়া যায় একমাত্র 4g Smartphone। এই এন্ড্রয়েড স্মার্টফোনটি প্রথম রিলিজ হয় December 2018 তে। এ ফোনের একমাত্র লক্ষ কম প্রাইসে ভালো ব্রাউজিং করার স্পীড দেয়া। 

আপনি মাত্র ৩৪৯৯ টাকা বাজেট রাখলেই পাচ্ছেন 4g SIM ব্যবহারের সুবিধা এবং একটি স্মার্টফোন টাচ স্ক্রীনড মোবাইল। এটিই কেবল অফিসিয়াল 4G Android smartphone যা এই দামে বাংলাদেশে এভেইলেবল আছে।

এ ডিভাইসে আপনি পাবেন সন্তোষজনক 5 MP এর একটি প্রাইমারি ক্যামেরা এবং সামনে সেলফি ক্যামেরা 2 MP। এই প্রাইসে ভালো স্মার্টফোন ডিভাইস যেটি অনেকটাই আধুনিক। এখানে পাচ্ছেন ভালো ফ্ল্যাশ লাইটও আছে। 

বিভিন্ন এন্ড্রয়েড এপ্স যেমনঃ YouTube,  Google Chrome browser এ স্মার্টফোনে সহজে ও দ্রুতগতিতে ব্যবহার করে যাবে।  কারণ এ স্মার্টফোনে Android Oreo Go edition ভার্সন চলছে। এটি কোনো ভালো পারফরম্যান্স ডিভাইস নয়, তবে এ দামে যথেস্ট ভালো স্মার্টফোন আমরা পাচ্ছি। 

পার্সোনাল রেটিংস - 5/10

কারা এ ফোনটি নিবেন? ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২।

১) যারা কম দামে স্মার্টফোন ব্যবহার করতে চাইছেন।

২) যারা 4g মোবাইল চালাতে চাচ্ছেন। 

৩) এবং শুধু Facebook, YouTube, Chrome এসকল এপ্স ব্যবহার করতে চাইছেন তাদের জন্য কম বাজেটে এ ফোনটি সবচেয়ে ভালো।


2. Symphony V99+ | ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২

মূল্যঃ ৩৭৯৯ টাকা।

Symphony V99+ স্মার্টফোনে আছে  5 ইঞ্চির HD screen। এ ফোনে আছে একটি আদর্শ স্মার্টফোন ডিভাইস ডিজাইন। 

এ ফোনের ব্যাক ক্যামেরা 5 MP সাথে আছে LED Flash, 2x zoom, HDR ইত্যাদি সুবিধা। সামনে সেলফি ক্যামেরাটি 5 MP। Symphony V99+ ফোনটিতে আছে 2000 mAh এর দারুন ব্যাটারি।

এ ফোনে পাচ্ছেন 1 GB RAM, আরো আছে 1.3 GHz quad-core প্রসেসর। এবং Mali-T800 MP1 GPU। যেটি একটি সাধারণ চিপসেট দ্বারা পরিচালিত। 

এ ডিভাইসে পেয়ে যাবেন 8 GB ইন্টারন্যাল স্টোরেজ এবং একটি MicroSD slot।

এ ফোনের দাম হয়তো বাজেট থেকেও অনেক বেশি। ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২ কোনগুলো দেখুন।

কিন্তু এ বাজেটেই একটি অসাধারণ ফোন পাচ্ছেন। এখানে 4G সাপোর্ট করে না। তাই এটাকে ২ নং স্থানে রেখেছি। কারণ আমি জানি, ৩০০০ টাকার আশেপাশের বাজেটে সবাই 4g ফোন চায়। 


অন্যান্য সুবিধাঃ 

FM Radio, Dual Micro SIM ইত্যাদি।


ভালো দিকঃ

✔ HD ডিসপ্লে    

✔ এ প্রাইসে ক্যামেরা ভালো।    

✔ সন্তোষজনক পারফরম্যান্স।

✔ ব্যাটারি ব্যাকআপ ঠিকই আছে।


খারাপ দিকঃ

✘ মাত্র 5 ইঞ্চির ডিসপ্লে।

✘ কোনো 4G সিম সাপোর্ট করে না।

পার্সোনাল রেটিংস - 6.5/10

কারা এ ফোনটি নিবেন?

১) ভালো ক্যামেরা কোয়ালিটি চাইলে এ ফোনটি ক্রয় করতে পারেন।

২) এ বাজেটের মধ্যেই ফোনটি ভালো পারফরম্যান্সড ডিভাইস। 


আমরা কি জানতে পারলাম?

তো আজকে আমরা দুইটি স্মার্টফোন এর রিভিউ জানলাম। যেগুলো ৩০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২। কিন্তু কেবল 3000 tk এর মধ্যে আসেনা। এর সাথে আপনাকে কিছু টাকা এড করে। 

আরও পড়ুন:


শেষকথাঃ

এই দারুন স্মার্টফোনগুলো খুব কম মূল্যে ক্রয় করে নিতে পারেন। কিছু মোবাইল দোকান যেটিতে সাধারণত মোবাইল রিপেয়ারিং করা হয়। সেখানে গিয়ে মাত্র 3000 টাকার মধ্যে স্মার্টফোন পাওয়া যায়। 

আর ঐসকল স্মার্ট ফোনের সমস্যা থাকে, অথবা সেকেন্ড হ্যান্ড হয়।  কিন্তু যদি অফিশিয়াল স্মার্টফোন পেতে চান, তাহলে উপরের দুইটি স্মার্টফোনে এ টাকার বাজেটের মধ্যে পাবেন। 

যদি আমাদের ব্লগ ভালো লাগে, তাহলে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাবস্ক্রাইব করুন। বিভিন্ন টেক রিলেটেড ব্লগ আমরা প্রতিনিয়ত লেখালেখি করি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

1 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post