ইংরেজি আর্টিকেল লিখে আয় করুন লক্ষ লক্ষ টাকা

ইংরেজি আর্টিকেল লিখে আয়


ইংরেজি আর্টিকেল লিখে আয় করার ১২টি সাইটঃ

একজন লেখক যে ওয়েব সাইটে গিয়ে কাজ করে, তাকে অথোরিটি ওয়েবসাইট বলে। সোজা কথায় অথোরিটি ওয়েবসাইটগুলোই কেবল আপনাকে আর্টিকেল লিখার সুযোগ করে দিবে। যেখানে আপনি গেস্ট ব্লগিং কিংবা ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারবেন। তার আগে একটা ডাউট ক্লিয়ার করে রাখি।

অনেকে আবার অথোরিটি সাইটগুলোকে গ্রাথোর এর মতো সাইট মনে করবেন না। অথোরিটি সাইটগুলো আপনাকে ভাড়া করিয়ে নিয়ে লেখাবে। সেখানে একেকটি আর্টিকেলে ১০০ টাকা আয় করা সহজেই হয়ে যায়। যেখানে বাংলাদেশী সাইটগুলোতে ১ সপ্তাহ লাগে শুধু আর্টিকেল লিখে ১০০ টাকা আয় করবার জন্য।

অথরিটি ওয়েবসাইট লেখা-লেখি করে আয় করার এক অমূল্য শুরু। সাধারণত যে কোন একটি ওয়েবসাইটে যখন তার ইউজারদের মধ্য দিয়ে লেখালেখি ব্যবস্থা করে দেয়, তখন সেটাকে অথরিটি ওয়েবসাইট বলে। যে কোন লেখক নিজের মন মত লেখালেখি করে আয় করতে পারে। অনলাইনে আয় করার ক্ষেত্রে যা কনটেন্ট রাইটার নামেও পরিচিত।

ইন্টারনেটের সবকিছুই ওয়েবসাইট থাকে। তারপর ধীরে ধীরে তাতে অনেক ফিচার যোগ করে, সেটিকে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে পরিণত করা হয়। যেমনঃ কোন কোন ওয়েবসাইটকে তাদের প্রোডাক্ট কেনাবেচার জন্য তৈরি করা হয়, যেটাকে আমরা ই কমার্স সাইট বলতে পারি। কোন কোন সাইটে মুভি ডাউনলোডিং সার্ভিস ব্যবহার করা হয়, যাতে মুভি আপলোডের অথবা অথবা মুভি গুলো রাখার দরকার পড়ে।

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে

একইভাবে অথোরিটি ওয়েবসাইটগুলোতে ব্লগিং করা হয়, আর্টিকেল লেখা হয়। বেশিরিভাগ যারা ভালো ইংরেজি জানেন তারা গেস্ট ব্লগিং কিংবা আর্টিকেল লিখে ভালো আয় করতে পারেন। বাংলা লিখতে জানলেও হবে। এ বিষয়ে আমি একটি জনপ্রিয় বাংলা অথোরিটি সাইট নিয়ে ব্লগের একদম শেষে আলোচনা করেছি।

এবার বলে রাখিঃ


ইংরেজি আর্টিকেল লিখে আয় করার অথোরিটি ওয়েবসাইটগুলো কি চায় ?

সাধারণত সকল অথরিটি ওয়েবসাইটই চায়  নতুন নতুন আইডিয়া এবং লেখালেখি। তারা গেস্ট ব্লগার হায়ার করে, নতুন কন্টেন্ট চায়। আপনি যখন একটি অথরিটি ওয়েবসাইটে কোন ধরনের আর্টিকেল লিখবেন, সে কনটেন্টের পপুলারিটি এবং ভিজিটর এর উপর ভিত্তি করে  নিজস্ব প্রফিট পাবেন।

পড়ুনঃ

আর যত টাকায়  ভাড়া করা হয়েছিল ,আপনাকে সে টাকা রিওয়ার্ড হিসেবে সেয়া হবে। যদি আপনি হোন একজন কনটেন্ট রাইটার অথবা ব্লগার ,অথবা নতুন নতুন আইডিয়া খুঁজতে সক্ষম। তাহলে আপনি অথরিটি ওয়েবসাইটে  ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারেন । তারা তাদের সাইটে নতুন লেখকদের ভালো জব দেওয়ার জন্য উদ্যোগি। বেশিরভাগ নতুন ইউজারদেরকে নতুন কন্টেনট লেখার জন্য ব্যবহার করে।


আথোরিটি ওয়েবসাইট সম্বন্ধেঃ

অথরিটি সাইট গুলো কিসের ভিত্তিতে তৈরি হয়?

ইন্টারনেটের যত অথরিটি সাইট আছে বেশিরভাগ ক্ষেত্রে অথরিটি সাইটগুলো মূলত কনটেন্ট রিসার্চ, ব্লগ সাইট অথবা আউটসোর্সিং বিষয় নিয়ে তৈরি হয়। এবং তাদের নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন কনটেন্ট এর পরিমাণ থাকে বেশি। যার কারণে যেকোনো নতুন ইউজার আকর্ষণ করতে সক্ষম।

সে সকল সাইটে বিভিন্ন ব্লগার অথবা বিভিন্ন কর্মী কাজ করতে পারে। আবার বিভিন্ন ইউজাররা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে। এবং তাদের আইডিয়ার পপুলারিটির এর উপর ভিত্তি করে অই ইউজারদের প্রফিট বা মূল্য দেয়া হয়।

অথরিটি সাইটের পরিমাণ কেমন হতে পারে?

ইন্টারনেটেএমন অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি কন্টেন্ট লেখার জন্য টাকা আয় করতে পারবেন। অনেকটা এটি তাদের নতুন আইডিয়া দেয়। এবং নতুন আইডিয়াগুলোকে ক্যাপচার করে সেগুলো প্রয়োগ করে। বেশিরভাগ ব্লগসাইট যেগুলো দীর্ঘকালীন ব্যবসার জন্য প্রতিষ্ঠাতারা অথরিটি ওয়েবসাইট তৈরি করে। ভালো অথোরিটি সাইটগুলোতে লেখালেখি করার কিছু ক্যাটাগরী থাকে।

পড়ুনঃ

প্রত্যেকটি অথরিটি সাইট লেখকদের পরিপূর্ণ সুযোগ দেয়। এমন অনেক অপরিপূর্ণ লেখক আছেন যারা ফ্রিল্যান্সিং অথবা লেখালেখির কাজ করতে পারছেন না, তাদের জন্য লেখালেখি সুযোগ করে দেবে। আপনি অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। যারা লেখক তাদের জন্য এটি একটি বড় সুযোগ। কেননা লেখালেখির মাধ্যমে প্রচুর টাকা আয় করার আরেকটি সুযোগ সুবিধা দেয় এই অথরিটি ওয়েবসাইট।


ইংরেজি আর্টিকেল লিখে আয় করবেন কিভাবে?

যে কেউ চাইলে অথরিটি সাইটে কাজ করে নিজের সাইটের অফ পেজ এসইও করিয়ে নিতে পারবেন। আর এমনিতে আর্টিকেল লিখে বাংলাদেশি ও বৈদেশিক অথোরিটি সাইটে আয় করতে পারবেন। এর লিংক আমি দিয়ে রেখেছি।

কারা কাজটি করতে পারেনঃ

ভার্চুয়ালি এ কাজটি যেকেউ চাইলে করতে পারেন। এখানে আপনাকে আর্টিকেল লিখতে হবে। অতঃপর ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে হবে।

যারা লিখতে পছন্দ করেন এবং তাদের জ্ঞান এবং ধারণাগুলোকে মানুষের মাঝে শেয়ার করতে পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যাটফর্ম বিশেষ উপযুক্ত। লেখালেখির সামান্য আগ্রহ থাকলে আর্টিকেল লিখে ইনকাম করার চিন্তা ভাবনা করতে পারেন।

কী ধরনের দক্ষতা লাগবেঃ

প্রত্যেকটি কাজ বা শিল্পকলার পেছনে দক্ষতা প্রয়োজন পড়ে । আর্টিকেল লেখা এক ধরনের শিল্প , তাই দক্ষতার প্রয়োজন তো পড়বেই। প্রয়োজন। যেমনঃ যেকোনো বিষয় বা যে কোনো জ্ঞান ভালো প্রকাশ করার সক্ষমতা থাকা।

ভালো লেখালেখি অভ্যাস থাকতে হবে। যদি ভালো কিছু লিখে দেখাতে পারেন তাহলেই হবে। এবং একটি জোরদার পদ্ধতিতে ভালো লেখালেখির কৌশল প্রয়োজন। নতুন হলেও সমস্যা নাই। নতুন থেকে পুরনো হতে কদিন বা সময় লাগবে।

আরও পড়ুনঃ

1.সফলভাবে ব্যবসা শুরু করার ১৫টি টিপস

কিভাবে শুরু করবেনঃ 

অথরিটি ওয়েবসাইটে কাজ করতে চাইলে এখন থেকে শুরু করে দিতে পারেন। আমি আপনার জন্য কতগুলো অথরিটি সাইটের লিংক দিয়ে দিচ্ছি , সেখানে ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারেন। একেবারেই নিচে একটি বাংলাদেশী সাইট ও তার বিবরণ দিয়েছি। বেশিরভাগ সাইটগুলোই ইংরেজি।

আরও পড়ূনঃ

কাজ শুরু করার সবচেয়ে ভাল পদ্ধতি হলো আপনাকে এমন একটি টপিক নিয়ে কাজ শুরু করতে হবে, যাকে নিশ বলে। যেটিতে আপনি ইন্টারেস্টেড। সে মোতাবেক ভালো আর্টিকেল লেখার চেষ্টা করতে থাকুন। টপিক রিলেটেড যেকোনো  ইংরেজি আর্টিকেল লিখে আয় করুন। ইন্টারনেটে এমন অসংখ্য দারুন অথরিটি ওয়েবসাইট আছে, যেখানে প্রতিটি আর্টিকেলের জন্য সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত আয় করার সুযোগ করে দিবে।

আপনার উচিত এমন একটি সাইট খোঁজা যেটি আপনার পছন্দ করা টপিকস এর উপর মিলে। এবং এই রকম যেকোনো সাইটে বাংলা লিখে আয়ও শুরু করতে পারেন। অর্থাৎ আপনার টপিকসের সাথে রিলেটেড এমন একটি সাইট খুজতে হবে। ইংরেজি সাইটগুলোতে পেপালে পেমেন্ট দেয়।

সেখানে ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ড এড করা যায়। পেপাল একাউন্ট বাংলাদেশ থেকে খুলতে না জানলে নিচের ব্লগটি পড়ুন। সেখানে এ বিষয়ে লাইভ টিউটোরিয়াল দেখিয়ে নিজের একাউন্ট খুলেছি। সেটি একটি বিজনেস একাউন্ট।

1.পেপাল বিজনেস একাউন্ট খোলার বিস্তারিত টিউটোরিয়াল


লেখালেখি করে আয় করার ১১টি ওয়েবসাইট লিংকঃ

 টপিক্স      - সাধারণ।

পেমেন্ট            - $১০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড     - পে পাল।


 টপিক্স    - অর্থনীতি।

পেমেন্ট         -  $৭৫/প্রতি আর্টিকেল

পেমেন্ট মেথড     - পেপাল 


টপিক্স     - রিভিও,ব্যবহারকারীদের এক্সপেরিয়েন্স।

পেমেন্ট          - $১০০/প্রতি আর্টিকেল

পেমেন্ট মেথড     - অনির্দিষ্ট। 


টপিক্স     - সাধারণ/মানবিক

পেমেন্ট         - $৫০-$২০০/প্রতি আর্টিকেল

পেমেন্ট মেথড     - পেপাল

 টপিক্স     - ওয়েবসাইট ডেভেলপমেন্ট/ ব্যবহার এক্সপেরিয়েন্স

পেমেন্ট        - $৫০-$২০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড     - পেপাল,আরো অনেক। 


 টপিক্স      - ইন্টারনেট

পেমেন্ট            - $২০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড  - পেপাল ও অন্যান্য

 টপিক্স      - লেখালেখি

পেমেন্ট            - $৭৫/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড  - ক্রেডিট কার্ড, পেপাল 


টপিক্স      - বাস্তব জীবন

পেমেন্ট            - $৭৫-$৪০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড৷ -ক্রেডিট কার্ড,পেপাল 


 টপিক্স      - ওয়েব

পেমেন্ট            - $১৫০-$২০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড  -ক্রেডিট কার্ড ও অন্যান্য। 


 টপিক্স      - অনলাইন টাকা আয়/SEO

পেমেন্ট            - $৫০-$২০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড   - ক্রেডিট, পেপাল। 

 টপিক্স      - ভ্রমণবিষয়।

পেমেন্ট            - $১০০/প্রতি আর্টিকেল।

পেমেন্ট মেথড  - অনির্দিষ্ট

এখন আপনার কাছে লিস্ট আছে। শীঘ্রই আর্টিকেল লিখে ইনকাম করা শুরু করে দিন।


বাংলা আর্টিকেল লিখে আয়ঃ

বাংলা লিখে আয় করতে চাইলে আমরা একটি সাইটকে টপ সাজেশনে রাখতে পারি। সেটি হলোঃ jit.com.bd/blog । এটি একটি বাংলা অথোরিটি সাইট হিসেবে ধরতে পারেন। যেখানে ভালো মানের আর্টিকেলে প্রতিটার জন্য ৫০-১০০ টাকা দেয়। আর্টিকেল সাবমিট হলেই ৫০ টাকা। 

পরবর্তীতে যদি ভিও আসে তাহলে এর জন্য আরো ৫০ টাকা। এখানে অনেক দিন গেস্ট ব্লগিং করলে আরো বাড়িয়ে ১৫০ টাকায় নিবে। এটাই সাইটের বিশেষত্ব। এখানে বাংলা আর্টিকেল লিখে আয় করা যায়। তবে আর্টিকেলের কোয়ালিটিও ঐ লেভেলের হতে হয়। পেমেন্ট দেয়া হয় বিকাশ, নগদ অথবা রকেট।

আগে এখানে কাজ করতাম। তখন আর্টিকেল লিখে ১০০ টাকা হলেই মোবাইল রিচার্জ নেয়া যেতো। সম্প্রতি আর্টিকেলের দাম বাড়ায়, ৫০০ টাকা হলেই উইথড্র দেয়।

উপভোগ করুন!

5 Comments

কমেন্ট করার মিনতি করছি। আমরা আপনার কমেন্টকে যথেস্ট মূল্য প্রদান করি। এটি আমাদের সার্ভিসের অংশ।

তবে কোনো ওয়েবসাইট লিংক প্রকাশ না করার অনুরোধ রইল।

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. বাংলাদেশ থেকে কাজ করা যায় এগুলোতে

    ReplyDelete
  3. (টেক টপ ২৪) techtop24.com ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি টাইপিং করে বা আর্টিকেল লিখে দৈনিক ৩০ থেকে ৪০ মিনিট কাজ করে ৫০০-৮০০ টাকা ইনকাম করতে চান?

    [[[ যে যে বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে।। ]]]
    ১// আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে এটা অবশ্যই থাকতে হবে।
    ২// কম্পিউটার অথবা স্মার্টফোন থাকতে হবে।

    [[[ শেষ কথা আপনি প্রথমে এই ওয়েবসাইটে একাউন্ট করবেন। ]]]
    ১// কিভাবে আপনাকে একাউন্ট করতে হবে দেখে নিন = https://cutt.ly/TDWdJF4
    ২// লিঙ্ক ওপেন করুন এবং রেজিস্টার করুন = https://cutt.ly/FDWdpWA

    [[[ তারপর নিচের লিঙ্ক থেকে সকল ইনফরমেশন জেনে নিবেন। ]]]
    ৩// বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন = https://cutt.ly/cDWsfCl
    ৪// আর্টিকেল লেখার নিয়মাবলী জানতে ক্লিক করুন = https://cutt.ly/mDWgpa9

    TechTop24 ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন।

    ৫// এই ভিডিও দেখে কাজ শিখুন https://youtu.be/JS_rSGoh01c

    তাই আজই কাজ শুরু করুন আর ইনকাম করুন। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিসিট করুন ।। ধন্যবাদ সাথেই থাকুন ।।

    ReplyDelete
Previous Post Next Post