Wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করব ?

Wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করব: উপায়সমূহ কি কি?

জ্বী, আজকে আমরা wapkiz সাইট দিয়ে কিভাবে টাকা আয় করবো? তা সম্বন্ধে বিস্তারিত জানব। wapkiz দিয়ে কি আয় হচ্ছে? তা জানবো। wapkiz ব্যবহার করে আপনি চাইলে একটি Wap site তৈরি করতে পারেন। ফ্রি প্লাটফর্ম এর মতই তবে। এখানে অবশ্যই ডোমেন ও হোস্টিং ঠিক করে নিতে হয় এদের ফ্রী হোস্টিংও চাইলে নেয়া যায়। এখন wapkiz সাইট কি কি কাজে ব্যবহৃত হয়? সে সম্বন্ধে আমরা জানবো। একইভাবে এখান থেকে ইনকাম কিভাবে আসবে তা নিয়ে বিস্তারিত বলবো।


Wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করবো


wapkiz কি?

wapkiz হল একটি ব্লগিং বা wap বিল্ডার। এটি ব্যবহার করে আপনি ফ্রিতে একটি ব্লগ/Wap/ ডাউনলোডিং সাইট তৈরি করতে পারবেন। তবে এটি তেমন বেশি সুবিধা দিবে না। অন্যান্য ব্লগিং প্লাটফর্ম থেকে এটি অনেক বেশি দুর্বল। 


কী ধরনের সাইট তৈরি করে Wapkiz দিয়ে আয় করবো?

এখানে শুধুমাত্র ডাউনলোডিং সাইট কিংবা কিছু বিশেষ প্রকার সাইট তৈরী করে নিতে পারেন। জাভা ফোনের জন্য এটি ফ্রেন্ডলি। বিভিন্ন এইচটিএমএল, কোডিং, জাভাস্ক্রিপ্টের সাইট গুলো এখানে তৈরি করা সম্ভব। যেগুলো জাভা মোবাইল ব্যবহার করে খুব সহজেই ইউজ করা যায়। 

তো wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করবো তার সম্বন্ধে আমি পুরোপুরি বুঝাবো। যে এখান থেকে কিভাবে আয় নিতে হবে।


Wapkiz সাইট তৈরির নিয়মঃ ধাপে ধাপে

১। Wapkiz কি ব্লগিং করার উপযোগী?

যেহেতু wapkiz একটি ভালো ব্লগিং প্লাটফর্ম না। কাজেই কখনো আপনি এখানে চাইবেন না কোন একটি ওয়েবসাইট দাঁড় করাতে। কিংবা ব্লগ সাইট তৈরি করতে। কারণ এতে আপনারই ক্ষতি হবে। আপনি সাধারন কোন ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করে উপার্জন করতে পারেন না। কারণ wapkiz একটু একটু দুর্বল প্লাটফর্ম। 

সেখানে ব্লগিং কিংবা ওয়েব সাইট তৈরী করা বেশিদিন টিকবে না। সে দিক থেকে উপার্জন করার জন্য আপনি ডাউনলোডিং সাইট তৈরি করতে পারেন। যেমনটা আমি আপনাদেরকে দেখাবো। ডাউনলোডিং সাইট তৈরী করে নিলে ভালো হবে। পাশাপাশি আয় করা যাবে।


২। wapkiz সাইটে কিভাবে রেজিস্টার করবেন?

wapkiz সাইটে রেজিস্টার করা অনেক সহজ। এর জন্য আপনাকে সাধারণত তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আপনি চাইলে এখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারেন। তারপর Register নামক অপশনটিতে ক্লিক করুন। 

Registration অপশন এ ক্লিক করার পর চিত্রে দেখানো মত আপনি প্রথমে নিজের একটি User Name দিবেন। যে ইউজার নাম সাধারণত আপনার ডাকনাম এর পাশাপাশি কিছু নাম্বারও ব্যবহৃত হতে পারে। 

তারপর আপনি নিজের পুরো নাম দিবেন।। পরবর্তীতে একটি জিমেইল একাউন্টে দিয়ে দিবেন। এবং Password সেট করবেন। পুনরায় পাসওয়ার্ডটি কনফার্ম করবেন। 

এবার আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে। সেখানে থাকবে নম্বর। এ নম্বর ক্যাপচা ফিলাপ করে নিলে, রেজিস্ট্রার অপশন এ ক্লিক করুন। তাহলেই হবে। রেজিস্টার হয়ে গেলে এবার চলুন যে, কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন?


৩। কিভাবে একটি Wap সাইট বানাবেন?

wapkiz ওয়েবসাইট তৈরি করার উপায়ঃ যে মাত্র ইন্সটল করে নিবেন। পরবর্তীতে আপনাকে সরাসরি সাইট তৈরী করার অপশন এ নিয়ে আসবে। সেখানে আপনাকে সাইটের নাম দিতে হবে। 

এখানে ডোমেইনপাবেন না। আপনি যেকোনো একটি নাম দিতে পারেন। সেই নামটি যেকোনো বা নিজের নাম হতে পারে। কিংবা আপনার সাইটের নিশ রিলেটেড, কোন টপিকে সাইট তৈরী করছেন সে রিলেটেড হতে পারে। এবার এর সাথে wakiz.com একটি ডোমেন এড হয়ে যাবে। যেটা আপনার সাইটের নাম সাবডোমেন হবে। 

অর্থাৎ আপনার ডোমেইন সিলেক্ট হবেযেটি wakiz.com  এর সাব ডোমেন। পরবর্তীতে আপনি ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ক্যাটাগরি সিলেক্ট করলে ওয়েবসাইট তৈরি হতে সময় নিবে না।  wapkiz মূলত ডাউনলোডিং সাইট তৈরি করার জনপ্রিয়।  এখানে কেউ  বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চায়না। আপনি ডাউনলোডিং সাইট তৈরি করতে পারেন। ওয়াপ(wap) সাইট তৈরি হবে। ব্যবহার করা সহজ হবে।

ডাউনলোডিং সাইট কিভাবে চালাতে হয়, কিভাবে উপার্জন হয়?

এমনকি  wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করবো? তা সম্পূর্ণ বলব। ওয়াপকিজে যখন ডাউনলোডিং সাইট তৈরি করবেন। তখন ইনকাম করা সহজ হবে। 

আপনি এখানে বিভিন্ন ধরনের মুভি, mp3 songs, bangla waaz ডাউনলোড সাইট বানাতে পারেন। যেখানে Mp3 সং পাওয়া যায়, সেখান থেকে আপনি কপি করতে পারেন। যেকোনো ডাউনলোড সাইট তৈরি করতে পারবেন।

ডাউনলোডিং সাইটে আসলে ডাউনলোড লিংক দিতে হয়। আপনি কি ধরনের ডাউনলোডিং ওয়েবসাইট বানাবেন? সেটা কোন ধরনের ডাউনলোডিং সাইট হবে? মুভি ডাউনলোড সাইট তৈরী করা যায়। যদিও এটা অনেক বড় পরিসরের একটা ওয়েবসাইট হয়ে যাবে। এবং অনেক বেশি খাটুনিও করতে হবে। 

তখনই  mp3 সং অথবা ওয়াজ, ইসলামিক ওয়াজ ডাউনলোডিং সাইট তৈরী করে নিতে পারেন। সেখানে আপনি ইন্টারনেট ঘুরে ঘুরে বিভিন্ন ওয়াজ কিংবা mp3 ডাউনলোড লিঙ্ক গুলো কালেক্ট করবেন। কালেক্ট করার পর নিজের মত সেগুলো আপনি ব্লগিং আকারের সাজাবে। Wap ডাউনলোডিং সাইট তৈরী করে নিবেন। 

এবার ডাউনলোডিং জাভা মোবাইল বা বাটন মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারা wapkiz সাইটগুলো থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারে।


Wapkiz দিয়ে টাকা আয় করার উপায় গুলোঃ

এবার wapkiz দিয়ে ইনকাম করার উপায় কি একমাত্র উপায় হল এই সকল ওয়েবসাইট  মনিটাইজ করা। এছাড়া আর অন্য কোন উপায় পাওয়া যায় না। 

এমন অনেক Wap সাইট আছে, যেখানে হাজার হাজার এমনকি এক লাখ পর্যন্ত ভিজিটর আসে। সে ভিজিটরকে যদি ইনকামের সোর্স বানাতে চান, তবে একমাত্র উপায় হলো মনিটাইজেশন। 


১। মনিটাইজেশনঃ

মনিটাইজেশন কি এডসেন্সের মাধ্যমে সম্ভব? যদিও mp3 ডাউনলোডিং সাইট, ডাউনলোডিং সাইটে মনিটাইজেশন পাওয়া সম্ভব না। তাছাড়া অন্য এড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। যেমনঃ Propeller Ads, Adsterra। এছাড়া আছে A-ads.com।

আপনাকে আমি সাজেস্ট করতে পারি A-ads ব্যবহারে মনিটাইজেশন শুরু করুন। তার কারণ হলো, এট সরাসরি বিটকয়েনে আপনাকে উপার্জন দিবে। এটি শতভাগ বিশ্বস্ত। এই এড নেটওয়ার্ক বাংলাদেশের অনেক সাইটে ব্যবহৃত হয়। এখানে বিটকয়েনে ইনকাম দেয়া হয়।ইন্সট্যান্ট পেমেন্ট।

তাহলে আপনি যত আয় করবেন, সরাসরি বিটকয়েন ওয়ালেট এ ট্রান্সফার করে নিতে পারেন। আপনারা সবাই জানেন, বিটকয়েনের টাকা সব সময় বৃদ্ধি পায়। একটা সময় আপনার সে টাকার পরিমাণটা হয়তো দ্বিগুণ কিংবা তিনগুণ হয়ে যেতে পারে।

ওয়াপ সাইট মনিটাইজেশনে একইভাবে আয় হবে। আপনাকে আর জন্য বিভিন্ন এড স্থাপন করতে হবে। ওয়াপকিজে এড স্থাপন করার উপায় আছে। xml sitemap গুগলে ইনডেক্স করানোর জন্য  উপায় আছে। আপনি সেই অপশন গুলো ড্যাসবোর্ডে পাবেন।

ডাউনলোড সাইট ইনডেক্সিংঃ

ডাউনলোডিং সাইট সব সময় index করা থাকতে হয়। অর্থাৎ যেকোনো একটি mp3 ডাউনলোডিং সাইট তৈরি করে নিলে, সেগুলো ইনডেক্স করার জন্য গুগলে সাবমিট করতে হয়। আপনাকে অবশ্যই মনে করিয়ে,google search console নামক ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েব সাইট সাবমিট করতে হবে।

যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে ইউটিউবে সার্চ করেনঃ কিভাবে Google search console য়ে ওয়েব সাইট সাবমিট করতে হয়? 

এভাবে আপনি সার্চ করে সাবমিট করার অপশন পাবেন। একবার হয়ে গেলে, আপনি রীতিমত বেশি বেশি mp3 ডাউনলোডিং করার জন্য ব্লগ পোষ্ট দিতে থাকুন। যেগুলো ছোটখাটো ব্লগপোস্ট হবে। অর্থাৎ আপনি mp3 সম্বন্ধে কিছু জানাবেন পরে। সে ডাউনলোড লিংক এড করে দিবেন। 

এরকম করে Mp3 বা Waaz ডাউনলোড পোস্ট তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিটিতে ডাউনলোড করার অপশন থাকবে। যে মাত্র আপনি প্রায় 300 টি গান ডাউনলোড করার জন্য পোস্টগুলো তৈরি করতে থাকেন। এর ফলে যা হবে তাহলোঃ সেগুলো ঠিক তখন থেকেই আপনার ওয়েবসাইট দ্রুত র্যাংক করবে। মানে দ্রুত গ্রো করা শুরু হবে। 

এবং উপার্জন ইনশাল্লাহ ভালো আসবে। টাকা ইনকাম করার উপায়, মানে হল ঘুরে ফিরে চলে আসে মনিটাইজেশনেই। 

আপনারা সবাই Blogger চেনেন।  google blogger এ ব্লগ তৈরি করা সম্ভব। কিন্তু ওখানে সীমাবদ্ধতা হলো, সেগুলো জাভা মোবাইলের জন্য ফ্রেন্ডলি না। তার কারণ জাভা মোবাইলে এত ভালো ব্রাউজার থাকে না। যার কারণে ব্লগগুলোর ঠিকমতো আসে না।

কিন্তু wapkiz সম্পূর্ণ জাভা মোবাইলের জন্য ফ্রেন্ডলি। তাছাড়া wapkiz ডাউনলোডিং সাইট অনেক নিরাপদ। এছাড়া অন্যান্য অপশন থাকে। ব্লগারে ডাউনলোডিং সাইট তৈরিতে বিশেষ অসুবিধা আছে। সেটা হল কোনো কারণে যদি আপনার ব্লগ সাইটে বিরুদ্ধে একটু পরপর mp3 ডাউনলোডিং নিয়ে অভিযোগ আসে। তাহলে হয়তো গুগল থেকে সাইটটিকে ডিজেবল করে দেওয়া হবে। এতে করে আপনার পুরো মেহনত এখানেই শেষ হয়ে যাবে।

 তো গেলো wapkiz দিয়ে ইনকাম করার উপায়।


২। একাধিক এড নেটওয়ার্ক ব্যবহার করে আয়ঃ

wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করবো তার অন্যান্য ইনকাম উপায়ের মধ্যেও আছেঃ অতিরিক্ত এড নেটওয়ার্ক ব্যবহার। মানে আপনি চাইলে দুইটি এড নেটওয়ার্ক ডাউনলোডিং সাইটে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কোনো ভালো এড নেটওয়ার্ক হওয়া যাবে না। বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করা যায়। g&r নামক একটি নেটওয়ার্ক আছে। র নেটওয়ার্ক বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট করে।


৩। শর্টেন লিংকঃ Wapkiz দিয়ে কিভাবে টাকা আয় করবো।

wapkiz দিয়ে টাকা আয় করার আরো একটি উপায় আছে। তা হলো শর্টেন লিংক( Shorten Link)  ব্যবহার করা। যদি আপনার wap সাইট দিয়ে আপনি একটু বেশি ভিউ পাওয়া যায়। ভালো সাইট তৈরি করতে পারেন। তবে link shorten তৈরি করে উপার্জন করা যাবে। ডাউনলোড  সাইটগুলোতে মূলত এভাবেই বেশি উপার্জন করা যায়। link short করার ভাল ওয়েবসাইট আছে। তার মধ্যে আছেঃ Adsfly..আরো আছে gplink। 

এগুলো ব্যবহার করে শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই সঙ্গে যখন কেউ লিংকে ক্লিক করবে, তখন এরই মাঝ থেকে বিভিন্ন অ্যাড দেখানো হবে। সেই অ্যাডগুলো দেখে নেয়ার পর তাকে ডাউনলোড করতে দিবে বা কোন কিছু করতে দিবে। মানে যেটি আপনি আপনার ভিজিটরদের দেখাতে চাচ্ছেন, পরে তাতেই নিয়ে যাবে। তবে এর পূর্বে কিছু ক্ষণ এড শো করাবে। 

এরই মধ্য দিয়ে আপনাকে উপার্জন দিবে। একটি পোস্ট যদি একশজনকে ক্লিক করে, আর তা shorten link হয়। তাহলে আপনাকে এক ডলার প্রদান করা হবে। এভাবে ভালো পরিমাণ উপার্জন করা যায়। যাদের ব্লগ এ প্রচুর ভিউ থাকে, তারাও সবথেকে ভালো উপার্জন করে নিতে পারে।

ডাউনলোডিং সাইট গুলোতে shorten link অনেক বেশী জনপ্রিয়। এ সম্বন্ধে আরো জানতে আপনি চাইলে গুগোলে  shorten link ওয়েবসাইট  লিখে সার্চ করতে পারেন। এতে করে আরো বেশি বেশি shorten link  সাইট আসবে। সেগুলো থেকে অর্থ উপার্জন করা যাবে। এটিও wapkiz দিয়ে ইনকাম করার আরেকটি উপায়।

মূলত wapkiz ওয়েবসাইটগুলো থেকে অটোমেটিক্যালি উপার্জন আসবে না। তার কারণ এটি শুধুমাত্র একটি প্লাটফর্ম। যদি আপনাকে একটি Wap সাইট তৈরি করার সুবিধা দিবে। তৈরি করার সুবিধা দিবে। কিন্তু এখান থেকে আপনি চাইলে একিভাবে এড বসিয়ে আয় করার মাধ্যমে আয় করতে পারেন। কিংবা প্রেমিয়াম ডাউনলোডিং করে আয় হবে।


শেষকথাঃ 

আজকের ব্লগে wapkiz কিভাবে টাকা আয় করবো তার সম্বন্ধে জানলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। অনলাইনে আয় করা নিয়ে অনেক ধরনের ব্লগ এখানে প্রকাশ পায়। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।


Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

Post a Comment

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

Previous Post Next Post