কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায় ?


কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়

গুগলে ছবি দিয়ে সার্চ করব কিভাবে?  

আমরা জানি, গুগল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন , যেখানে আমরা যেকোনো একটি কি-ওয়ার্ড টাইপ করলে সাথে সাথে এই রিলেটেড সকল উওর পেয়ে যাই। বিভিন্ন ওয়েবসাইটে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কোন ব্লগ অথবা পোষ্ট থাকে তাহলে সেগুলো সার্চ রেজাল্টে এভেইলেবেল থাকবে। আজকে আমরা জানব, কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়তা সম্পর্কে।

যখন একটি ইমেজ রিলেটেড রেজাল্ট খুঁজতে চাই, যেগুলো অন্যান্য ওয়েবসাইটে আছে। সেগুলোর আমরা গুগলে ছবি দিয়ে সার্চ করে সহজেই পেয়ে যাই। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, আসলে কি ইমেজ সার্চ করা যায়? হুম, গুগলে ছবি দিয়ে সার্চ করা খুবই সহজ। এবং এটা সবাই জানে । আজকে আমাদের ব্লগের বিষয় গুগলে ইমেজ সার্চ করব কিভাবে? তাহলে চলুন দেরী না করে আজকের ব্লগ শুরু করি।


গুগলে ছবি দিয়ে সার্চ করার মাধ্যমে যে কোন তথ্য পাওয়া যায়। অর্থাৎ যদি কোন একটি ইমেজ আপনি গুগলে সার্চ করেন, সেই ইমেজ এর মাধ্যমে যাবতীয় তথ্য উপাত্ত সরাসরি সার্চ রেজাল্টে পেয়ে যাবেন। এর ফলে অনেক ক্ষেত্রে ইমেজ সার্চ আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। 

চাইলে যেকোনো একটি ছবি তুলে সে ছবিটির আসল মর্মার্থ কি আপনি গুগলের সার্চ দিয়ে জেনে নিতে পারবেন। ধরা যাক, আপনি কাউকে সার্চ করবেন, যাকে আপনি চিনেন না। এবং সে ছবিটি সম্বন্ধে কিছু বিস্তারিত জানতে চান। তাহলে আপনি সেটি গুগলে সার্চ দিতে পারেন। এখন আসুন step-by-step জানা যাক কিভাবে আমরা গুগলের একটি ইমেজ সার্চ করব।


গুগল ইমেজ সার্চ কিভাবে কাজ করের

গুগোল হচ্ছে সার্চ ইঞ্জিন ওয়েবসাইট । অথবা সফটওয়ারের মাধ্যমে এটি কাজ করে। গুগলে যে কোন একটি টেক্সট বা ওয়ার্ড আমরা সচরাচর সার্চ করতে পারি। ঐ কীওয়ার্ডস সংবলিত যত তথ্য আছে, সব গুগলের সার্ভারে আগে থেকে ওয়েবসাইট ইনডেক্সের মাধ্যমে সরবরাহ করা আছে। যার ফলে যখনই কোনো ক্লায়েন্ট সেখানে এসে সার্চ করে, ভালো রেজাল্ট গুলো গুগলের প্রথম পৃষ্ঠায় শো করে । এবং তাদের পরবর্তী পৃষ্ঠায় অন্যান্য রেজাল্ট শো করে । এভাবে গুগোল এর অ্যালগরিদম কাজ করে।


গুগলে ছবি দিয়ে সার্চ কিভাবে কাজ করে?

যদি আপনি গুগলে ছবি দিয়ে সার্চ করতে চান, তাহলে সেই ছবিটি গুগল এ গিয়ে আপলোড করতে হয় । প্রত্যেকটি ইমেজের কে নিজস্ব ইউ আর এল কোড থাকে, সেই ইউ আর এল কোড যদি অন্য কোন ওয়েবসাইটের সাথে মিলে যায়।তাহলে আপনাকে ওই ইমেজের ক্যাপশন অথবা বর্ণনা যেটা মেটা ডেসক্রিপশন বলি সেটা দেখিয়ে দিবে। 

এরপরে ঐ ইমেজ সম্পর্কে বিশ্বব্যাপী যত তথ্য আছে, সে তথ্যগুলো গুগলের মাধ্যমে জানতে পারবেন । এভাবে গুগলে ইমেজ সার্চ কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে গুগল ইমেজ সার্চ কোন ধরনের ব্যক্তিগত ছবি অথবা নিজের কোথাও কোন জায়গায় তোলা ছবিকে সমর্থন করে না। আবার গুগল ইমেজ সার্চে কোনো ছবির সাথে গুগলের সার্ভারে থাকা কোনো ছবির মিল থাকলে গুগল তা ইন্ডেক্স করে রাখা থেকে রেজাল্ট শো করায়।

গুগলে ছবি দিয়ে সার্চ করা কি?

গুগলের মেইন সাইটে গিয়ে আপলোড করে ইমেজ সার্চ দেয়া একধরনের ইমেজ সার্চ। যেখানে ঐ ইমেজের সাথে মিল থাকা সব ইমেজ গুগল তার সার্চ রেজাল্টে দেখায়।


যেভাবে গুগলে ইমেজ সার্চিং করবেনঃ

এজন্য প্রথমে আপনাকে google.com এ যেতে হবে। অথবা আপনি চাইলে এর জন্য আপনাকে শুধুমাত্র এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনি সরাসরি গুগল ইমেজ সার্চ অপশনে চলে যাবেন। গুগল ইমেজ সার্চ করার সার্চ ইঞ্জিনের যাওয়ার পর পরবর্তীতে আপনাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে।কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায় জানুন।

গুগল ইমেজ সার্চ

আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন , তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে। কেননা আমরা জানি , ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট (Desktop Site) প্রদর্শন করানো সম্ভব। যদি আপনি ডেক্সটপ বা কম্পিউটার ইউজার হোন, তাহলে আপনাকে কোন ঝামেলা পোহাতে হবে না। সরাসরি যেকোনো একটি ইমেজ গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে আপলোড দিয়ে সার্চ করতে পারবেন।

গুগল ইমেজ সার্চ মোবাইল



এবার,

গুগলে ইমেজ সার্চ করুন



এজন্য প্রথমে লিংকে ক্লিক করে যাবেন। গুগোল এর অফিসিয়াল ওয়েবসাইটের একদম উপরের ডান পাশে অপশন এ গিয়ে, Desktop Site অপশনে ক্লিক করে দিবেন। তারপর সেখান থেকে আপনি আপনার কাঙ্খিত ইমেজ সার্চ এর জন্য ইমেজ ফাইল আপলোড করে দিবেন আপলোড করে সেটা সাবমিট করে দিবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করে দিবেন।

এভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করতে পারবেন। আর সার্চ অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনি সরাসরি ছবিটি যে ওয়েব সাইট অথবা যে লেখালেখিতে ছিল‌ এরকম সকল রেজাল্ট চলে আসবে। এবং সেই ইমেজ সার্চের মাধ্যমে আপনি তো উত্তর জবাব পেয়ে যাবেন পাশাপাশি ভালো ফলাফলও পাবেন।ভেজাল পোহাতে হয় না বা ঝামেলা পোহাতে হয় না।

কোন ধরনের ছবি আপনি চাইলে সার্চ করতে পারেন?

প্রথমত মনে রাখবেন, আপনি আপনার সার্চ করা ছবিটি যদি গুগলে কোন ওয়েবসাইটের ছবি হয়ে থাকে তাহলে সেটি আপনাকে সার্চ অপশন দেখাবে। ছবির সাথ্র গুগলের রেজাল্টের মিল থাকলেও দেখাবে। কিন্তু যদি আপনার কোন ব্যক্তিগত ছবি যেটি কোন ওয়েবসাইটে এভেলেবেল নয় ,অথবা গুগলের সার্ভারে নেই তাহলে সেটা আপনি সার্চ রেজাল্টে পাবেন না। কাজেই সব রকমের ছবি যেকোনো বিস্তারিত তথ্য যে আপনি গুগলে পাবেন তা ।আপনি যদি নিজের কোন আপলোড করা ছবি গুগোল এ সার্চ করেন তাহলে সেখানে সার্চ রেজাল্ট হিসেবে তাহলে তার সম্বন্ধে বিস্তারিত ডিটেলস চলে আসবে।

আপনি এখন গুগলে ছবি দিয়ে সার্চ করতে পারবেন। গুগোল বরাবরের মতোই সকল ধরনের ব্যবস্থা আমাদের কাছে এনে দিয়েছে। ইমেজ সার্চ করে যে কোন ফলাফল পেতে পারবেন হাতের মুঠোয় । চাইলে যেকোনো তারকা বা সুপারস্টারদের ইমেজ সার্চ করে তাদের সম্পর্কে জানতে পারেন এ সম্বন্ধে ভালো রেজাল্ট পাবেন আশা করি। অথবা যার সম্পর্কে জানেন না, তার ইমেজ যদি আপনি রেখে দিতে পারেন । সার্চ করলে গুগল থেকে রেজাল্ট পাবেন।কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করা যায় তা আজকে জানলাম।
পড়ুনঃ

1 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. ধন্যবাদ । অনেক সুন্দর পোস্ট লিখেছেনঃ

    ReplyDelete
Previous Post Next Post