GP to GP MB transfer | GP MB transfer system Bangla

GP to GP mb transfer


Grameenphone operator has given a new facility to transfer MB. Currently they have made MB transfer available for all customers. Generally there are many more telecom services in Bangladesh apart from Grameenphone. But Grameenphone is the largest mobile operator among them. Most people in Bangladesh use Grameenphone SIM cards. But many people do not know the rules of GP to GP MB transfer. That is, how to send an internet pack from one mobile to another mobile.


gp to gp mb transfer


And to do this, you need to know MB transfer codes. Then you can transfer easily. But you need to know the legal rules of transferring MB to GP. Then you can get a good idea about all the rules starting from MB transfer to GP.

On the other hand GP internet sharing and transfer is available between all GP SIM. MB transfer from GP SIM to Banglalink SIM is not possible if you want. Let's know the process of GP to GP MB transfer.

How to transfer MB from GP to GP 2022 ?

GP can transfer MB through several simple processes. Grameenphone has made certain internet packages available for transfer. And to give them, USSD code, My GP etc. will be required.
No postpaid user can transfer MB through GP MB sharing method. That can’t receive. There are 3 rules to transfer MB from GP to GP
1) By messaging.
2) Dial the code.
3) Using My GP app.



GP to MB Transfer via Message:

1. gp to gp mb transfer (4 mb)

First you need to go to the message option of the phone. Then you need to enter the following message.

IGIFT <space> 4 MB <space> the number of the person to send <space> your name

Still send this message to 5000. Later you will get a confirmation text. 2 rupees will be deducted from you for this MB sharing. This MB has to be paid.

The receiver will get the same message when the MB transfer is completed. That means you will get a confirmation message.

ম্যাসেজের মাধ্যমে জিপি থেকে এমবি ট্রান্সফারঃ
১। জিপি টু জিপি ৪ এমবি ট্রান্সফারঃ
প্রথমত আপনাকে ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। তারপর আপনাকে নিম্নোক্ত ম্যাসেজটি লিখতে হবে।

IGIFT <স্পেস> 4 MB <স্পেস> যাকে সেন্ড করবেন তার নম্বর <স্পেস> আপনার নাম

তারপরও এই মেসেজটি ৫০০০ এই নম্বরে পাঠাতে হবে।পরবর্তীতে একটি কনফারমেশন টেক্সট পাবেন। এই এমবি শেয়ারিং এর জন্য আপনার কাছ থেকে ২ টাকা কেটে নেয়া হবে। এই এমবির মূল্য পরিশোধ করতে হবে। এমবি ট্রান্সফার সম্পন্ন হলে রিসিভার ওই একই মেসেজ পাবে। অর্থাৎ কনফার্মেশন মেসেজ পাবে।

2. GP to GP 75 MB transfer:

For this you need to go to messaging options. Next, type the following message

IGIFT <Space> 75 MB <Space> Receiver Phone Number <Space> Your Name.

Receiver phone number means the phone number of the person to whom you will send the MB. And 5000 should be sent to this number. After sending the message, a confirmation text will appear. And for this you have to pay a fee of Rs 2 extra.

In this way you can easily transfer 75 MB.


২। জিপি টু জিপি ৭৫ এমবি ট্রান্সফার:
এর জন্য আপনাকে ম্যাসেজিং অপশনে যেতে হবে। পরবর্তীতে নিচের মেসেজটা টাইপ করতে হবে

IGIFT <স্পেস> 75 MB <স্পস> রিসিভার ফোন নম্বর <Space> আপনার নাম।

রিসিভার ফোন নম্বর মানে হচ্ছে আপনি যাকে এম্বি সেন্ড করবেন তার ফোন নম্বর।এবং ৫০০০ এই নম্বরে মেসেজ পাঠাতে হবে। মেসেজটি পাঠানোর পরবর্তীতে একটা কনফার্মেশন টেক্সট আসবে। এবং এর জন্য আপনাকে ২ টাকা ফি পরিশোধ করতে হবে এক্সট্রা।

এভাবে ৭৫ এম্বি আপনি সহজেই ট্রানস্ফার করে নিতে পারবেন।


3. GP to GP 250 MB transfer:

Access the phone's message options. Then type the following message.

IGIFT <Space> 250 MB <Space> Receiver Phone Number <Space> Your Name.
Then send the message to 5000. and get a confirmation text. As always, 2 rupees will be charged as a message fee. And your MB transfer will be completed.

৩। জিপি টু জিপি ২৫০ এমবি ট্রান্সফারঃ
ফোনের ম্যাসেজ অপশনে প্রবেশ করুন। তারপর নিম্নোক্ত মেসেজ টাইপ করুন।

IGIFT <স্পেস> 250 MB <স্পস> রিসিভার ফোন নম্বর <Space> আপনার নাম।

পরবর্তীতে ৫০০০ এ নম্বরে মেসেজটি পাঠিয়ে দিন। এবং একটি কনফার্মেশন টেক্সট পাবেন। প্রতিবারের মতো এখানেও ২টাকা মেসেজ ফী হিসেবে কাটা হবে। এবং আপনার এমবি ট্রান্সফার সম্পন্ন হবে।

4. GP to GP 1GB internet transfer

As usual go to the message option and write a message. And type the following message.

IGIFT <Space> 1 GB <Space> Receiver Phone Number <Space> Your Name.

Next send the message to this number 5000. You will get a confirmation text immediately. And for this you have to pay an extra fee of Rs 2 as before. The GP will deduct Rs 2 from your mobile phone. Simultaneously the receiver will get a confirmation text. One GB data has been gifted to him.


৪। জিপি টু জিপি ১ জিবি ইন্টারনেট ট্রান্সফার

বরাবরের মত মেসেজ অপশনে গিয়ে একটি মেসেজ লিখতে হবে। এবং নিচের মেসেজটি টাইপ করে নিতে হবে।

IGIFT <স্পেস> 1 GB <স্পস> রিসিভার ফোন নম্বর <Space> আপনার নাম।

পরবর্তীতে ৫০০০ এই নম্বরটিতে মেসেজটি পাঠাতে হবে।সাথে সাথে একটি কনফার্মেশন টেক্সট পেয়ে যাবেন। এবং এর জন্য আপনাকে আগের মতোই ২ টাকা এক্সট্রা ফি দিতে হবে।জিপি আপনার মোবাইল ফোন থেকে ২ টাকা কেটে নেবে।সাথে সাথে রিসিভার একটি কনফার্মেশন টেক্সট পাবে। যে এক জিবি ডাটা তাকে গিফট করা হয়েছে।

5. GP to GP 299 MB transfer

First you need to enter the message option and type the following text.

IGIFT <Space> SP 299 <Space> Receiver Phone Number <Space> Your Name.

Later send a message to this number 5000. And for this additional two rupees will be charged. A confirmation text will be sent immediately.

Basically you have to type the number of MB you want to send. And besides that the message should have the following structure. And by sending it to 5000 numbers, you can get an internet transfer. But finally 2 taka extra will be deducted for your messaging. Structure of the message:

igift <space> 4 MB <space> 017******** (phone number of recipient) <space> your name


৫। জিপি টু জিপি ২৯৯ এমবি ট্রান্সফার

প্রথমে আপনাকে মেসেজ অপশনে ঢুকে নিচের টেক্সট টাইপ করতে হবে।

IGIFT <স্পেস> SP 299 <স্পস> রিসিভার ফোন নম্বর <Space> আপনার নাম।

পরবর্তীতে ৫০০০ এই নম্বরটায় মেসেজ পাঠাতে হবে। এবং এর জন্য অতিরিক্ত দুই টাকা চার্জ করা হবে। সাথে সাথে একটি কনফার্মেশন টেক্সট পাঠিয়ে দেয়া হবে।

মোটকথা আপনি যত এমবি পাঠাতে চাইছেন সেটা টাইপ করে নিতে হবে। এবং তার পাশাপাশি নিম্নোক্ত স্ট্রাকচার মেসেজের থাকতে হবে। এবং সেটি ৫০০০ নম্বটিতে পাঠিয়ে দিলেই আপনি ইন্টারনেট ট্রানস্ফার করে নিতে পারবেন। তবে পরিশেষে আপনার ম্যাসেজিং এর জন্য ২ টাকা এক্সট্রা কাটা হবে। ম্যাসেজের গঠনঃ

igift <স্পেস> 4 MB <স্পেস> 017******** (যাকে সেন্ড করবেন তার ফোন নম্বর) <স্পেস> আপনার নাম


GP to GP MB transfer by dialing USSD code: 

Messaging can seem like a lot of trouble. Because it can be easily transferred by dialing the code. If you want to transfer MB using the code, then yes. I am highlighting that rule. So you can transfer only 10 MB, 25 MB and 60 MB internet packages using code to transfer MB.


GP to GP 10,25,60 MB Internet Package Transfer:

  • To transfer 10MB you need to enter this code  *141*712*11*receiver mobile number#.
  • To transfer 25MB you need to enter this code, dial *141*712*9*receiver's mobile number#.
  • Finally , to transfer 60 MB , go to the call option on the mobile phone and dial this code *141*712*4*receiver's mobile number#.
(USSD কোড ডায়াল করে এমবি ট্রান্সফারঃ

মেসেজিং এ অনেক ঝামেলা মনে হতে পারে। কেননা কোড ডায়াল করে সহজেই ট্রান্সফার করা যায়। যদি কোড ব্যবহার করে এমবি ট্রান্সফার করতে চান, তাহলেও হবে। আমি সেই নিয়ম টি তুলে ধরছি। তো কোড ব্যবহার করে এমবি ট্রান্সফার করার জন্য আপনি শুধুমাত্র ১০ এএমবি, ২৫ এম্বি এবং ৬০ এমবি ইন্টারনেট প্যাকেজ ট্রানস্ফার করতে পারবেন।
জিপি টু জিপি ১০,২৫,৬০ এমবি ইন্টারনেট প্যাকেজ ট্রানস্ফারঃ

১০ এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে এই কোডটি লিখতে হবে *141*712*11*রিসিভার মোবাইল নম্বর# ।
২৫ এমবি ট্রান্সফার করার জন্য আপনাকে এই কোডটি লিখতে হবে, ডায়াল *141*712*9*রিসিভারের মোবাইল নম্বর# ।
পরিশেষে ৬০ এমবি ট্রান্সফার করার জন্য মোবাইল ফোনে কল অপশন এ গিয়ে এই কোডট ডায়াল করতে হবে *141*712*4*রিসিভারের মোবাইল নম্বর#।)


GP MB transfer system by using My GP app:

My GP app can be used to transfer MB from Grameenphone to Grameenphone. By using that app we can perform various functions of the phone digitally. All activities of Grameenphone are available in My GP app. MB can be transferred easily through the GP app . Let's see how to do it.

First, go to the Play Store and install the My GP app. Open it if installed.


(জিপি টু জিপি এমবি ট্রান্সফার ( মাই জিপি অ্যাপ ব্যবহার করে):

গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে এমবি ট্রান্সফার করার জন্য মাই জিপি এপ ব্যবহার করা যায়। সেই অ্যাপটি ব্যবহার করে আমরা ডিজিটাল পদ্ধতিতে ফোনের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারি। মাই জিপি অ্যাপে গ্রামীণফোনের সকল কার্যক্রম মোটামুটি চলে আসে। জিপি অ্যাপ এর মধ্য দিয়ে সহজেই এমবি ট্রান্সফার করা যায়। কিভাবে করে নিবেন সেটি দেখে নিতে চলুন শুরু করা যাক।

প্রথমেই প্লে স্টোরে গিয়ে My GP এপ টি ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করা থাকলে সেটি ওপেন করে নিন।)

GP to GP MB transfer using MyGP

Next you need to go to the Gift Packs option. And by going to the menu you will get the option to gift MB.

পরবর্তীতে আপনাকে Gift Packs অপশনে যেতে হবে। এবং মেনুতে গিয়ে আপনাকে এমবি গিফট করার অপশন পাবেন।

Gift pack transfer

Next you need to go to the Gift Packs option. And by going to the menu you will get the option to gift MB.

যেকোনো একটি প্যাকেজ সিলেক্ট করতে হবে। যাকে পাঠাবেন তার নম্বরটি দিন। এবং এভাবে সহজেই পাঠানো যায়।

Internet offer transfer

GP has done an amazing job in 2022. That is, GP balance can be transferred easily . So we don't get a chance to recharge many times. Then if there is money in someone else's mobile phone SIM, you can transfer from there using it. It is also possible to transfer the balance very easily. Read the article below to read the blog about this. Read the full article on GP to GP MB Transfer 2022.
Finally GP is the most widely used mobile SIM operating system in Bangladesh. And their SIM is used by almost everyone. You must give a gift to transfer MB to GP SIM. In other words, the specified package should be purchased and gifted. Which is very expensive. The reason is that the balance will be deducted from the mobile for MB transfer.

And you can't directly transfer your purchased MB to anyone. Only someone nearby can transfer using a hotspot. However, no such system has yet arrived that will directly lead to MB transfer. Only a MB package of fixed balance can be sent to someone.


What we have learned:

Today's main topic to learn is GP SIM MB transfer rules. From there we learned how to transfer by going to the message option.

Learn MB transfer by dialing USSD code. And I showed the IGP gift option. From where the package can be selected and transferred. You can use whichever method you prefer.

But using the MyGP option is very easy and convenient. GP MB Transfer will not work on other SIM operating systems. That means you cannot transfer MB from GP to Banglalink, Robi, or Airtel SIM if you want. GP to GP MB Transfer 2022 came to know.

পড়ুনঃ

Rakib

রাকিব "এক্সপার্ট বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা এবং মালিক। সে অবসর সময়ে ব্লগিং ও লেখালেখি করতে ভালোবাসে। তাছাড়াও, অনলাইনে নতুন কিছু শেখা তার প্রধান শখ।

4 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. অসাধারণ উপস্থাপনা এবং লেখা প্রচুর সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে।
    এবং পোস্টে দেখানো ২য় পদ্ধতিটি খুবই কার্যকর এবং এটিই অন্যান্য লেখকদের থেকে তোমাকে আলাদা করতে যথেষ্ট, আমি মনে করি।

    এগিয়ে যাউ।❤️

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ তোমাকে, স্বপ্নীল

      Delete
  2. আমার মোবাইলে 80 জিবি ইন্টারনেট আছে , এটা আমি অন্যকে কিভাবে ট্রান্সফার করতে পারব, সেটা তো বললেন না ।

    ReplyDelete
    Replies
    1. কোনো সিমের ক্রয়কৃত প্যাক এর অংশ অন্য সিমে ট্রান্সফার করার কোনো উপায় নেই। দুঃখিত।ব

      Delete
Previous Post Next Post